Tag Archives: Ganga

Dead Body Found: ঘুম ভেঙে পবিত্র চিত্তে সাত সকালে গঙ্গার ঘাটে যেতেই চমক, কী ভয়ঙ্কর কাণ্ড!

হাওড়া: গঙ্গার পাড় থেকে উদ্ধার হল অজ্ঞাত পরিচয় যুবকের নিথর দেহ। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার দক্ষিণ জগদীশপুর এলাকায়। আর পাঁচটা দিনের মতই বিভিন্ন প্রয়োজনে স্থানীয়রা নদীর পাড়ে হাজির হয়েছিলেন। আর তখনই চোখ পড়তেই চক্ষু চড়কগাছ হয়ে যায়। হঠাৎই তাঁদের নজরে আসে নদী পাড়ে পরে আছে একটি দেহ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে নদীর পাড়ে অচেনা ব্যক্তির দেহটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মৃত ওই যুবকের পরনে ছিল কালো প্যান্ট, খালি গা। মুহূর্তের মতই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় উলুবেড়িয়া থানায়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। তারা এসে দেহটি উদ্ধার করে। উদ্ধারের পর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আর‌ও পড়ুন: বাসের যন্ত্র চুরি করে ধাপ্পা! ব্যাপারটা কী

এদিকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধারের কথা জানাজানি হতেই বহু মানুষ এসে ভিড় জমায় সেখানে। কিন্তু শেষ পাওয়া খবর অনুযায়ী, মৃত ওই যুবকের দেহ কোথা থেকে, কীভাবে এল এবং ওই যুবকের নাম, পরিচয় এখনও জানা যায়নি। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

রাকেশ মাইতি

অবাধে চলছে গঙ্গাপাড়ের মাটি চুরি, বিশাল বড় বিপদের মুখে দাঁড়িয়ে গ্রামবাসীরা, তারপর

মুর্শিদাবাদ: অবাধে চলছে গঙ্গাপাড়ের মাটি চুরি। প্রতিবাদে ট্রাক্টর আটকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে রেজিনগর থানার পিলখানা এলাকায়। একাধিকবার রেজিনগর থানার পুলিশকে জানানো হলেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। সোমবার সকালে গ্রামবাসীরা ট্রাক্টর আটক করে রাস্তার উপরে কাঠের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে রেজিনগর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

রেজিনগর থানার পিলখানা এলাকায় গঙ্গা সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে মাটি কেটে টাক্টরে করে পাচার করা হচ্ছে বলে অভিযোগ। সারাদিনে গ্রামের রাস্তা দিয়ে ৭০-৮০ ট্রাক্টরে করে মাটি বোঝাই করে পাচার করা হচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ রাতের অন্ধকারে মাটি কেটে জমিকে পুকুরে পরিণত করছে মাটি মাফিয়ারা। যার কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে চাষযোগ্য জমি। অসংখ্য ট্রাক্টর বেপরোয়া গতিতে চলাচল করে, ছোট ছোট বাচ্চারা রাস্তায় খেলা করে যে কোন সময় বড় ধরণের বিপদ ঘটে যেতে পারে।

আরও পড়ুন – Fish Egg: হোটেলে ভাতের পাতে রোজ মাছের ডিমের বড়া চাই! নিজের অজান্তে শরীরে বিষ ঢোকাচ্ছেন না তো

একাধিকবার প্রশাসনে অভিযোগ জানিয়েও কোনো ব্যবস্থা গ্রহন করায় এদিন বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। বিক্ষোভকারী সুমন মন্ডল বলেন, ‘‘পুলিশ প্রশাসনের মদতেই এই মাটি কাটা হচ্ছে। আমরা চাই মাটি কাটা বন্ধ করা হোক। বিক্ষোভকারী ফারুক ইকবাল বলেন, রাস্তা দিয়ে অনবরত বেপরোয়া গতিতে মাটি বোঝাই ট্রাক্টর যাতায়াত করছে। যেকোনও সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। মাটি কাটার ফলে চাষযোগ্য জমির ক্ষতি হচ্ছে। এরই প্রতিবাদে আমাদের বিক্ষোভ। আমরা চাই প্রশাসনের হস্তক্ষেপে মাটি কাটা বন্ধ করা হোক।’’

অবাধে চলছে গঙ্গাপাড়ের মাটি চুরি। প্রতিবাদে ট্রাক্টর আটকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে রেজিনগর থানার পিলখানা এলাকায়। একাধিকবার রেজিনগর থানার পুলিশকে জানানো হলেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। সোমবার সকালে গ্রামবাসীরা ট্রাক্টর আটক করে রাস্তার উপরে কাঠের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে রেজিনগর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

 Pranab Kumar Banerjee

বছরের প্রথম দিনে গঙ্গায় বড় দুর্ঘটনা, নবদ্বীপে যা ঘটল, শুনলে মন খারাপ হয়ে যাবে

নবদ্বীপ: বছরের প্রথম দিন নদিয়ার নবদ্বীপে ভাগীরথী নদীতে স্নান করতে নেমে মৃত্যু হল দ্বাদশ শ্রেণীর ছাত্রের। বাংলা বছরের প্রথম দিনে ভাগীরথী নদীতে স্নান করতে আসেন পুন্যার্থীরা।

শুধু নববর্ষই নয়, পুণ্যার্থীদের গঙ্গাস্নান চলে গাজন ও নীলের পুজোর দিন থেকে। তবে নববর্ষের দিন পুন্যার্থীদের বাড়তি ভিড় লক্ষ্য করা যায় নবদ্বীপের গঙ্গার ঘাটগুলিতে।

আরও পড়ুন- ৩১-এর সুন্দরী যুবতী অভিনেত্রী! হয়ে গেলেন ‘কল গার্ল’? মন খুলে বললেন,‘আমি খুশি’

এবার বাংলা বছরের প্রথম দিনেই নবদ্বীপের ভাগীরথী নদীতে বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে মৃত্যু হল এক দ্বাদশ শ্রেণীর ছাত্রের। ঘটনায় নিখোজ আরও একজন। নিখোজের খোঁজে তল্লাশি শুরু করেছেন বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা।

ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের নয়ন তারা ঘাটে। ভাগীরথী নদীতে নেমেছিল দুই কিশোর। স্থানীয় সূত্রে খবর, সকালে ফুটবল খেলার পর আট বন্ধু মিলে ভাগীরথী নদীতে স্নান করতে যায়।

তাদের মধ্যে চার বন্ধু নদীতে স্নান করতে নামলে দুজন তলিয়ে যায়। অপর দুই বন্ধু তাদের বাঁচাতে চেষ্টা করলেও ব্যর্থ হয়। এর পর খবর দেওয়া হয় নবদ্বীপ থানায়।

আরও পড়ুন- পয়লা বৈশাখ মানেই মিষ্টি, হালখাতা! আরও এক নতুন দায়িত্ব জুড়ে গেল এবার: তৃণা

নবদ্বীপ থানা থেকে বিপর্যয় মোকাবিলা দফতরে খবর দিলে তারা এসে তল্লাশি শুরু করে। আদিজিত পাল নামে একজনের দেহ উদ্ধার করে নবদ্বীপের জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। আরেক নিখোঁজ কিশোর কৌস্তব পালকে খুঁজতে তল্লাশি শুরু করেছেন বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা।

Mainak Debnath

Traditional Fair: এখানেই পাতালে প্রবেশ করেছিলেন মা গঙ্গা! চক্রতীর্থের নন্দার মেলায় স্নানের হিড়িক

দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণবঙ্গের হেরিটেজ সাইট চক্রতীর্থে শুরু হল ঐতিহাসিক নন্দার মেলা। আদি গঙ্গায় পূণ্যস্নান উপলক্ষে প্রতিবছর চৈত্র মাসের অমাবস্যার পূণ্যতিথিতে এই স্নান অনুষ্ঠিত হয়। লক্ষ লক্ষ পূণ্যার্থীর আগমনে পরিপূর্ণ হয়ে ওঠে এই মেলা।

ঐতিহাসিক দিক থেকে বিচার করলে এই মেলার গুরুত্ব অপরিসীম। কথিত আছে, মা গঙ্গাকে ভগীরথ যখন সমতলে নিয়ে আসছিলেন সেই সময় এখানে মা গঙ্গার পাতাল প্রবেশ ঘটে। পরে ভগীরথ আবার ধ্যানমগ্ন হলে মা গঙ্গা এখানেই তাঁর হাতের চক্র তুলে ধরেন। সেই থেকে এলাকার নাম হয়ে যায় চক্রতীর্থ। পাশেই চক্রতীর্থ মহাশ্মশান।

