Tag Archives: Neelsashthi Vrat 2024

NilSashthi Vrat & Puja Rules 2024 : আজ নীলষষ্ঠীর পুজোয় ভুলেও দেবেন না এই ফল, এই ফুল এবং এই পাতা, জানুন বিশদে

চৈত্রের শেষবেলায় আজ, শুক্রবার নীলষষ্ঠী। সন্তানের কল্যাণ ও মঙ্গলকামনায় এদিন ঘরে ঘরে উপবাস ব্রত পালন করেন।
চৈত্রের শেষবেলায় আজ, শুক্রবার নীলষষ্ঠী। সন্তানের কল্যাণ ও মঙ্গলকামনায় এদিন ঘরে ঘরে উপবাস ব্রত পালন করেন।

 

জানেন কি নীলষষ্ঠীর ব্রতপালনের কিছু নিয়ম আছে। সেগুলি পালন করলে তুষ্ট হন মহাদেব। পাওয়া যায় ব্রতোপবাসের শ্রেষ্ঠ ফল। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী।
জানেন কি নীলষষ্ঠীর ব্রতপালনের কিছু নিয়ম আছে। সেগুলি পালন করলে তুষ্ট হন মহাদেব। পাওয়া যায় ব্রতোপবাসের শ্রেষ্ঠ ফল। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী।

 

সব সময় অখণ্ড, নিখুঁত ত্রিপত্র বেলপাতা নিবেদন করুন বাবা মহাদেবকে। বেলপাতার মসৃণ দিকটি যেন শিবলিঙ্গ স্পর্শ করে থাকে, সেদিকে খেয়াল রাখুন।
সব সময় অখণ্ড, নিখুঁত ত্রিপত্র বেলপাতা নিবেদন করুন বাবা মহাদেবকে। বেলপাতার মসৃণ দিকটি যেন শিবলিঙ্গ স্পর্শ করে থাকে, সেদিকে খেয়াল রাখুন।

 

ধুতুরা, নীল অপরাজিতা, আকন্দফুল রাখুন পুজোর ডালিতে। অন্যান্য ফুলের মধ্যে রাখতে পারেন জুঁই এবং নাগকেশর ফুল।
ধুতুরা, নীল অপরাজিতা, আকন্দফুল রাখুন পুজোর ডালিতে। অন্যান্য ফুলের মধ্যে রাখতে পারেন জুঁই এবং নাগকেশর ফুল।

 

ফুলের অর্ঘ্য যেন সবসময় টাটকা ও তাজা হয়। অর্পণের আগে ফুলে সব সময় অগরু এবং চন্দনের স্পর্শ দিন।
ফুলের অর্ঘ্য যেন সবসময় টাটকা ও তাজা হয়। অর্পণের আগে ফুলে সব সময় অগরু এবং চন্দনের স্পর্শ দিন।

 

শিবপুজোয় কখনও কদম্ব, কেতকীর মতো ফুল নিবেদন করবেন না। পানিফল ছাড়া যে কোনও পাঁচটি ফল রাখুন পুজোর অর্ঘ্যে।
শিবপুজোয় কখনও কদম্ব, কেতকীর মতো ফুল নিবেদন করবেন না। পানিফল ছাড়া যে কোনও পাঁচটি ফল রাখুন পুজোর অর্ঘ্যে।

 

শিবের পুজোয় তুলসিপাতা ব্যবহার করবেন না। ভোগপ্রসাদ ও জলের গ্লাসেও তুলসিপাতা দেবেন না। পরিবর্তে দিন বেলপাতা।
শিবের পুজোয় তুলসিপাতা ব্যবহার করবেন না। ভোগপ্রসাদ ও জলের গ্লাসেও তুলসিপাতা দেবেন না। পরিবর্তে দিন বেলপাতা।

 

এই তিথিতে উপবাস ভঙ্গ করুন সাবুদানা বা কোনও সাত্তিক আহার গ্রহণ করে। এই শুভ দিনে কালো রঙের পোশাক পরবেন না।
এই তিথিতে উপবাস ভঙ্গ করুন সাবুদানা বা কোনও সাত্তিক আহার গ্রহণ করে। এই শুভ দিনে কালো রঙের পোশাক পরবেন না।

Nil Sashthi Rituals 2024: এই বিশেষ বেলপাতা এভাবে নীলষষ্ঠীতে নিবেদন করুন মহাদেবকে, সন্তানের মঙ্গল ও কল্যাণ হবে

দোরগোড়ায় নীলষষ্ঠী। চৈত্রমাসের অন্যতম এই লৌকিক পার্বণ এ বছর পালিত হবে শুক্রবার, ১২ এপ্রিল।
দোরগোড়ায় নীলষষ্ঠী। চৈত্রমাসের অন্যতম এই লৌকিক পার্বণ এ বছর পালিত হবে শুক্রবার, ১২ এপ্রিল।

 

