যুবকদের উদ্ধারে বিপর্যয় মোকাবিলা দফতরের তল্লাশি

বছরের প্রথম দিনে গঙ্গায় বড় দুর্ঘটনা, নবদ্বীপে যা ঘটল, শুনলে মন খারাপ হয়ে যাবে

নবদ্বীপ: বছরের প্রথম দিন নদিয়ার নবদ্বীপে ভাগীরথী নদীতে স্নান করতে নেমে মৃত্যু হল দ্বাদশ শ্রেণীর ছাত্রের। বাংলা বছরের প্রথম দিনে ভাগীরথী নদীতে স্নান করতে আসেন পুন্যার্থীরা।

শুধু নববর্ষই নয়, পুণ্যার্থীদের গঙ্গাস্নান চলে গাজন ও নীলের পুজোর দিন থেকে। তবে নববর্ষের দিন পুন্যার্থীদের বাড়তি ভিড় লক্ষ্য করা যায় নবদ্বীপের গঙ্গার ঘাটগুলিতে।

আরও পড়ুন- ৩১-এর সুন্দরী যুবতী অভিনেত্রী! হয়ে গেলেন ‘কল গার্ল’? মন খুলে বললেন,‘আমি খুশি’

এবার বাংলা বছরের প্রথম দিনেই নবদ্বীপের ভাগীরথী নদীতে বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে মৃত্যু হল এক দ্বাদশ শ্রেণীর ছাত্রের। ঘটনায় নিখোজ আরও একজন। নিখোজের খোঁজে তল্লাশি শুরু করেছেন বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা।

ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের নয়ন তারা ঘাটে। ভাগীরথী নদীতে নেমেছিল দুই কিশোর। স্থানীয় সূত্রে খবর, সকালে ফুটবল খেলার পর আট বন্ধু মিলে ভাগীরথী নদীতে স্নান করতে যায়।

তাদের মধ্যে চার বন্ধু নদীতে স্নান করতে নামলে দুজন তলিয়ে যায়। অপর দুই বন্ধু তাদের বাঁচাতে চেষ্টা করলেও ব্যর্থ হয়। এর পর খবর দেওয়া হয় নবদ্বীপ থানায়।

আরও পড়ুন- পয়লা বৈশাখ মানেই মিষ্টি, হালখাতা! আরও এক নতুন দায়িত্ব জুড়ে গেল এবার: তৃণা

নবদ্বীপ থানা থেকে বিপর্যয় মোকাবিলা দফতরে খবর দিলে তারা এসে তল্লাশি শুরু করে। আদিজিত পাল নামে একজনের দেহ উদ্ধার করে নবদ্বীপের জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। আরেক নিখোঁজ কিশোর কৌস্তব পালকে খুঁজতে তল্লাশি শুরু করেছেন বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা।

Mainak Debnath