কিউআর কোড স্ক্যান করছে ছাত্রী 

North 24 Parganas News: গ্রামের স্কুলে উপস্থিতির হিসাব দেবে কিউআর কোড… অভিনব প্রচেষ্টা! ভাবা যায় না…

বসিরহাট: ছাত্র-ছাত্রীরা দেরি করে স্কুলে যাচ্ছে কিনা কিংবা কোন সময়ে ছেলেমেয়েরা স্কুল থেকে ফিরছে, তা এবার অবিভাবকের মোবাইলে বার্তা হিসাবে পৌঁছে যাবে ডিজিটাল অ্যাটেনডেন্স সিস্টেমে। বসিরহাটের মালতীপুর হাই স্কুলে অ্যাটেনডেন্সে এবার কিউ আর কোড। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে স্কুলেই দেখা হচ্ছে ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের স্বয়ংক্রিয় অ্যাটেনডেন্স পদ্ধতি। অবিভাবকের মোবাইলে পৌছাবে বার্তা। একইভাবে বাড়ি ফেরার সময়ও কিউ আর কোডে স্ক্যান করে তবেই বাড়ি ফিরতে হচ্ছে। এর ফলে ছাত্রছাত্রীরা ঠিকমতো পৌঁচচ্ছে কিনা আবার কখন বাড়ি ফিরছে তা নিয়ে একপ্রকার নিশ্চয়তা থাকছে অভিভাবকদের।

এমন অভিনব উদ্যোগ কলকাতা কিংবা কোনও শহরের বেসরকারি স্কুল নয়। বসিরহাটের গ্রামের সরকারি স্কুলের ব্যবস্থাপনায় তাক লেগে যাবে। এই শিক্ষাকেন্দ্রের আধুনিক পরিকাঠামো, সাজসজ্জা টেক্কা দিতে পারে শহরের নামী শিক্ষা প্রতিষ্ঠানকে।

স্কুলের পড়ুয়া সংখ্যা প্রায় তিন হাজার। শিক্ষক ও শিক্ষা কর্মীর মোট সংখ্যা  ৬০ জন। স্কুলের প্রধান শিক্ষক শাহনওয়াজ আলম, সহশিক্ষক-সহ পরিচলন সমিতির উদ্যোগে স্কুলেকে রীতিমতো আধুনিক পরিকাঠামোগত পদ্ধতিতে তৈরি করা হয়েছে।

আরও পড়ুন: ‘একটা দুটো বডি না পড়লে…’, নবান্ন অভিযানের আগে ভিডিও প্রকাশ, বিস্ফোরক অভিযোগ তৃণমূলের

শ্রেণিকক্ষে প্রবেশ ও ছুটির সময় ডিজিটাল পরিচয়পত্র মেশিনের সামনে নিয়ে গেলেই স্মার্ট কার্ডের মাধ্যমে উপস্থিতি গ্রহণ করা হয়। একইভাবে বাড়ি ফেরার সময় ওই মেশিনেই বাড়ি ফেরার বার্তা অভিভাবকের মোবাইল ফোনে মেসেজ পৌঁছাবে। কোনও ছাত্রছাত্রী কিংবা শিক্ষক দেরিতে স্কুলে পৌঁছালে তা সতর্কবার্তা দেবে। স্কুলের এই উদ্যোগে খুশি স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকেরাও।