পুরনো গাড়ি কেনার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আপনাদের নজর দিতে হবে। বর্তমানে অনেকেই দুই চাকা অথবা চারচাকা গাড়ি নতুন কেনার থেকে পুরনো কিনতেই বেশি পছন্দ করছে।

অবাক কাণ্ড! ফ্লিপকার্টে বিক্রি হচ্ছে আস্ত বাইক! কত ইএমআই পড়বে? সব হিসেব দেখা যাবে

কলকাতা: কমিউটার সেগমেন্টে Xtreme 125R লঞ্চ করেছে Hero MotoCorp। জানুয়ারি মাসে লঞ্চের পর থেকেই চাহিদা তুঙ্গে। আকর্ষণীয় ডিজাইন এবং শক্তিশালী ইঞ্জিনে সজ্জিত এই স্পোর্টি বাইকের দাম শুরু হচ্ছে ৯৫,০০০ টাকা (এক্স শোরুম) থেকে। বাইকে এমন সব ফিচার রয়েছে যা এই সেগমেন্টে একেবারে নতুন।

ডিজাইন: তরুণ প্রজন্মের পছন্দ অপছন্দ মাথায় রাখেই Xtreme 125R-এর ডিজাইন করেছে কোম্পানি। রয়েছে এলইডি পজিশন লাইট সহ হেডল্যাম্প, ট্যাঙ্কের কাফন দিয়ে ঘেরা বড় ফুয়েল ট্যাঙ্ক, স্লিক টেইল সেকশন, স্টাবি এক্সজস্ট এবং মাল্টি-স্পোক হুইল।

আরও পড়ুন- ফোন হারানোর পরই স্যুইচড অফ! আর চিন্তা নেই, অ্যান্ড্রয়েড ১৫ থাকলেই খুঁজে পাবেন

কী কী রঙে মিলছে: Hero Xtreme 125R তিনটি ভিন্ন রঙে পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে কোবাল্ট ব্লু, ফায়ারস্টর্ম রেড এবং স্ট্যালিয়ন ব্ল্যাক। কোম্পানির দাবি, এই রঙগুলো তরুণ গ্রাহকদের উদ্যমী চেহারার সঙ্গে একেবারে মানানসই।

বৈশিষ্ট: Hero Xtreme 125R মোটরবাইকে রয়েছে অল-এলইডি লাইটিং সেটআপ। যা এর স্টাইল এবং প্রিমিয়াম ভাগকে এক সুতোয় বেঁধেছে। সঙ্গে এতে এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টারও রয়েছে। Hero Xtreme 125R বেশিরভাগ ডিজাইনই Xtreme 160R-এর থেকে ধার করা। ফলে দুটো বাইক দেখতে অনেকটা একরকম।

ইঞ্জিন: Hero MotoCorp Xtreme 125R-এ সম্পূর্ণ নতুন ইঞ্জিন দিয়েছে। এই ১২৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুলড ইঞ্জিন ৫ স্পিড ট্রান্সমিশনের সঙ্গে যুক্ত। সর্বোচ্চ 11.5 bhp শক্তি এবং 10.5 Nm সর্বোচ্চ টর্ক তৈরি করতে সক্ষম। কোম্পানির দাবি এই পাওয়ারট্রেন দিয়ে প্রতি লিটারে ৬৬ কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে।

আরও পড়ুন- ব্যবহারকারীদের জন্য সুখবর, এবার এই বিরাট বদল আনছে WhatsApp

স্পেসিফিকেশন: Hero Xtreme 125R স্টিলের ডায়মন্ড ফ্রেমে নির্মিত। সাসপেনশন ডিউটির জন্য, এতে শোওয়া-সোর্সড 37 মিমি টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং পিছনের মনোশক অ্যাবজর্ভার দেওয়া হয়েছে। মজার বিষয় হল, TVS Raider 125-এর পরে এটাই ভারতে বর্তমানে একমাত্র 125 cc মোটরসাইকেল যার পিছনে মনোশক অ্যাবজর্ভার রয়েছে।

এই বাইক কিনতে চাইলে শোরুমে যাওয়ার দরকার নেই। বাড়িতে বসেই পাওয়া যাবে। সেটা কীভাবে? ফ্লিপকার্টে। দাম পড়বে ৯৬,৭১৯ টাকা (এক্স শোরুম)। ইএমআই-তেও মিলবে, প্রতি মাসে ২,১৭৬ টাকা।