সুপ্রিম কোর্টে চলছে নিট মামলা৷

NEET- UG Result: সময় বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট, বেলা ১২টার আগেই প্রকাশিত হল NEET-UG পরীক্ষার ফল

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা মেনেই NEET-UG পরীক্ষার ফলাফল ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)৷ শহর এবং পরীক্ষা কেন্দ্র ধরে ধরেই দু ভাবে ফলাফল প্রকাশ করা হয়েছে৷

এনটিএ-এর দুটি ওয়েবসাইট exams.nta.ac.in/NEET/ এবং neet.ntaonline.in. -এ গিয়ে পরীক্ষার্থীরা ফলাফল দেখতে পারবেন৷

গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, শনিবার বেলা ১২টার মধ্যে এনটিএ-কে নিট-ইউজি পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে৷ তবে ওয়েবসাইটে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর প্রকাশ করলেও তাঁদের পরিচয় গোপন রাখার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত৷

আরও পড়ুন: একদিকে মাঝরাতে আলোচনা, অন্যদিকে আটক ছাত্রনেতা! জট কাটাতে কোন পথ বাছবেন হাসিনা?

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ নির্দেশিকায় আরও জানিয়েছিল, শহর এবং পরীক্ষাকেন্দ্র ধরে পৃথক ফল প্রকাশ করতে হবে এনটিএ-কে৷

একই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, যদি প্রমাণিত হয় যে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে বড়সড় অনিয়ম হয়েছে, একমাত্র সেক্ষেত্রেই নিট-ইউজি পরীক্ষা বাতিল করা হবে৷

গত ৫ মে প্রায় ২৩ লক্ষ ৩৩ হাজার পরীক্ষার্থী নিট পরীক্ষায় বসেছিল৷ বিদেশের ১৪টি কেন্দ্র সহ ৫৭১ শহরের ৪৭৫০টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হয়েছিল৷