উত্তরের তিস্তা ব্রিজে টহল দিচ্ছে আধা সেনা! চলছে কড়া নজরদারি!

উত্তরের তিস্তা ব্রিজে টহল দিচ্ছে আধা সেনা! চলছে কড়া নজরদারি

তিস্তার টুইন সেতু ঘিরে আধা সেনাবাহিনীর নজরদারি।ঘটনাকে ঘিরে জোর তরজা বিশেষমহলে। শিলিগুড়ি করিডর নিয়ে উদ্বেগ বেড়েছে বিশেষ মহলের। এলাকার সমস্ত সেতুর পরিস্থিতি, ভারবহন ক্ষমতা, বিকল্প ব্যবস্থা, আর্থিক দিক, বিভিন্ন রাস্তাঘাট-সহ ভৌগোলিক অবস্থানের তথ্য জোগাড় এবং ‘ম্যাপিং’ করছে কেন্দ্র সরকার। সে কারণেই জলপাইগুড়ির তিস্তা সেতুতে শুরু হল বিশেষ রক্ষণাবেক্ষণ।

জলপাইগুড়ি শহরের পাশ দিয়ে বয়ে গেছে তিস্তা নদী। উত্তর-পূর্ব ভারতের লাইফ-লাইন এশিয়ান হাইওয়ের জোড়া সেতু রয়েছে তিস্তার ওপর, পাশেই আবার রেল সেতু, যার গুরুত্ব অনেক। সেখানেই শুরু সামরিক মহড়া। সীমান্তরক্ষী বাহিনী, দমকল-সহ রাজ্য সরকারের ডিজাস্টটার ম্যানেজমেন্ট দলের সদস্যরা এই মহড়া চালায় এলাকা জুড়ে।