সন্তানের মঙ্গলকামনায় এই ব্রত পালন করেন মায়েরা। তাঁরা উপবাস ব্রত রেখে মহাদেবকে জল অর্পণ করেন। সন্তানের কল্যাণকামনায় ব্রত পালন করা হয় বলে এর সঙ্গে জুড়ে গিয়েছে ‘ষষ্ঠী’ শব্দটি।
সন্তানের মঙ্গলকামনায় এই ব্রত পালন করেন মায়েরা। তাঁরা উপবাস ব্রত রেখে মহাদেবকে জল অর্পণ করেন। সন্তানের কল্যাণকামনায় ব্রত পালন করা হয় বলে এর সঙ্গে জুড়ে গিয়েছে ‘ষষ্ঠী’ শব্দটি।

 

মন্দিরে না গিয়ে বাড়িতেও পালন করা যায় নীলষষ্ঠী ব্রত। তার জন্য মনে রাখুন কিছু খুঁটিনাটি নিয়ম। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী।
মন্দিরে না গিয়ে বাড়িতেও পালন করা যায় নীলষষ্ঠী ব্রত। তার জন্য মনে রাখুন কিছু খুঁটিনাটি নিয়ম। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী।

 

নীলষষ্ঠীতে ডাবের জল দিয়ে অভিষেক করুন মহাদেবের। নিবেদন করুন আকন্দের মালা।
নীলষষ্ঠীতে ডাবের জল দিয়ে অভিষেক করুন মহাদেবের। নিবেদন করুন আকন্দের মালা।

 

নীলষষ্ঠীতে দেবাদিদেব মহাদেবকে অবশ্যই নিবেদন করুন নীল অপরাজিতা বা নীলকণ্ঠ ফুলের মালা। যদি মালা নাও পান, অবশ্যই দিন নীলকণ্ঠ ফুল।
নীলষষ্ঠীতে দেবাদিদেব মহাদেবকে অবশ্যই নিবেদন করুন নীল অপরাজিতা বা নীলকণ্ঠ ফুলের মালা। যদি মালা নাও পান, অবশ্যই দিন নীলকণ্ঠ ফুল।

 

মহাদেবকে নিবেদন করুন ৩,৫,৭, ৯ বা যে কোনও বিজোড় সংখ্যক বেলপাতা। বেলপাতা যেন অবশ্যই ত্রিপত্র বিশিষ্ট হয়।
মহাদেবকে নিবেদন করুন ৩,৫,৭, ৯ বা যে কোনও বিজোড় সংখ্যক বেলপাতা। বেলপাতা যেন অবশ্যই ত্রিপত্র বিশিষ্ট হয়।

 

বেলপাতা যেন ছেঁড়াফাটা না হয়। অখণ্ড বেলপাতা নিবেদন করুন। বিশেষ নিয়মে দিতে হবে বেলপাতা। দেখতে হবে যেন বেলপাতার মসৃণ দিকটি শিবলিঙ্গকে স্পর্শ করে থাকে।
বেলপাতা যেন ছেঁড়াফাটা না হয়। অখণ্ড বেলপাতা নিবেদন করুন। বিশেষ নিয়মে দিতে হবে বেলপাতা। দেখতে হবে যেন বেলপাতার মসৃণ দিকটি শিবলিঙ্গকে স্পর্শ করে থাকে।

 

মহাদেবকে দিন আকন্দফুল, নীল অপরাজিতা এবং হলুদ কল্কে ফুল। ধুতুরাফুল এবং ধুতুরাফলও শিবের অত্যন্ত প্রিয় বলে কথিত।
মহাদেবকে দিন আকন্দফুল, নীল অপরাজিতা এবং হলুদ কল্কে ফুল। ধুতুরাফুল এবং ধুতুরাফলও শিবের অত্যন্ত প্রিয় বলে কথিত।

 

দেবী নীল চণ্ডিকাকে নিবেদন করুন রঙিন ফুল। দেবী ষষ্ঠীকে নিবেদন করুন সাদা ফুল এবং বৃন্ত-সহ একটি গোটা কাঁচা আম।
দেবী নীল চণ্ডিকাকে নিবেদন করুন রঙিন ফুল। দেবী ষষ্ঠীকে নিবেদন করুন সাদা ফুল এবং বৃন্ত-সহ একটি গোটা কাঁচা আম।

 

নীলষষ্ঠীতে তিন বার পুষ্পাঞ্জলি নিবেদন করা হয়। প্রথমবার নীলকণ্ঠ মহাদেব, তার পর রঙিন ফুল ও বেলপাতায় দেবী নীল চণ্ডিকা এবং তৃতীয় বার পুষ্পাঞ্জলি দেওয়া হয় মা ষষ্ঠীকে।
নীলষষ্ঠীতে তিন বার পুষ্পাঞ্জলি নিবেদন করা হয়। প্রথমবার নীলকণ্ঠ মহাদেব, তার পর রঙিন ফুল ও বেলপাতায় দেবী নীল চণ্ডিকা এবং তৃতীয় বার পুষ্পাঞ্জলি দেওয়া হয় মা ষষ্ঠীকে।

