তিন তলা থেকে পড়ে গেলেও কিছু হত না! সেই Nokia 3210 বাজারে আসছে আবার

কলকাতা: সে এক দিন ছিল। আইফোন তখন স্বপ্ন। মানুষের হৃদয়ে রাজত্ব করত শুধুই নোকিয়া। তারপর অতি দ্রুত পাল্টে গেল সময়। মোবাইলের জগতে অনুপ্রবেশ ঘটল স্মার্টফোনের। একাধিক কোম্পানি উঠে এল। আর ধীরে ধীরে পিছু হটতে লাগল নোকিয়া। এখন আর বাজারে দেখাই যায় না।

তবে নোকিয়া আছে। প্রবলভাবে আছে। এবং শীঘ্রই ফিরে আসছে। সম্প্রতি এমনটাই জানিয়েছে এইচএমডি গ্রুপ। জানা গিয়েছে, কিছু জনপ্রিয় নোকিয়া ফিচার ফোনকে নয়া অবতারে বাজারে হাজির করবে এইচএমডি। ইতিমধ্যে তার টিজারও এসে গিয়েছে।

আরও পড়ুন- হাতির মতো ভারি গাড়ি এগুলি! ভাঙাচোরা রাস্তাতেও হু হু করে ছুটতে পারে!

এইচএমডি-র নতুন টিজারে Nokia 3210 ফিচার ফোনকে নতুন মোড়কে বাজার লঞ্চ করার ইঙ্গিত দেওয়া হয়েছে। হার্ডওয়্যারে কিছু আপগ্রেড করা হচ্ছে। কিন্তু Nokia 3210 কি সত্যিই লঞ্চ হতে পারে? এককথায় এর উত্তর হ্যাঁ। টিজারে স্পষ্ট বলা হয়েছে, “আজ আমার জন্মদিন”। ১৯৯৯ সালে আত্মপ্রকাশ করেছিল Nokia 3210। ১৮ মার্চ তার ২৫ বছর পূর্ণ হল। সেই উপলক্ষ্যেই এই টিজার।

এইচএমডি অবশ্য নতুন ফিচার ফোন কবে লঞ্চ হতে পারে, সেই নিয়ে স্পষ্ট করে কিছু জানায়নি। তবে MWC ২০২৪ চলাকালীন বেশ কিছু পণ্য মে মাসে বাজারে আসার কথা রয়েছে। ফলে সেই সময় Nokia 3210 লঞ্চ করা হতে পারে বলে অনুমান করছেন টেক বিশেষজ্ঞদের একাংশ।

এইচএমডির সোশ্যাল মিডিয়াতেও একটি পোস্ট করেছে। তাতে দেওয়া হয়েছে Nokia 3210-এর ছবি। সঙ্গে ক্যাপশন, “আইকন ফিরে আসবে”।

তবে এটাই প্রথম নয়, এর আগে কোম্পানি Nokia 3310, 8210 4G এবং Nokia 5710-কে পুনরায় চালু করেছে। এর মধ্যে, Nokia 3310 তো অনেকেরই নজর কেড়েছে। নোকিয়ার সেই আইকনিক রিংটোনে ফিরে এসেছে পুরনো নস্টালজিয়া।

আরও পড়ুন- রোজ ফোন নিয়ে টয়লেটে ঢুকছেন? সাবধান! এর ফল হতে পারে মারাত্মক… আপনি জানতেন?

Nokia 3210 ফিচার ফোনও কি একই রকম জনপ্রিয় হবে? এইচএমডি কি পারবে পুরনো আমেজ ফিরিয়ে আনতে? আবার কি দেখা যাবে স্নেক গেম বা বেলুন গেম? সময়ই এর উত্তর দেবে। নোকিয়াপ্রেমীদের কাছে শুধু অপেক্ষার প্রহর গোনা ছাড়া অন্য পথ নেই।