আর‌ও পড়ুন: সুকান্তর এইমসের পাল্টা বিপ্লবের মেডিকেল কলেজ, স্বাস্থ্যের ‘স্বাস্থ্য উদ্ধার’ ঘিরে তর্জায় দু’পক্ষ

এখানেই বসে মেলা। এই মেলা প্রতিবছর মিলন মেলায় পরিণত হয়। মেলা উপলক্ষে গঙ্গা আরতির আয়োজনও করা হয়। এই বছর‌ও তার কোনও ব্যাতিক্রম হয়নি। রকমারি জিনিসপত্র থেকে শুরু করে হাতের কাজের জিনিস, মিষ্টি দোকান সবই থাকে এই মেলায়।

মেলা চলাকালীন অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি চালানো হয় যাতে কোন‌ওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। রায়দিঘি ও মথুরাপুর থানার উদ্যোগে চলে যৌথ নজরদারি। সব কিছু এই কয়েকটি দিন প্রকৃত অর্থে মিলনমেলায় পরিণত হয়ে ওঠে চক্রতীর্থ এলাকা।

নবাব মল্লিক

Viral Video: মাঝগঙ্গায় সাঁতার কাটছে ওটা কী? দেখতে ভিড় নদীর পাড়ে! দেখুন ভিডিও!

মাঝেমধ্যেই মাঝ গঙ্গায় সাঁতার কাটছে। কখনও কখনও একেবারে নদীর কিনারায় এসে বসে থাকছে। শুধুমাত্র একটি জায়গায় সীমাবদ্ধ নয়, গঙ্গা নদীর এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াচ্ছে বিশাল একটি জন্তু।

Bizzare: গঙ্গা-যমুনা নদীর মধ্যেকার জমি তাঁর, আজব দাবি নিয়ে কোর্টে, তারপর…

Bizzare: গঙ্গা-যমুনা নদীর নতুন বংশধর! এমন আজবই কার্যত দাবি৷ এক ব্যক্তি গঙ্গা ও যমুনা নদীর মধ্যেকার জমিকে নিজের দাবি করে কোর্টের দ্বারস্থ হন৷ এদিকে দিল্লি হাইকোর্ট এই আজব কেসের শেষে ওই ব্যক্তিকেই টাকা জরিমানা ধার্য করলেন৷ দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch bangla news video)৷

Bengali News: ট্রিপিল ‘R’-এর কামাল, এই পুরসভার কাউন্টারে গরিবদের জন্য আছে সবকিছু

হুগলি: রিডিউস, রিসাইকেল ও রিইউজ ইংরেজির এই তিন আর (R)-এর সংমিশ্রনে এক অভিনব পদক্ষেপ নিয়েছে বৈদ্যবাটি পুরসভা। সেখানে একটি কাউন্টার তৈরি করা হয়েছে, যেখানে দুঃস্থরা এসে তাঁদের প্রয়োজন মত সমস্ত পুরনো সামগ্রী নিতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। এর নাম দেওয়া হয়েছে ‘R-R-R কাউন্টার’।

আরও পড়ুন: ছৌ এবার ডাকটিকিটে, বিরল স্বীকৃতি গম্ভীর সিং মুড়াকে

স্বচ্ছ ভারত মিশনের লক্ষ্যের কথা মাথায় রেখে পরিবেশ ও গঙ্গা দূষণ কমাতে ও বর্জ্য পদার্থ পুনঃব্যবহার করতে এই উদ্যোগ। স্বচ্ছ ভারত অভিযান ২.০-কে মান্যতা দিয়ে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বৈদ্যবাটি পুরসভা। পুর কর্তৃপক্ষ এলাকার বাড়ি বাড়ি থেকে পুরনো জামাকাপড় ও বিভিন্ন জিনিস সংগ্রহ করে এনে এই কাউন্টারে রাখছে। সেখান থেকে নিজেদের প্রয়োজন মত জিনিস সংগ্রহ করতে পারছেন গরিব ও দুঃস্থরা।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এই বিশেষ কাউন্টারে থাকছে পুরনো জামাকাপড়, বাচ্চাদের খেলনা ও দৈনন্দিন সামগ্রী সবকিছু। সম্প্রতি বৈদ্যবাটি পুরসভা কেন্দ্রীয় সরকারের থেকে স্বচ্ছ শহরের তকমা পেয়েছে। তারপরই আরও এক ধাপ এগিয়ে বর্জ্য পদার্থ মুক্ত শহর গড়তে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়ে বলতে গিয়ে পুরপ্রধান পিন্টু মাহাত জানান, প্রথমে ভ্রাম্যমান গাড়িতে করে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করা হয়, সবাই যেন বাড়ির অপ্রয়োজনীয় সামগ্রী গঙ্গায় বা ডাস্টবিনে না ফেলে সাফাই কর্মীদের হাতে তুলে দেন। সেগুলোই তারপর বিশেষ প্রক্রিয়া অনুসরণ করে এই কাউন্টারে রাখা হচ্ছে। যা গরিবের অন্যতম সম্বল হয়ে দাঁড়িয়েছে।

