অভিনেতা বিধায়ক 

MLA Narayan Goswami: শখের জন্যই বিসর্জন দিয়েছেন সাধের গোঁফ, কিংবদন্তি ২ চরিত্রে অভিনয় করবেন বিধায়ক

উত্তর ২৪ পরগনা: কথায় বলে ‘গোঁফ দিয়ে যায় চেনা’ আর এবার শখের কারণেই নিজের সেই গোঁফ বিসর্জন দিলেন রাজ্যের বিধায়ক ও জেলা পরিষদের সভাধিপতি স্বয়ং। হ্যাঁ, নিজের নাটকের শখ পূরণের জন্য এবার নিজের গোঁফই কেটে ফেলেছেন অশোকনগরের বিধায়ক তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী।

সাধারণত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সব জায়গাতেই তাকে এই গোঁফ নিয়েই দেখতে অভ্যস্ত মানুষজন। তবে নাটকের জন্য কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন তিনি! জানা গিয়েছে , মহালয়ার প্রেক্ষাপটে ‘অশোকনগর প্রতিবিম্ব’ নাট্যদলের নতুন নাটক ‘নমস্তস্যৈ’। নাটকে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চরিত্রে অভিনয় করতে দেখ যাবে নারায়ণকে। আর তাই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চরিত্রে অভিনয় করার জন্যই তাকে কাটতে হয়েছে সাধের গোঁফ।

আরও পড়ুন: শেষ হল বর্ষার মরশুম, কোথায় কতটা বৃষ্টি হল এবার? বড় ঘোষণা আবহাওয়া দফতরের, চমকে দেওয়া তথ্য!

বিধায়ক-অভিনেতা নারায়ণ গোস্বামী জানান, ১১ বছর বয়সে পৈতে হয়েছিল তাঁর, দুর্গাপুজোয় করতেন চণ্ডীপাঠ। সংস্কৃত শ্লোক স্পষ্ট উচ্চারণের কারণেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চরিত্রে অভিনয়ের জন্য বেছে নেওয়া হয়েছে তাঁকে। শুধু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চরিত্রেই নয়, পাশাপাশি আরও একটি নাটকে অভিনয় করছেন নারায়ণ গোস্বামী। নাট্যকার ও অভিনেতা মনোজ মিত্রের কালজয়ী চরিত্র বাঞ্ছারামকে এবার অন্য ভাবে ফুটিয়ে তুলছেন অশোকনগরের এমএলএ। নাটকের নাম ‘আবার বাঞ্ছা।’ এদিন দেখা গেল রিহার্সালে বাঞ্ছার চরিত্রে নিজেকে নিখুঁত ভাবে প্রস্তুত করছেন নারায়ণ গোস্বামী।

আরও পড়ুন: বাংলাদেশকে হারানোয় টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে বিরাট বদল! কীভাবে ফাইনালে উঠতে পারবে ভারত?

স্ক্রিপ্টের পাশাপাশি অভিনয়ের নানা খুঁটিনাটি বিষয়ও করছেন রপ্ত। অশোকনগর নাট্যমুখের এই নাটকের নির্দেশক অভি চক্রবর্তী যে ভাবে বলছেন সেই ভাবেই বাঞ্ছার চরিত্রকে ফুটিয়ে তুলছেন জেলা পরিষদের সভাধিপতি। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ও বাঞ্ছার চরিত্রে, দু’টি নাটকেরই মহড়া চলছে সমান তালে। আর তাই দলের কাজ, জেলা পরিষদের কাজ সব কিছু সামলে ঠিক সময় বের করে রিহার্সালে হাজির হতে হচ্ছে অভিনেতা নারায়ণ গোস্বামীকে। কিংবদন্তি এই চরিত্রগুলি সার্থকভাবে ফুটিয়ে তোলাই যেন এখন ভোট ময়দানের মত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই তৃণমূল বিধায়কের কাছে। তবে অভিনয়ের জোড়ে কতটা সফল হলেন তিনি, তা অবশ্য দর্শকই বলবে।