North Dinajpur News: বাংলাদেশের ভোটে প্রভাব রাধিকাপুরের ইমিগ্রেশন চেকপোস্টে

উত্তর দিনাজপুর: বাংলাদেশে ভোট হলেও, পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর সীমান্ত এলাকার বাসিন্দাদের মনে কোনও মাথাব্যথা নেই। কারণ একটাই এখানে আন্তর্জাতিক সীমানা থাকলেও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত কোনও সড়ক পথ এখানে চালু হয়নি। তবে এখানকার মানুষদের এই ভোটে একটাই প্রভাব দেখা যায় সেটা হল ইমিগ্রেশন চেকপোস্ট।

বাংলাদেশের ভোটের দরুন বাংলাদেশের নাগরিকরা ভারতে আসতে পারছেন এবং ভারতের নাগরিকরা বাংলাদেশে যেতে পারছে না। প্রতিদিন বাংলাদেশ থেকে বহু মানুষ এপারে আসেন তাদের বৈধ পাসপোর্ট নিয়ে । এছাড়াও ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে তারা আবার চলে যান বাংলাদেশ। কিন্তু বর্তমানে সেই ইমিগ্রেশন চেকপোস্টে বাংলাদেশের ভোটের দরুন বাংলাদেশের নাগরিকরা ভারতে আসতে পারছেন এবং ভারতের নাগরিকরা বাংলাদেশে যেতে পারছে না।

আরও পড়ুন, রেকর্ড-জয় হাসিনার! বাংলাদেশে ফের নৌকোর জয়যাত্রা! সর্বশেষ রিপোর্টে ৯৫ আসনে জয়ী আওয়ামি লিগ ও শরিক দল!

এদিকে রাধিকাপুর এলাকার বাসিন্দা তথা জেলা পরিষদের সদস্য রামদেব সাহানি জানান, বাংলাদেশে আজ ভোট হলেও এবারে রাধিকাপুরে বাসিন্দাদের কাছে ভোট নিয়ে তেমন কোন মাথা ব্যথা নেই অন্যান্য দিন যেমন তারা কৃষিকাজ বা অন্যান্য কাজে ব্যস্ত থাকেন আজও সমান ভাবে একক ভাবে তারা ব্যস্ত। জেলায় একমাত্র ইমিগ্রেশন চেকপোস্ট রাধিকাপুরে থাকলেও সীমান্ত সিল হওয়ায় আজ এই চেকপোস্ট দিয়ে যাতায়াত করতে দেখা যায়নি বাংলাদেশের কোন নাগরিকদের।

ভারত বাংলাদেশ এর মধ্যে পন্যবাহী ট্রেন অন্যান্য দিন চলাচল করলেও আজ দেখা যায়নি এই ট্রেন চলাচল করতে এই সীমান্ত দিয়ে।৭ জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিপুল ভোটে জয়ী হয়েছে আওয়ামি লিগ। ভোটকে ঘিরে কড়া নিরাপত্তা চলছে উত্তর দিনাজপুর জেলার সীমান্তবর্তী।

পিয়া গুপ্তা