তালিকায় দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য সিকিম, যার আয়তন ৭ হাজার ৯৬ বর্গ কিলোমিটার। এই দুটি রাজ্য ছাড়াও, ত্রিপুরা, নাগাল্যান্ড এবং মিজোরামও ছোট রাজ্যের তালিকায় রয়েছে। তার মানে গোয়া, সিকিম, ত্রিপুরা, নাগাল্যান্ড এবং মিজোরাম দেশের পাঁচটি ছোট রাজ্যের মধ্যে রয়েছে।

North Sikkim: ফুঁসছে তিস্তা…! উত্তর সিকিমে আটকে ১২০০ পর্যটক, বিপদসীমা ছুঁতে পারে জল…

শুক্রবার রাতেও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। তিস্তায় জলস্তর যে ভাবে বৃদ্ধি পেয়েছে, তাতে উদ্বেগ বাড়ছে। বিপদসীমার একেবারে কাছে রয়েছে তিস্তার জল।
শুক্রবার রাতেও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। তিস্তায় জলস্তর যে ভাবে বৃদ্ধি পেয়েছে, তাতে উদ্বেগ বাড়ছে। বিপদসীমার একেবারে কাছে রয়েছে তিস্তার জল।
বিপর্যস্ত উত্তরবঙ্গ। নর্থ সিকিমের লাচুংয়ে বেড়াতে গিয়ে আটকে পড়া পর্যটকদের নামিয়ে আনার আর্জি সিকিম প্রশাসনের। ভারতীয় সেনাবাহিনীর কাছে হেলিকপ্টারে নামিয়ে আনার আর্জি জানানো হয়েছে। এখনও পর্যন্ত ১২০০ ভারতীয় এবং ১৫ জন বিদেশি পর্যটক আটকে রয়েছেন।
বিপর্যস্ত উত্তরবঙ্গ। নর্থ সিকিমের লাচুংয়ে বেড়াতে গিয়ে আটকে পড়া পর্যটকদের নামিয়ে আনার আর্জি সিকিম প্রশাসনের। ভারতীয় সেনাবাহিনীর কাছে হেলিকপ্টারে নামিয়ে আনার আর্জি জানানো হয়েছে। এখনও পর্যন্ত ১২০০ ভারতীয় এবং ১৫ জন বিদেশি পর্যটক আটকে রয়েছেন।
তিস্তার গ্রাসে তলিয়ে গিয়েছে তিস্তা বাজার এলাকা। সেই ধসে ক্ষতিগ্রস্থ জাতীয় সড়ক ৷ এর জেরে ব্যাহত যান চলাচল৷ সিকিম থেকে শিলিগুড়ির দিকে আসা গাড়িগুলিকেও ঘুরিয়ে দেওয়া হচ্ছে ৷
তিস্তার গ্রাসে তলিয়ে গিয়েছে তিস্তা বাজার এলাকা। সেই ধসে ক্ষতিগ্রস্থ জাতীয় সড়ক ৷ এর জেরে ব্যাহত যান চলাচল৷ সিকিম থেকে শিলিগুড়ির দিকে আসা গাড়িগুলিকেও ঘুরিয়ে দেওয়া হচ্ছে ৷
ফের ধস উত্তর সিকিমে! মঙ্গনের মংশিলায় ধসে ক্ষতিগ্রস্থ একাধিক বাড়ি। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল৷
ফের ধস উত্তর সিকিমে! মঙ্গনের মংশিলায় ধসে ক্ষতিগ্রস্থ একাধিক বাড়ি। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল৷
ধস বিদ্ধস্থ সাউথ সিকিমের মজুয়া গ্রামে মুখ্যমন্ত্রী প্রেমসিং গোলে। কথা বলেন ক্ষতিগ্রস্থ পরিবারের লোকেদের সঙ্গে। এই গ্রামেই ধসে চাপা পড়ে ৩ জনের মৃত্যু হয়। বহু বাড়ি মাটির সঙ্গে মিশে গিয়েছে। উড়ে গিয়েছে রাস্তাও। প্রসঙ্গত, শুক্রবারেই জরুরি বৈঠক করেন সিকিমের মুখ্যমন্ত্রী।
ধস বিদ্ধস্থ সাউথ সিকিমের মজুয়া গ্রামে মুখ্যমন্ত্রী প্রেমসিং গোলে। কথা বলেন ক্ষতিগ্রস্থ পরিবারের লোকেদের সঙ্গে। এই গ্রামেই ধসে চাপা পড়ে ৩ জনের মৃত্যু হয়। বহু বাড়ি মাটির সঙ্গে মিশে গিয়েছে। উড়ে গিয়েছে রাস্তাও। প্রসঙ্গত, শুক্রবারেই জরুরি বৈঠক করেন সিকিমের মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, পুরোটা না হলেও সিকিমের কিছু এলাকায় রাস্তা থেকে ধ্বংসস্তূপ সরানো হয়েছে। আটকে থাকা পর্যটকদের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছেন প্রশাসনের কর্মীরা। প্রশাসনের দাবি, পর্যটকরা সকলেই সুস্থ রয়েছেন।
সূত্রের খবর, পুরোটা না হলেও সিকিমের কিছু এলাকায় রাস্তা থেকে ধ্বংসস্তূপ সরানো হয়েছে। আটকে থাকা পর্যটকদের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছেন প্রশাসনের কর্মীরা। প্রশাসনের দাবি, পর্যটকরা সকলেই সুস্থ রয়েছেন।
মৃত নয়। ৫০টিরও বেশি ভারী ভেঙে গিয়েছে। মানগানে ৬জনের মৃত্যু হয়েছে। রিলিফ ক্যাম্পে ৫৭টি পরিবার।
মৃত নয়। ৫০টিরও বেশি ভারী ভেঙে গিয়েছে। মানগানে ৬জনের মৃত্যু হয়েছে। রিলিফ ক্যাম্পে ৫৭টি পরিবার।