ওয়ান সিটি ওয়ান অ্যাপ

North 24 Parganas News: কলকাতার স্মার্ট সিটিতে এক অ্যাপেই হবে সব কাজ! আসছে বিশেষ সুবিধা, না জানলেই মিস

উত্তর ২৪ পরগনা: কলকাতার স্মার্ট সিটিতে এক অ্যাপেই হবে সব কাজ! ওয়ান সিটি ওয়ান অ্যাপে সার্ভিস দেওয়ার লক্ষ্যে তৈরি হচ্ছে এই আধুনিক অ্যাপ্লিকেশন। গুগল প্লে-স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করা যাবে। তারপর সেই অ্যাপের মাধ্যমে বিভিন্ন ইন্টারফেসে ঢুকে প্রয়োজনীয় সমস্ত কাজই করা যাবে। থাকবে সব পরিষেবার খবরও। সঙ্গে কোনও অভিযোগ জানাতে চাইলে তারও সুবিধা মিলবে এখানে।

সংস্থা সূত্রে জানা গিয়েছে, মাত্র ১৫ বছর বয়সে আধুনিক, নিরাপদ ও দ্রুত নাগরিক পরিষেবায় নজির গড়েছে নিউ টাউন উন্নয়ন পর্ষদ বা এনকেডিএ। সাইকেল চালানোর জন্য আলাদা লেন তৈরি, ই-বাইক, ম্যানহোল পরিষ্কারে রোবট ব্যবহার আবার ড্রোন উড়িয়ে মশা মারার তেল ছড়ানো-সহ নানা ক্ষেত্রেই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সকলের নজর কেড়েছে। তারপরও বহু সময় এই স্মার্ট সিটির নাগরিকদের নানা অভিযোগেরও সমাধান করতে হয় এনকেডিএ-কে। তাই এই এলাকার নাগরিকদের নানা সমস্যা ও কৌতূহলের সমাধান করতে, এক ছাদের তলায় সমস্ত পরিষেবা নিয়ে আসতেই নতুন এই অ্যাপ আনার ভাবনা বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন – হাতে সময় মাত্র দু’ঘণ্টা! রাজ্যের তিন জেলায় আসছে বৃষ্টি, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার দাপট

আরও পড়ুন – মনোনয়ন জমা দিলেন নরেন্দ্র মোদি, গোটা বারাণসী জুড়েই সাজোসাজো রব

স্মার্ট সিটি মিশন প্রকল্পে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ওষুধের দোকান, হাসপাতাল, সিনেমা হল, খাবারের দোকান, বিনোদন পার্ক, মেলার মাঠ, এটিএম, ব্যাঙ্ক, বাসস্টপ, ইভি চার্জিং স্টেশন থেকে শুরু করে যাবতীয় সবকিছুর এক নিমেষে হদিশ মিলবে এই অ্যাপ্লিকেশনে। অ্যাপের সাহায্যে ভিন রাজ্যের বা বিদেশ থেকে কেউ নিউটাউনে এলে, এখানকার সব কিছুর খোঁজ পাবেন তিনিও। ওয়েবেল টেকনোলজিস লিমিটেড (ডব্লিউটিএল) এই অ্যাপ তৈরি করছে বলেই জানা গিয়েছে। অ্যাপ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। খুব তাড়াতাড়ি নিউ টাউনের বাসিন্দারা এই অ্যাপ ব্যবহারের বিশেষ সুবিধা লাভ করবেন। ফলে, স্মার্ট সিটি হয়ে উঠবে আরও স্মার্ট।

Rudra Narayan Roy