বিরাট কোহলি নয়! টেস্টে সচিনের রেকর্ড ভাঙবেন এই ক্রিকেটার? রয়েছেন খুবই কাছে

আন্তর্জাতিক ক্রিকেটে ওডিআইতে সচিন তেন্ডুলকরের শতরানের রেকর্ড ভেঙে দিয়েছেন বিরাট কোহলি। সচিনের ৪৯টি শতরানের রেকর্ড ভেঙে গতবছর ওডিআই বিশ্বকাপে ৫০ তম শতরান করেছেন বিরাট।
আন্তর্জাতিক ক্রিকেটে ওডিআইতে সচিন তেন্ডুলকরের শতরানের রেকর্ড ভেঙে দিয়েছেন বিরাট কোহলি। সচিনের ৪৯টি শতরানের রেকর্ড ভেঙে গতবছর ওডিআই বিশ্বকাপে ৫০ তম শতরান করেছেন বিরাট।
এবার টেস্টেও কি মাস্টার ব্লাস্টারের রেকর্ড ভেঙে যাওয়ার মুখে? এক্ষেত্রে সেঞ্চুরির সংখ্যা নয়। সচিনের মোট টেস্ট রান টপকে যাওয়ার সুযোগ রয়েছে ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুটের।
এবার টেস্টেও কি মাস্টার ব্লাস্টারের রেকর্ড ভেঙে যাওয়ার মুখে? এক্ষেত্রে সেঞ্চুরির সংখ্যা নয়। সচিনের মোট টেস্ট রান টপকে যাওয়ার সুযোগ রয়েছে ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুটের।
সম্প্রতি যে ফর্মে ব্যাট করছেন জো রুট আর ব্রিটিশ তারকার যে বয়স তাতে ফর্ম ধরে রাখতে পারলে সচিন তেন্ডুলকরের মোট টেস্ট রানকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারেন।
সম্প্রতি যে ফর্মে ব্যাট করছেন জো রুট আর ব্রিটিশ তারকার যে বয়স তাতে ফর্ম ধরে রাখতে পারলে সচিন তেন্ডুলকরের মোট টেস্ট রানকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারেন।
শ্রীলঙ্কার বিরুদ্ধে লর্ডস টেস্টে দুই ইনিংসেই শতরান করেছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জো রুট। মোট ৩৪টি শতরান রয়েছে রুটের ঝুলিতে। এখও পর্যন্ত তাঁর মোট রান ১২৩৭৭ রান।
শ্রীলঙ্কার বিরুদ্ধে লর্ডস টেস্টে দুই ইনিংসেই শতরান করেছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জো রুট। মোট ৩৪টি শতরান রয়েছে রুটের ঝুলিতে। এখও পর্যন্ত তাঁর মোট রান ১২৩৭৭ রান।
মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের টেস্ট ক্রিকেটে রয়েছে ১৫৯২১ রান, এছাড়াও ৪৯টি শতরান। জো রুটের বয়স বর্তমানে ৩৩ বছর। টেস্ট ক্রিকেটই বেশি খেলেন তিনি। আরও ৫-৬ বছর চালিয়ে যেতে পারলে সচিনের রান টপকানোর সুযোগ থাকছে রুটের সামনে।
মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের টেস্ট ক্রিকেটে রয়েছে ১৫৯২১ রান, এছাড়াও ৪৯টি শতরান। জো রুটের বয়স বর্তমানে ৩৩ বছর। টেস্ট ক্রিকেটই বেশি খেলেন তিনি। আরও ৫-৬ বছর চালিয়ে যেতে পারলে সচিনের রান টপকানোর সুযোগ থাকছে রুটের সামনে।
এখনও মাস্টার ব্লাস্টারের থেকে ৩৫০০-র বেশি রানে পিছিয়ে রয়েছেন রুট, তবে প্রতি বছর প্রায় ১০-১২টি টেস্ট ম্যাচ খেলে ইংল্যান্ড। ফলে ইসিবি ও ইংল্যান্ডের বর্তমান ও প্রাক্তন তারকারাও আশা দেখছেন রুটের হাতেই ভাঙবে সচিনের রেকর্ড। শেষ পর্যন্ত কি হয় তার উত্তর দেবে সময়।
এখনও মাস্টার ব্লাস্টারের থেকে ৩৫০০-র বেশি রানে পিছিয়ে রয়েছেন রুট, তবে প্রতি বছর প্রায় ১০-১২টি টেস্ট ম্যাচ খেলে ইংল্যান্ড। ফলে ইসিবি ও ইংল্যান্ডের বর্তমান ও প্রাক্তন তারকারাও আশা দেখছেন রুটের হাতেই ভাঙবে সচিনের রেকর্ড। শেষ পর্যন্ত কি হয় তার উত্তর দেবে সময়।