 

নীলষষ্ঠীতে মহাদেবকে নিবেদন করুন ভস্ম, দূর্বা, ভিজিয়ে রাখা গোটা আতপচাল, গোটা পঞ্চশস্য, রুদ্রাক্ষের মালা। আরতি সমাপনে শঙ্খধ্বনি বাজান। শিবপুজোয় শঙ্খধ্বনি বাদ্য হিসেবে ব্যবহার করা যায়।
নীলষষ্ঠীতে মহাদেবকে নিবেদন করুন ভস্ম, দূর্বা, ভিজিয়ে রাখা গোটা আতপচাল, গোটা পঞ্চশস্য, রুদ্রাক্ষের মালা। আরতি সমাপনে শঙ্খধ্বনি বাজান। শিবপুজোয় শঙ্খধ্বনি বাদ্য হিসেবে ব্যবহার করা যায়।

Nil Sashthi Vrat 2024: আসছে নীলষষ্ঠী ব্রত! সন্তানের কল্যাণে এই বিশেষ ফুল দিন দেবাদিদেব মহাদেবকে ও এই ফুলে পুজো করুন দেবী নীল চণ্ডিকার

আসছে নীলষষ্ঠী৷ চৈত্র মাসে সন্তানের মঙ্গলকামনায় এই ব্রত পালন করেন মায়েরা৷ মহাদেবের পুজোর পাশাপাশি প্রজ্বলন করা হয় নীলের বাতি৷
আসছে নীলষষ্ঠী৷ চৈত্র মাসে সন্তানের মঙ্গলকামনায় এই ব্রত পালন করেন মায়েরা৷ মহাদেবের পুজোর পাশাপাশি প্রজ্বলন করা হয় নীলের বাতি৷

 

এই তিথিতে মহাদেবকেন নিবেদন করুন তাঁর প্রিয় ফুল বলে পরিচিত আকন্দফুল, ধুতুরাফুল, সাদাফুল এবং নীলকণ্ঠ বা নীল অপরাজিতা৷
এই তিথিতে মহাদেবকেন নিবেদন করুন তাঁর প্রিয় ফুল বলে পরিচিত আকন্দফুল, ধুতুরাফুল, সাদাফুল এবং নীলকণ্ঠ বা নীল অপরাজিতা৷

 

নীলষষ্ঠীতে চেষ্টা করুন মহাদেবকে নীল অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল নিবেদন করার৷ সবথেকে ভাল হয় যদি নীলকণ্ঠ ফুলের মালা নিবেদন করতে পারেন৷
নীলষষ্ঠীতে চেষ্টা করুন মহাদেবকে নীল অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল নিবেদন করার৷ সবথেকে ভাল হয় যদি নীলকণ্ঠ ফুলের মালা নিবেদন করতে পারেন৷

 

বেলপাতা তো অতি অবশ্যই লাগবে নীলষষ্ঠীতে৷ চেষ্টা করুন পুজোর জন্য নিখুঁত এবং অখণ্ড বেলপাতা যোগাড় করার৷
বেলপাতা তো অতি অবশ্যই লাগবে নীলষষ্ঠীতে৷ চেষ্টা করুন পুজোর জন্য নিখুঁত এবং অখণ্ড বেলপাতা যোগাড় করার৷
এই তিথিতে মহাদেবের পাশাপাশি পূজিত হন নীলাবতী পরমেশ্বরী বা দেবী নীল চণ্ডিকা এবং দেবী ষষ্ঠী৷
এই তিথিতে মহাদেবের পাশাপাশি পূজিত হন নীলাবতী পরমেশ্বরী বা দেবী নীল চণ্ডিকা এবং দেবী ষষ্ঠী৷

 

পরমেশ্বরী বা দেবী নীল চণ্ডিকার পুজোর জন্য প্রয়োজন কিছু রঙিন ফুল৷ দেবী ষষ্ঠীকে নিবেদন করুন সাদা ফুল এবং বোঁটাসমেত একটি আম৷
পরমেশ্বরী বা দেবী নীল চণ্ডিকার পুজোর জন্য প্রয়োজন কিছু রঙিন ফুল৷ দেবী ষষ্ঠীকে নিবেদন করুন সাদা ফুল এবং বোঁটাসমেত একটি আম৷

 

এ বছর নীলষষ্ঠী ব্রত পালিত হবে শুক্রবার, ১২ এপ্রিল৷ সেদিনই সব রীতিনীতি পালন করে সন্তানের মঙ্গলকামনায় পুজো করবেন মায়েরা৷
এ বছর নীলষষ্ঠী ব্রত পালিত হবে শুক্রবার, ১২ এপ্রিল৷ সেদিনই সব রীতিনীতি পালন করে সন্তানের মঙ্গলকামনায় পুজো করবেন মায়েরা৷