Viral News: লাইভ সংবাদ পাঠের সময় চোখ বেয়ে সোজা মুখে ঢুকে গেল মাছি! এরপর যা করলেন উপস্থাপিকা…

টেলিভিশনে লাইভ থাকাকালীন যে কোনও পরিস্থিতিতেই শান্ত এবং সংযত থাকতে হয় সংবাদ উপস্থাপনকারীকে। বজায় রাখতে হয় পেশাদারিত্বও। কিন্তু সেই পেশাদারিত্ব বজায় রাখতে গিয়ে আস্ত একটা মাছিই গিলে ফেললেন এক সংবাদ উপস্থাপিকা। আর সেই ভিডিওই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এক্স প্ল্যাটফর্ম (পূর্বে ট্যুইটার)-এ নেক্সটা নামে একটি বেলারুশিয়ান মিডিয়া আউটলেটের তরফে সেই ভিডিও শেয়ার করা হয়েছে। জানা গিয়েছে যে, ওই উপস্থাপিকার নাম ভানেসা ওয়েলচ। তিনি বস্টন২৫ নিউজের সঙ্গে যুক্ত।

ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, মাছিটি প্রথমে ভানেসার চোখের নিচের পাতায় এসে পড়ে। এরপর সরাসরি সেটি তাঁর মুখে ঢুকে যায়। প্রথমে অবশ্য ওই উপস্থাপিকা একটু হকচকিয়ে গেলেও একবারের জন্য সংবাদ পাঠ থামাননি। একইভাবে পড়ে চলেন সংবাদ। ওই ভিডিও-র ক্যাপশনে লেখা হয়েছে, “বস্টন২৫-এর সংবাদ উপস্থাপিকা সত্যিকারের সাংবাদিক পেশাদারিত্ব প্রদর্শন করেছেন: তিনি একটি মাছি গিলে ফেললেন এবং সংবাদ পাঠ চালিয়ে গেলেন, যেন কিছুই হয়নি।”

গত ২৯ মে পোস্ট করা এই ভিডিও ইতিমধ্যেই দেখে ফেলেছেন ১ লক্ষেরও বেশি মানুষ। ওই পরিস্থিতিতে শান্ত এবং সংযত থাকার জন্য প্রচুর মানুষ ভানেসার প্রশংসা করেছেন। আবার অনেকেই বিষয়টা নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশও করেছেন। তাঁদের বক্তব্য, এভাবে স্বাস্থ্যের মাসুল চুকিয়ে তাঁদের সংযত ভাব বজায় রাখার বিষয়টা বদলানো উচিত।

এক এক্স ব্যবহারকারীর মন্তব্য, “অত্যন্ত পেশাদার। কোনও প্রতিক্রিয়া এমনকী কোনও রকম আতঙ্ক প্রদর্শন করেননি তিনি। যদি আরও মানুষ থাকতেন, তাঁরা উনি যা করলেন, সেটা করতে পারতেন না। সম্ভবত তাঁর স্মরণীয় মুহূর্ত।”

একজন আবার বিষয়টা নিয়ে বেশ উদ্বিগ্ন। তিনি লিখেছেন যে, “পেশাদার একটা নোংরা শব্দ হয়ে উঠেছে। ভাল কাজের নীতির সঙ্গে একেবারেই যার কোনও যোগ নেই। আর এই সংবাদ পাঠিকার কার্যকলাপ এইসবের সঙ্গে যায়। শো-টিকে যে কোনও কিছুর মূল্যে চালিয়ে নিয়ে যেতে হবে, এটা কোনও পেশাদারিত্ব প্রদর্শন করে না।”