বিশাল আকৃতির উল্কা কালী

Kali Puja 2024: ৫৫ ফিট উঁচু মূর্তি! উত্তরবঙ্গের বৃহত্তম কালীর মূর্তি দেখতে উপচে পড়ে ভিড়

মালদহ: বিশাল আকারের কালীর প্রতিমা। মন্ডপের বাইরে থেকে দেখলে শুধুমাত্র দেবির পায়ের দেখা মিলবে। মন্ডপের ভেতরে প্রবেশ করলেও মাথা উঁচু করে দেখতে হবে দেবির মুখ।

মালদহের সব থেকে উঁচু কালী প্রতিমা এটি। উদ্যোক্তাদের কথায় শুধুমাত্র মালদহ নয়, মালদহের শোভানগর উল্কা কালী উত্তরবঙ্গের বৃহত্তম। এই বছর উল্কা কালীর উচ্চতা প্রায় ৫৫ ফুট। এত বড় কালীর প্রতিমা আর নেই উত্তরবঙ্গের কোনও জেলায়।

আরও পড়ুন: বাজি কিনে ফেরার পথে কলকাতায় মর্মান্তিক পথ দুর্ঘটনা! মৃত দাদা, আশঙ্কাজনক ভাই

উদ্যোক্তারা বললেন, প্রতি বছর এই কালী প্রতিমার উচ্চতা একটু একটু করে বৃদ্ধি করা হয়। নিয়ম মেনেই একটু করে দেবী মূর্তির উচ্চতা বৃদ্ধি করাই এই বছর এই মূর্তির উচ্চতা গিয়ে দাঁড়িয়েছে ৫৫ ফুট। বিশাল আকার এই কালী প্রতিমা দেখতে জেলা ও জেলার বাইরে থেকে বহু মানুষ ভিড় করেন। পুজো কমিটির সদস্য অভিজিৎ ঝাঁ বলেন, নিয়ম মেনেই প্রতিবছর দেবী মূর্তির উচ্চতা বৃদ্ধি হয়। সম্ভবত উত্তরবঙ্গের সবচেয়ে বড় কালী মূর্তি আমাদের উল্কা কালী। এবছর উচ্চতা ৫৫ ফুট। দূর দূরান্ত থেকে বহু মানুষ আছেন পুজা উপলক্ষে। পুজো উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন: ফের ট্রেন দুর্ঘটনা! লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেনের দুটি কামরা, ব্যস্ত সময়ে যাত্রীদের ভোগান্তি

মালদহের ইংরেজবাজার ব্লকের শোভাগর গ্রামের উল্কা কালীপুজো এই বছর ৪৩ তম বর্ষ। কালী পুজা উপলক্ষে সাত দিনব্যাপী চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে থাকেন পুজা উদ্যোক্তারা। শুধুমাত্র মালদহ জেলা নয় উল্কা কালীর বিশাল প্রতিমা দেখতে জেলা ও জেলার বাইরে থেকে প্রচুর ভক্ত এখন ভিড় করছেন। এই বছর এই পুজোর বাজেট প্রায় ৮ লক্ষ টাকা।বিশাল আকারের এই কালী প্রতিমা অন্যান্য মাটির প্রতিমার মতোই তৈরি করা হয়। প্রথমে বাঁশের কাঠামো তৈরি করা হয়। তারপর খড় দিয়ে তৈরি করা হয় দেবীর কাঠামো। তার ওপর মাটির প্রলেপ দিয়ে তৈরি হয় প্রতিমা। মাটি দিয়ে এই প্রতিমা তৈরি হওয়ায় দর্শনার্থীদের কাছে আকর্ষণীয়।