এডিডিএ'র নতুন চেয়ারম্যান কবি দত্ত। 

West Bardhaman News: ভোট মিটতেই পদ হারালেন তৃণমূল বিধায়ক! সিদ্ধান্ত ঘিরে শোরগোল দুর্গাপুরে

দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: লোকসভা নির্বাচন পর্ব সম্পন্ন হতেই দুর্গাপুরের জন্য বড় চমক। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের শীর্ষ পদে রদবদল। ২০১৬ সাল থেকে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদে আসীন ছিলেন রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। গত শুক্রবার একটি নোটিস জারি করে এই পদের দায়িত্ব দেওয়া হয়েছে সংস্থার ভাইস চেয়ারম্যানের পদ সামলানো কবি দত্তকে।

দুর্গাপুরের অন্যতম প্রতিষ্ঠিত ব্যবসায়ী কবি দত্ত। যাঁর হোটেল ব্যবসা ছাড়াও অন্য একাধিক ব্যবসা রয়েছে। যিনি দীর্ঘদিন ধরে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন। পাশাপাশি তিনি দুর্গাপুর মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদেও রয়েছেন। তাকেই এবার করা হল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান। তিনিই প্রথম ব্যক্তি, যিনি কোনও বিধায়ক বা সাংসদ না হয়ে এডিডিএ’র চেয়ারম্যান পদে বসলেন।

আরও পড়ুন: ভরদুপুরে বি টি রোডের উপরে ব্যবসায়ীর গাড়ি থামিয়ে পর পর গুলি! এবার বেলঘরিয়ায় বেপরোয়া দুষ্কৃতী তাণ্ডব

কিন্তু হঠাৎ কেন এডিডিএ’র শীর্ষ পদে বদল করা হল, তার কারণ বিশ্লেষণ করতে শুরু করেছেন অনেকেই। রাজনৈতিক মহলের একটা বড় অংশের ধারণা, চলতি বছরেই দুর্গাপুর পুরসভার নির্বাচন হওয়ার আশা রয়েছে। আর সেই বিষয়টি মাথায় রেখে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের শীর্ষ পদে বসানো হল দুর্গাপুরের এই ব্যবসায়ীকে। রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকের ধারণা, সুনির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য থেকেই এই পদে বদল করা হয়েছে। দায়িত্ব পাওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কবি দত্ত জানিয়েছেন, আসানসোল দুর্গাপুরের সার্বিক উন্নয়ন করা তাঁর প্রধান লক্ষ্য। সবাইকে সঙ্গে নিয়ে তিনি উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাবেন।

উল্লেখ্য, আসানসোল দুর্গাপুর সহ বিস্তীর্ণ এলাকার উন্নয়নের লক্ষ্যে বাম আমলে গঠিত হয়েছিল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। ২০১১ সালে রাজ্যে পালাবদলের পর এই পদে বসেন তাপস বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর মেয়াদ ছিল ২০১২ সাল পর্যন্ত। এরপর ওই পদে বসেন তৎকালীন তৃণমূল বিধায়ক নিখিল বন্দ্যোপাধ্যায়। তবে ২০১৬ সালে ফের এই পদে রদবদল করা হয়। ফের এডিডিএ’র চেয়ারম্যান পদে ফিরে আসেন রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। তবে লোকসভা পর্ব মিটে যাওয়ার পর আবার সংস্থার শীর্ষ পদে বদল করা হল। তাপস বাবুর জায়গায় বসানো হল দুর্গাপুরের ব্যবসায়ী কবি দত্তকে।

নয়ন ঘোষ