সন্ধ্যায় ঠিক 'এই' সময়ে করুন শিবপুজো, বিপদে ঢাল হয়ে থাকবেন মহাদেব, ছুঁতে পারবে না দুঃখ-দুর্দশা!

NilSashthi Vrat & Puja Rules 2024 : আজ নীলষষ্ঠীর পুজোয় ভুলেও দেবেন না এই ফল, এই ফুল এবং এই পাতা, জানুন বিশদে

চৈত্রের শেষবেলায় আজ, শুক্রবার নীলষষ্ঠী। সন্তানের কল্যাণ ও মঙ্গলকামনায় এদিন ঘরে ঘরে উপবাস ব্রত পালন করেন।
চৈত্রের শেষবেলায় আজ, শুক্রবার নীলষষ্ঠী। সন্তানের কল্যাণ ও মঙ্গলকামনায় এদিন ঘরে ঘরে উপবাস ব্রত পালন করেন।

 

জানেন কি নীলষষ্ঠীর ব্রতপালনের কিছু নিয়ম আছে। সেগুলি পালন করলে তুষ্ট হন মহাদেব। পাওয়া যায় ব্রতোপবাসের শ্রেষ্ঠ ফল। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী।
জানেন কি নীলষষ্ঠীর ব্রতপালনের কিছু নিয়ম আছে। সেগুলি পালন করলে তুষ্ট হন মহাদেব। পাওয়া যায় ব্রতোপবাসের শ্রেষ্ঠ ফল। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী।

 

সব সময় অখণ্ড, নিখুঁত ত্রিপত্র বেলপাতা নিবেদন করুন বাবা মহাদেবকে। বেলপাতার মসৃণ দিকটি যেন শিবলিঙ্গ স্পর্শ করে থাকে, সেদিকে খেয়াল রাখুন।
সব সময় অখণ্ড, নিখুঁত ত্রিপত্র বেলপাতা নিবেদন করুন বাবা মহাদেবকে। বেলপাতার মসৃণ দিকটি যেন শিবলিঙ্গ স্পর্শ করে থাকে, সেদিকে খেয়াল রাখুন।

 

ধুতুরা, নীল অপরাজিতা, আকন্দফুল রাখুন পুজোর ডালিতে। অন্যান্য ফুলের মধ্যে রাখতে পারেন জুঁই এবং নাগকেশর ফুল।
ধুতুরা, নীল অপরাজিতা, আকন্দফুল রাখুন পুজোর ডালিতে। অন্যান্য ফুলের মধ্যে রাখতে পারেন জুঁই এবং নাগকেশর ফুল।

 

ফুলের অর্ঘ্য যেন সবসময় টাটকা ও তাজা হয়। অর্পণের আগে ফুলে সব সময় অগরু এবং চন্দনের স্পর্শ দিন।
ফুলের অর্ঘ্য যেন সবসময় টাটকা ও তাজা হয়। অর্পণের আগে ফুলে সব সময় অগরু এবং চন্দনের স্পর্শ দিন।

 

শিবপুজোয় কখনও কদম্ব, কেতকীর মতো ফুল নিবেদন করবেন না। পানিফল ছাড়া যে কোনও পাঁচটি ফল রাখুন পুজোর অর্ঘ্যে।
শিবপুজোয় কখনও কদম্ব, কেতকীর মতো ফুল নিবেদন করবেন না। পানিফল ছাড়া যে কোনও পাঁচটি ফল রাখুন পুজোর অর্ঘ্যে।

 

শিবের পুজোয় তুলসিপাতা ব্যবহার করবেন না। ভোগপ্রসাদ ও জলের গ্লাসেও তুলসিপাতা দেবেন না। পরিবর্তে দিন বেলপাতা।
শিবের পুজোয় তুলসিপাতা ব্যবহার করবেন না। ভোগপ্রসাদ ও জলের গ্লাসেও তুলসিপাতা দেবেন না। পরিবর্তে দিন বেলপাতা।

 

এই তিথিতে উপবাস ভঙ্গ করুন সাবুদানা বা কোনও সাত্তিক আহার গ্রহণ করে। এই শুভ দিনে কালো রঙের পোশাক পরবেন না।
এই তিথিতে উপবাস ভঙ্গ করুন সাবুদানা বা কোনও সাত্তিক আহার গ্রহণ করে। এই শুভ দিনে কালো রঙের পোশাক পরবেন না।