New Business Ideas : লাঞ্চের পরেই প্রয়োজন হবে আপনার প্রোডাক্টের! এই ব্যবসা শুরু করে হয়ে যাবেন মালামাল

খাওয়ার পর মুখশুদ্ধি নেওয়ার অভ্যাস রয়েছে বহু মানুষের। আর সেই জায়গায় যদি আপনার প্রোডাক্ট পৌঁছে যায়, তাহলে লাভ ঘরে রাখার জায়গা থাকবে না।
খাওয়ার পর মুখশুদ্ধি নেওয়ার অভ্যাস রয়েছে বহু মানুষের। আর সেই জায়গায় যদি আপনার প্রোডাক্ট পৌঁছে যায়, তাহলে লাভ ঘরে রাখার জায়গা থাকবে না।
মুখশুদ্ধির ক্ষেত্রে মিষ্টি পানের জুড়ি মেলা ভার। কিন্তু অনেক সময় তা হাতের কাছে পাওয়া যায় না। তাই আপনি শুরু করতে পারেন প্যাকেটজাত ড্রাই মিষ্টি পানের ব্যবসা। পদ্ধতি জানিয়েছেন এই ব্যবসায় সফল হওয়া রানীগঞ্জের ব্যবসায়ী অর্ণব গুপ্ত।
মুখশুদ্ধির ক্ষেত্রে মিষ্টি পানের জুড়ি মেলা ভার। কিন্তু অনেক সময় তা হাতের কাছে পাওয়া যায় না। তাই আপনি শুরু করতে পারেন প্যাকেটজাত ড্রাই মিষ্টি পানের ব্যবসা। পদ্ধতি জানিয়েছেন এই ব্যবসায় সফল হওয়া রানীগঞ্জের ব্যবসায়ী অর্ণব গুপ্ত।
তিনি বলছেন, খুব কম বিনিয়োগ এই ব্যবসা শুরু করা যাবে। যে সমস্ত কাঁচামালগুলি ব্যবহার করা হবে, সেগুলির দামও খুব বেশি নয়। বাড়িতে সকলেই এই প্রোডাক্ট তৈরি করতে পারবেন। তারপর প্যাকেটজাত করে বিক্রি করলে মোটা টাকার লাভ।
তিনি বলছেন, খুব কম বিনিয়োগ এই ব্যবসা শুরু করা যাবে। যে সমস্ত কাঁচামালগুলি ব্যবহার করা হবে, সেগুলির দামও খুব বেশি নয়। বাড়িতে সকলেই এই প্রোডাক্ট তৈরি করতে পারবেন। তারপর প্যাকেটজাত করে বিক্রি করলে মোটা টাকার লাভ।
এই ব্যবসার জন্য আপনার প্রয়োজন পড়বে মিষ্টি পান তৈরির সমস্ত উপকরণ। যেমন মিষ্টি পান, সুপারি, মৌরি, লবঙ্গ, এলাচ, গুলকান্দ, ট্রুটি-ফ্রুটি, এবং রঙিন মিছরি। এছাড়াও মিন্ট সিরাপ এবং খাওয়ারযোগ্য চুন প্রয়োজন হবে।
এই ব্যবসার জন্য আপনার প্রয়োজন পড়বে মিষ্টি পান তৈরির সমস্ত উপকরণ। যেমন মিষ্টি পান, সুপারি, মৌরি, লবঙ্গ, এলাচ, গুলকান্দ, ট্রুটি-ফ্রুটি, এবং রঙিন মিছরি। এছাড়াও মিন্ট সিরাপ এবং খাওয়ারযোগ্য চুন প্রয়োজন হবে।
এর জন্য প্রথমেই আপনাকে পান রোদে শুকনো করে নিতে হবে। তারপর সেগুলিকে গুঁড়ো করে এর সঙ্গে গুঁড়ো করে রাখা সুপারি, মৌরি, লবঙ্গ এবং এলাচ ব্যবহার করতে হবে। পাশাপাশি প্রয়োজনমতো মৌরি, ট্রুটি-ফ্রুটি, ছোট ছোট আকারে কাটা সুপারি, গুলকান্দ, রঙ্গিন মৌরি, মিন্ট সিরাপ এবং অল্প পরিমাণ চুল মিশিয়ে মিশ্রণ তৈরি করতে হবে।
এর জন্য প্রথমেই আপনাকে পান রোদে শুকনো করে নিতে হবে। তারপর সেগুলিকে গুঁড়ো করে এর সঙ্গে গুঁড়ো করে রাখা সুপারি, মৌরি, লবঙ্গ এবং এলাচ ব্যবহার করতে হবে। পাশাপাশি প্রয়োজনমতো মৌরি, ট্রুটি-ফ্রুটি, ছোট ছোট আকারে কাটা সুপারি, গুলকান্দ, রঙ্গিন মৌরি, মিন্ট সিরাপ এবং অল্প পরিমাণ চুল মিশিয়ে মিশ্রণ তৈরি করতে হবে।
মিশ্রণ তৈরি হয়ে গেলে,সেগুলিকে নির্দিষ্ট পরিমাণে প্যাকেটে ভরে সিল করে দিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে ড্রাই মিষ্টি পান। যা ছোট থেকে বড় পছন্দ করবে সবাই আপনার তৈরি প্রোডাক্টের বাজার তৈরি হতেও বেশি সময় লাগবে না চাহিদা মত যোগান দিতে পারলেই মোটা টাকার লাভ তুলবেন ঘরে।
মিশ্রণ তৈরি হয়ে গেলে,সেগুলিকে নির্দিষ্ট পরিমাণে প্যাকেটে ভরে সিল করে দিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে ড্রাই মিষ্টি পান। যা ছোট থেকে বড় পছন্দ করবে সবাই আপনার তৈরি প্রোডাক্টের বাজার তৈরি হতেও বেশি সময় লাগবে না চাহিদা মত যোগান দিতে পারলেই মোটা টাকার লাভ তুলবেন ঘরে।