Joint CSIR UGC NET Cancelled: হাজার হাজার টাকায় বিক্রি হচ্ছিল UGC NET-এর প্রশ্নপত্র! এবার বাতিল করা হল বিজ্ঞানের CSIR UGC NET-ও

নয়াদিল্লি: ইউজিসি নেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয় সামনে আসা মাত্রই এবার জয়েন্ট সিএসআইআর ইউজিসি নেট পরীক্ষাও বাতিল কর ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ৷ বিজ্ঞান সংক্রান্ত বিষয়গুলিতে গবেষক এবং অধ্যাপক হওয়ার জন্য এই পরীক্ষায় পাশ করতে হয় ছাত্রছাত্রীদের৷

শুক্রবার এনটিএ-এর তরফে জারি করা সার্কুলারে জানানো হয়েছে, আগামী ২৫ জুন এবং ২৭ জুন যে জয়েন্ট সিএসআইআর নেট পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছিল, অনিবার্য কারণ বশত সেই পরীক্ষা বাতিল করা হচ্ছে৷ পরীক্ষা ফের কবে নেওয়া হবে তা পরে csirnet.nta.ac.in ওয়েবসাইটেই পরে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে৷

গত ১৯ জুনই পরীক্ষায় অনিয়মের আশঙ্কা করে UGC-NET পরীক্ষা বাতিল কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার৷ তারপরেই ঘটনার কার্যকারণ অনুসন্ধানে তদন্তভার তুলে দেওয়া হয় সিবিআইয়ের হাতে৷ গত ২০ জুন থেকে এই বিষয়ে তদন্ত করছে সিবিআই৷

আরও পড়ুন: NEET প্রশ্নফাঁস কাণ্ডে লালু-পুত্রের নাম! অবশেষে মুখ খুললেন তেজস্বী যাদব, স্বপক্ষ সমর্থনে কী বললেন আরজেডি নেতা?

সূত্র অনুযায়ী, পরীক্ষার আগে টেলিগ্রামে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার কারণে স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় ইনপুটে। সূত্র আরও জানিয়েছে, ১০ হাজার টাকায় প্রশ্নপত্র বিক্রি করছে এমন একটি গ্রুপেরও হদিশ পান I4C-র আধিকারিকরা। পরীক্ষার আগের দিন বিভিন্ন গ্রুপে প্রশ্নপত্র বিক্রি হচ্ছিল।

UGC-NET পরীক্ষা প্রশ্নফাঁসের এপিসেন্টার হয়ে উঠেছিল টেলিগ্রাম। I4C-র প্রাথমিক ইনপুটে এই সব টেলিগ্রাম গ্রুপের বিশদ বিবরণ দেওয়া হয়েছে। এমনকী মুনাফা লোটার জন্য এই সব গ্রুপগুলো বিজ্ঞাপনও দিয়েছিল। তবে টেলিগ্রাম গ্রুপের অ্যাডমিনিস্ট্রেটররা কোথা থেকে প্রশ্নপত্র পেলেন তা এখনও জানা যায়নি। অনুমান করা হচ্ছে, ডার্ক ওয়েবের মাধ্যমেই তাঁদের হাতে প্রশ্ন এসে থাকতে পারে।

আরও পড়ুন: ৩০-৩২ লাখ টাকায় বিক্রি হয়েছে নিট-এর প্রশ্নপত্র! জেরায় কবুল অভিযুক্তের..দুর্নীতিতে নাম জড়াল লালু-পুত্র তেজস্বীরও

সরকারের এক সিনিয়র কর্তা নিউজ 18-কে বলেছেন, “NETএর প্রশ্নপত্র বিক্রি হওয়া গ্রুপগুলি সম্পর্কে সরকার ওয়াকিবহাল। প্রশ্ন ফাঁসের সমস্ত মেসেজও পাওয়া গিয়েছে। এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট শিক্ষা মন্ত্রকে পাঠানো হয়েছে”।

I4C-র ইনপুট সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ওই কর্তা বলেন, “প্রতিদিনই আমরা ফাঁস সম্পর্কিত একাধিক তথ্য পাই। সংশ্লিষ্ট সংস্থা, বিভাগ বা মন্ত্রক থেকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়। একইভাবে আমাদের দল দেখেছে UGC-NET পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি হচ্ছে। ইনপুটে গ্রুপের লিঙ্ক, স্ক্রিনশট-সহ বিশদ বিবরণ ছিল”।

NEET-UG ২০২৪ মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষায় অনিয়মের অভিযোগ নিয়ে জোর বিতর্কের মধ্যেই UGC-NET বাতিলের খবর সামনে আসে। বুধবার রাতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক স্বচ্ছতার সঙ্গে আপোষের অভিযোগে UGC-NET বাতিলের নির্দেশ দেয়। তদন্তের জন্য বিষয়টি সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়েছে।