রাহী হালদার

Ganga pollution in West Bengal: মানুষের মলে পাওয়া যায়, এখন কিলবিল করছে বাংলার গঙ্গায়! পুরোটা জানলে গা গুলোবে

স্নানেরই অযোগ্য পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত গঙ্গা নদীর জল৷ এমনই সতর্কবার্তা দিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে মোটা জরিমানার হুঁশিয়ারি দিল জাতীয় পরিবেশ আদালত বা ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল (এনজিটি)৷
স্নানেরই অযোগ্য পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত গঙ্গা নদীর জল৷ এমনই সতর্কবার্তা দিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে মোটা জরিমানার হুঁশিয়ারি দিল জাতীয় পরিবেশ আদালত বা ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল (এনজিটি)৷ ছবি- পিটিআই
এনজিটি-র নির্দেশে বলা হয়েছে,অপরিশোধিত নিকাশী নালার জল এবং বর্জ্য মিশেই পশ্চিমবঙ্গে গঙ্গার জলে দূষণের মাত্রা এতটাই বেড়ে গিয়েছে যে তাতে স্নান করাই বিপজ্জনক৷
এনজিটি-র নির্দেশে বলা হয়েছে,অপরিশোধিত নিকাশী নালার জল এবং বর্জ্য মিশেই পশ্চিমবঙ্গে গঙ্গার জলে দূষণের মাত্রা এতটাই বেড়ে গিয়েছে যে তাতে স্নান করাই বিপজ্জনক৷
জাতীয় পরিবেশ আদালত জানিয়েছে, পশ্চিমবঙ্গে গঙ্গার জলে যে ব্যাক্টেরিয়ার অস্তিত্ব অত্যাধিক মাত্রায় মিলেছে, তা সাধারণত মানুষের মলে পাওয়া যায়৷
জাতীয় পরিবেশ আদালত জানিয়েছে, পশ্চিমবঙ্গে গঙ্গার জলে যে ব্যাক্টেরিয়ার অস্তিত্ব অত্যাধিক মাত্রায় মিলেছে, তা সাধারণত মানুষের মলে পাওয়া যায়৷
প্রতিদিন এ রাজ্যে গঙ্গার জলে প্রায় ২৫ কোটি লিটার অপরিশোধিত নিকাশী নালার জল মিশছে বলেও জানিয়েছে জাতীয় পরিবেশ আদালত৷
প্রতিদিন এ রাজ্যে গঙ্গার জলে প্রায় ২৫ কোটি লিটার অপরিশোধিত নিকাশী নালার জল মিশছে বলেও জানিয়েছে জাতীয় পরিবেশ আদালত৷
অতীতে সতর্কবার্তার পর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জমা দেওয়া রিপোর্ট পর্যালোচনা করেই এই নির্দেশ দিয়েছে জাতীয় পরিবেশ আদালত৷
অতীতে সতর্কবার্তার পর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জমা দেওয়া রিপোর্ট পর্যালোচনা করেই এই নির্দেশ দিয়েছে জাতীয় পরিবেশ আদালত৷ ছবি- পিটিআই
হাওড়া, উত্তর চব্বিশ পরগণা, মুর্শিদাবাদ, নদিয়া, মালদহ, হুগলি, পূর্ব বর্ধমান, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগণার জেলাশাসকরা এই রিপোর্ট তৈরি করে জাতীয় পরিবেশ আদালতে জমা দিয়েছিলেন৷
হাওড়া, উত্তর চব্বিশ পরগণা, মুর্শিদাবাদ, নদিয়া, মালদহ, হুগলি, পূর্ব বর্ধমান, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগণার জেলাশাসকরা এই রিপোর্ট তৈরি করে জাতীয় পরিবেশ আদালতে জমা দিয়েছিলেন৷
জেলাশাসকদের জমা দেওয়া রিপোর্টেই স্বীকার করে নেওয়া হয়েছে, এ রাজ্যে অধিকাংশ জায়গাতেই দূষিত নিকাশী জল পরিশোধনের পর্যাপ্ত পরিকাঠামো নেই৷
জেলাশাসকদের জমা দেওয়া রিপোর্টেই স্বীকার করে নেওয়া হয়েছে, এ রাজ্যে অধিকাংশ জায়গাতেই দূষিত নিকাশী জল পরিশোধনের পর্যাপ্ত পরিকাঠামো নেই৷
পশ্চিমবঙ্গে গঙ্গা দূষণ রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়, সেক্ষেত্রে মোটা জরিমানারও হুঁশিয়ারি দিয়েছে জাতীয় পরিবেশ আদালত৷
পশ্চিমবঙ্গে গঙ্গা দূষণ রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়, সেক্ষেত্রে মোটা জরিমানারও হুঁশিয়ারি দিয়েছে জাতীয় পরিবেশ আদালত৷

