ভূপতিনগরে এনআইএ-র উপরে হামলা৷

NIA attacked in Bengal: দুই তৃণমূল নেতাকে গ্রেফতার, ভূপতিনগরে এনআইএ-র গাড়িতে হামলা! জখম ২ আধিকারিক

ভূপতিনগর: সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে ইডি আধিকারিকরা আক্রান্ত হওয়ার তিন মাসের মাথায় এবার রাজ্যে আক্রান্ত হল এনআইএ৷ এ দিন সকালে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে এনআইএ-এর গাড়িতে হামলা চালায় গ্রামবাসীরা৷ গ্রেফতার হওয়া দুই তৃণমূল নেতাকে ছেড়ে দেওয়ার দাবিতে হামলা চালানো হয় বলে অভিযোগ৷ এই ঘটনায় দুই এনআইএ আধিকারিক আহত হয়েছেন বলে খবর৷

২০২২ সালের ডিসেম্বর মাসে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে নাড়ুয়াবিলায় বিস্ফোরণের ঘটনায় তিন জনের মৃত্যু হয়৷ এই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট৷ ওই ঘটনার তদন্তেই এ দিন ভোরে  ভূপতিনগরে যায় এনআইএ-এর একটি দল৷

আরও পড়ুন: মমতাদি প্রতিষ্ঠিত নেত্রী, ব্যক্তিগত সম্পর্ক খারাপ হয়নি: দিলীপ ঘোষ

অভিযোগ, মামলায় অভিযুক্ত ৮ জনকে তলব করা হলেও তারা হাজিরা দেননি৷ এ দিন সকালে ভূপতিনগরের অর্জুনপুরে গিয়ে এই অভিযুক্তদের মধ্যে নাম থাকা দুই তৃণমূল নেতা মনোব্রত জানা এবং বলাইচড়ণ মাইতিকে গ্রেফতার করে এনআইএ আধিকারিকরা গাড়িতে তোলার পরই জড়ো হয়ে যান গ্রামবাসীরা৷ এর পরই এনআইএ-র গাড়িতে ইট ছোড়া হয়৷ ভেঙে যায় গাড়ির কাচ৷ অভিযোগ এনআইএ আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে ইট এবং পাথরও ছোড়া হয়৷ ভোর সাড়ে পাঁচটা নাগাদ এই ঘটনা ঘটে৷

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় ভূপতিনগর থানার পুলিশ৷ শেষ পর্যন্ত অবশ্য ধৃত দুই তৃণমূল নেতাকে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দেন এনআইএ আধিকারিকরা৷ হামলার ঘটনায় ভূপতিনগর থানায় এফআইআর দায়ের করেছে এনআইএ৷ দুই তৃণমূল নেতাকে গ্রেফতারের প্রতিবাদে এলাকায় মিছিলও বের করেন তৃণমূলের কর্মী-সমর্থকরা৷

পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার জানিয়েছেন, এ দিন ভোরে এনআইএ-র পক্ষ থেকে তাদের কাছে বাহিনী চাওয়া হয়৷ কিন্তু পুলিশ পৌঁছনোর আগেই এনআইএ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করে৷ তখনই হামলার ঘটনা ঘটে৷