হাতে মাইক নিয়ে সচেতনতা প্রচারে ট্রাফিক গার্ড

Road Accident: লাঠি ছেড়ে এবার মাইক হাতে পুলিশ! তারপর যা হল…

নদিয়া: দিনের পর দিন বেড়েই চলেছে পথ দুর্ঘটনা। ৩৪ নম্বর জাতীয় সড়ক, যেটি বর্তমানে ১২ নম্বর জাতীয় সড়ক বলে নামকরণ হয়েছে সেটি প্রতিদিন উঠে আসে দুর্ঘটনার খবরের শিরোনামে। তাতে লাগাম পড়াতেই এবার রানাঘাট পুলিশ জেলার ট্রাফিক গার্ডের পক্ষ থেকে সকাল থেকেই সচেতনতা মূলক মাইক প্রচার চালানো হয় বিভিন্ন দুর্ঘটনা প্রবণ এলাকায়।

আরও পড়ুন: তারাপীঠের দ্বারকা নদীর হাল ফেরানোর দাবি বিধানসভায়

সম্প্রতি ১২ নম্বর জাতীয় সড়কের উপর নদিয়ার শান্তিপুর গোবিন্দপুর এলাকায় একের পর এক পথ দুর্ঘটনায় চলে গিয়েছে বেশ কিছু প্রাণ। সেক্ষেত্রে যেমন পুলিশ কর্মীদের সজাগ থাকতে বলা হয়েছে ঠিক তেমনই পথে চলতি সাধারণ মানুষদেরও ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। আজ সকাল থেকেই রানাঘাট পুলিশ জেলার ট্রাফিক গার্ডের পক্ষ থেকে নদিয়ার শান্তিপুর গোবিন্দপুর এলাকার দুর্ঘটনা প্রবণ বেশ কিছু এলাকাতে পথচারীদের উদ্দেশ্যে সচেতনামূলক বার্তা প্রচার করা হচ্ছে বিভিন্ন জায়গায়।

গোবিন্দপুর বিবেকানন্দ নগর ৬০ প্লট থেকে গোবিন্দপুর বাস স্ট্যান্ড বাজার আসার জাতীয় সড়কের উপর নির্দিষ্ট কাট অফ ব্যবহার এবং মোটরসাইকেল আরোহীদের হেলমেট পরিধান করা ও বিভিন্ন দুর্ঘটনা প্রবণ এলাকাতে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার, শান্তিপুর থানার পুলিশ কর্মী এবং ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীদের নির্দেশ মেনে চলার অনুরোধ জানানো হয় এই মাইক প্রচারে।

মৈনাক দেবনাথ