Bengali News: দাদুর পারলৌকিক কাজ করতে এসে গঙ্গায় তলিয়ে গেল নাতি

নদিয়া: দাদুর পারলৌকিক কাজ করতে এসে গঙ্গায় তলিয়ে গেল নাতি। ১৩ বছরের কিশোর বাবুসোনা ঘোষের সন্ধানে শুরু হয়েছে তল্লাশি অভিযান। স্থানীয়রা প্রাথমিকভাবে উদ্ধার কাজ শুরু করেন। পরে খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও।

আরও পড়ুন: নিজের পায়ে দাঁড়াতে গিয়ে এই মহিলা যা করলেন জানলে অবাক হতে বাধ্য

এই দুঃখজনক ঘটনাটি ঘটেছে ফুলিয়া বয়রা গঙ্গার ঘাটে। জানা গিয়েছে, দাদুর ঘাট কাজ করবার পর স্নান করতে নেমেছিলেন বাড়ির অনেকেই। সেই সময়ই ঘটে বিপত্তি। তলিয়ে যাওয়ার সময় পরিবারের দু’জনকে উদ্ধার করা গেলেও বাবুসোনা নামে ওই কিশোর তলিয়ে যায়। তারই খোঁজে তল্লাশি শুরু করেছে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফুলিয়া ফাঁড়ির পুলিশ, খবর দেওয়া হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরকে।

সূত্রের খবর, বীরনগর মধুগাছি পাড়ার বাসিন্দা অষ্টম শ্রেণির ছাত্র বাবুসোনা ঘোষ। বাড়ির অন্যান্যদের মতো মাথা ন্যাড়া করার পর ওই কিশোর সকলের সঙ্গেই গঙ্গায় স্নান করতে নেমেছিল। স্থানীয় বাসিন্দাদের থেকে জানা গিয়েছে, জলের গভীরতা বুঝতে না পারতেই হঠাৎই সে তলিয়ে যায়।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

উল্লেখ্য শান্তিপুরের ভাগীরথী নদীতে এর আগেও অনেকে গঙ্গায় তলিয়ে গিয়েছে। তার কারণ হিসেবে অনেক সময় দেখা যায় গঙ্গার গভীরতা বুঝতে না পেরে অনেকেই অসাবধানতাবশত স্নান করতে করতে গঙ্গার পাড় থেকে খানিকটা দূরে চলে যান। আর তখনই ঘটে বিপত্তি। প্রশাসন থেকে একাধিকবার সতর্ক করা হলেও স্থায়ী কোনও সমাধান এখনও পর্যন্ত হয়ে ওঠেনি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

মৈনাক দেবনাথ

মাঝ গঙ্গায় এ কী ঘটছে! চিন্তায় ঘুম উড়ল বহু মানুষের

নদিয়ার কল্যাণী ব্লকের মাঝেরচর এলাকায় দীর্ঘ কয়েকশো মিটার এলাকা জুড়ে গঙ্গার বুকে নতুন করে চর গজিয়ে উঠেছে।