বালুরঘাটে চলন্ত সিঁড়ি বসাবে রেল! স্বাভাবিকভাবেই বাড়বে যাত্রী স্বাচ্ছন্দ্য

South Dinajpur News: ঝাঁ চকচকে হচ্ছে বালুরঘাট স্টেশন! বসছে লিফট, এস্কেলেটর! খুশি জেলার মানুষ

দক্ষিণ দিনাজপুর: রেল স্টেশন উন্নয়নে আরও একধাপ এগোল বালুরঘাট রেল স্টেশন। ইতিমধ্যেই বালুরঘাট রেল স্টেশনে দ্বিতীয় প্ল্যাটফর্মে যাওয়ার জন্য দ্বিতীয় ফুট ওভারব্রিজ, এস্কেলেটর এবং লিফট তৈরির কাজ শুরু হয়েছে। এদিন ওই কাজের ফাউন্ডেশন তৈরির পাইলিং শুরু হয়। কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এদিন বালুরঘাট রেল স্টেশনে আসেন সাইট ইঞ্জিনিয়ার শামীম আখতার।

রেল মন্ত্রকের পক্ষ থেকে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষভাবে সক্ষম মানুষদের সুবিধার্থে দেশের ৫৯৭টি রেল স্টেশনে লিফট এবং এস্কেলেটরের ব্যবস্থা করা হয়েছে। এই কাজের ফলে একদিকে প্রবীণ নাগরিকদের সিঁড়ি ভাঙার ঝক্কি নিতে হবে না। অপরদিকে বিশেষভাবে সক্ষমদের সুবিধা হবে। তাঁরা সহজে এক প্ল্যাটফর্ম থেকে অন্যত্র স্থান বদল করতে পারবেন। আবার সিঁড়িও ভাঙতে হবে না উপরে ওঠার জন্য।

আরও পড়ুন:পেনকিলারের দারুণ কাজ করবে এক চিমটি হিং, হবে অসাধ্য সাধন! নিমেষে কমবে ঋতুস্রাবের অসহ্য যন্ত্রণা

২০২৩ সালের ডিসেম্বর মাসেই ৩৭২টি স্টেশনে ১২০০’‌র বেশি এস্কেলেটর বসানো হয়েছে বলে রেল মন্ত্রক সূত্রে দাবি করা হয়েছে। সাইট ইঞ্জিনিয়ার শামীম আখতার জানান,” পরিকল্পনা অনুযায়ী ৭ থেকে ৮ মাসের মধ্যে কাজ শেষ হবে। এরপর প্ল্যাটফর্মে সেডের কাজ এবং তিন নম্বর প্লাটফর্মের কাজ শুরু হবে। স্বাভাবিকভাবেই এর ফলে যাত্রী স্বাচ্ছন্দ্য আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।” নতুন করে স্টেশন সেজে ওঠায় খুশি জেলার মানুষ।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুস্মিতা গোস্বামী