কিছুক্ষণেই আসছে আকাশভাঙা বৃষ্টি

Weather Forecast: হাতে মাত্র দু’ ঘণ্টা… আকাশ হবে ফালাফালা… ধেয়ে আসছে প্রবল বৃষ্টি! তিন জেলায় সতর্কতা… গরম থেকে মুক্তি?

আগামী দু ঘণ্টায় উত্তরবঙ্গের তিন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করল হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া।
আগামী দু ঘণ্টায় উত্তরবঙ্গের তিন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করল হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া।
রবিবার ঝড়বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের সব জেলাতে। মালদহ ও দুই দিনাজপুরে বজ্রপাতের আশঙ্কা থাকবে। ৩০-৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে।
রবিবার ঝড়বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের সব জেলাতে। মালদহ ও দুই দিনাজপুরে বজ্রপাতের আশঙ্কা থাকবে। ৩০-৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে।
উত্তরে বৃষ্টি হলেও দক্ষিণে এখনই রেহাই মিলছে না। সপ্তাহান্তে আবহাওয়া খানিকটা উন্নত হতে পারে।
উত্তরে বৃষ্টি হলেও দক্ষিণে এখনই রেহাই মিলছে না। সপ্তাহান্তে আবহাওয়া খানিকটা উন্নত হতে পারে।
শুক্রবার দক্ষিণবঙ্গের আট জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। বেশ কিছু এলাকায় লু-বইবার সম্ভাবনা।
শুক্রবার দক্ষিণবঙ্গের আট জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। বেশ কিছু এলাকায় লু-বইবার সম্ভাবনা।
বাংলা, ওড়িশা, ঝাড়খণ্ডে তাপপ্রবাহের সতর্কবার্তা। উত্তরে বৃষ্টি আর দক্ষিণে দাবদাহ। তাপপ্রবাহ বাড়বে দক্ষিণবঙ্গে। হিটওয়েভ অ্যালার্ট পশ্চিমের জেলায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। শুষ্ক ও গরম আবহাওয়া শনিবার পর্যন্ত। উইকেন্ডে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। রবি ও সোমবার রাজ্যজুড়েই বৃষ্টির পূর্বাভাস।
বাংলা, ওড়িশা, ঝাড়খণ্ডে তাপপ্রবাহের সতর্কবার্তা। উত্তরে বৃষ্টি আর দক্ষিণে দাবদাহ। তাপপ্রবাহ বাড়বে দক্ষিণবঙ্গে। হিটওয়েভ অ্যালার্ট পশ্চিমের জেলায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। শুষ্ক ও গরম আবহাওয়া শনিবার পর্যন্ত। উইকেন্ডে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। রবি ও সোমবার রাজ্যজুড়েই বৃষ্টির পূর্বাভাস।
কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৫ থেকে ৯৩ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৫ থেকে ৯৩ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।