North Bengal: ছিল রুমাল, হয়ে গেল বেড়াল…লটারির নম্বর বদলে পুরস্কারের অর্থ দাবি, গ্রেফতার ১

আলিপুরদুয়ার: লটারি টিকিটের নম্বর বদলে ২ লক্ষ ২৫ হাজার টাকা পুরস্কারের অর্থ দাবি করে পুলিশের জালে আটক ১। রবিবার আলিপুরদুয়ার শহরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আটক ব্যক্তির নাম সীতানাথ বর্মন, বাড়ি আলিপুরদুয়ারের খোল্টা চেক পোষ্ট এলাকায়। জানা যায়, রবিবার বেলা ১২ টা নাগাদ শহরের কোর্ট এলাকায় একটি লটারির এজেন্সিতে ২৫ সিরিজের একটি লটারি দেখিয়ে পুরস্কারের অর্থ দাবি করে সীতানাথ নামে অভিযুক্ত ব্যক্তি। লটারির দোকানের কর্মী লটারি ভাঙিয়ে আনতে গেলেই দেখা যায় লটারির নম্বর বদলে ফেলা হয়েছে। সঙ্গে সঙ্গে সীতানাথকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। আলিপুরদুয়ার থানার পুলিশ অভুযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

জানা গিয়েছে, এদিন সীতানাথের সঙ্গে আরও একজন ব্যাঙ্ককর্মী ছিলেন। বেগতিক বুঝে তিনি পালিয়ে গিয়েছেন। অভিযুক্ত সীতানাথ বলেন, ” পাড়ার একটি লটারি বিক্রির কাউন্টারে এই লটারি পড়ে থাকতে দেখি। মিলিয়ে দেখি এই লটারির নম্বরে ২ লক্ষ ২৫ হাজার টাকা পুরস্কার অর্থ রয়েছে। একদিন অপেক্ষা করি। কেউ লটারির দাবি না করায় আমি ও আমার পাড়ার একজন এই লটারি ভাঙাতে এজেন্সিতে আসি। এখন সবাই বলছে এই লটারির নম্বর বদলে ফেলা হয়েছে। আমি নির্দোষ। আমি কিছুই জানি না।”

এদিকে এই ঘটনার পর জাল লটারি চক্র নিয়ে সরব হয়েছে লটারি বিক্রেতারা। লটারি এজেন্সির কর্মী রাজীব চক্রবর্তী বলেন, “ আগে এই নম্বর বদল খুব হত। যে লটারিতে প্রাইজ মিলেছে, সেটির নম্বর ২ ছিল। এই লটারিতে নম্বর বদল করা হয়েছে। এত সূক্ষ্মভাবে এই কাজ করা হয়েছে যে বোঝাই যাচ্ছে না। অভিযুক্ত নিশ্চয়ই জাল লটারি চক্রের সঙ্গে জড়িত। ঘটনার তদন্ত করে দোষিদের শাস্তি হোক।” পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

রাজকুমার কর্মকার