এক রাষ্ট্র এক নির্বাচন বিলে সায় প্রধানমন্ত্রীর- Photo- Representative

One Nation, One Election: কেন্দ্রের ছাড়পত্র ‘ওয়ান নেশন, ওয়ান ইলেকশন’-এ মোদির গ্রিন সিগন্যালের পর এবার সংসদে পেশ হবে শীতকালীন অধিবেশনে

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্ত্রিসভা বুধবার ‘One Nation, One election’ প্রস্তাবে সম্মতি দিয়েছে৷  যার লক্ষ্য লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলির নির্বাচনগুলিকে একক তফসিলের সঙ্গে সমন্বিত করা। সূত্রের খবর, সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে ‘ওয়ান নেশন, ওয়ান ভোট’ বিল পেশ হতে পারে।

প্রাক্তন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের নেতৃত্বে একটি উচ্চ-স্তরের প্যানেল প্রস্তাবটি অনুমোদন করার পরে এই বিলটি নিয়ে কাজ হয়েছে। ‘এক রাষ্ট্র, এক নির্বাচন’ ধারণাটি সারা দেশে একযোগে নির্বাচন আয়োজন করা বোঝায়৷ যার অর্থ হল, লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলির নির্বাচন একইসঙ্গে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন – Phul Sojja: ফুলশয্যার রাত শেষ হতেই ভাঙল সব মোহ, শাশুড়ি জানালেন তাঁর ছেলের ‘এই’ গুণের কথা, শুনেই বউ অজ্ঞান

‘ওয়ান নেশন, ওয়ান ভোট’ ধারণাটি প্রথম প্রস্তাব করা হয়েছিল ১৯৮০-র দশকে। বিচারপতি বিপি জীবন রেড্ডি-র নেতৃত্বাধীন আইন কমিশন ১৯৯৯ সালের মে মাসে তাঁর ১৭০ তম প্রতিবেদনে বলেছিল যে “আমাদের অবশ্যই সেই পরিস্থিতিতে ফিরে যেতে হবে যেখানে লোকসভা এবং সমস্ত বিধানসভার ভোট একবারে অনুষ্ঠিত হয়”।