OnePlus CE4 Lite-এর ক্যামেরা সেটআপ: OnePlus CE4 Lite-এ 50MP প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে, যাতে রয়েছে Sony LYT-600 সেন্সর, CAF এবং PDAF অটোফোকাস সিস্টেম। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সমর্থিত। এতে রয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ-অ্যাসিস্ট ক্যামেরা। OnePlus-এর এই হ্যান্ডসেটে 16 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।

ভারতে লঞ্চ হল OnePlus Nord CE 4, ৪ এপ্রিল থেকে বিক্রি শুরু, দেখে নিন দাম এবং ফিচার

OnePlus Nord CE 4: সোমবার ভারতের বাজারে লঞ্চ হল OnePlus Nord CE 4। না, এপ্রিল ফুল নয়, সত্যিই হয়েছে। লেটেস্ট Nord CE মিড-রেঞ্জ 5G ফোন হাতে নিলে যে কারও ফোন আপগ্রেড করতে মন চাইবে। এতে রয়েছে ভাল ক্যামেরা, পরিচ্ছন্ন সফটওয়্যার এবং দ্রুত চার্জিং বৈশিষ্ট্য। এছাড়াও ইউজার অ্যান্ড্রয়েড ১৪ পাচ্ছেন এবং একাধিক ওএস আপডেট সমর্থনও করবে।

ভারতে OnePlus Nord CE 4-এর দাম: ভারতে OnePlus Nord CE 4-এর বেস 8GB + 128GB মডেলের দাম ২৪,৯৯৯ টাকা। 8GB + 256GB ভ্যারিয়েন্টের দাম পড়বে ২৬,৯৯৯ টাকা। ৪ এপ্রিল থেকে দেশের যে কোনও প্রান্তে Nord CE 4 কিনতে পারবেন গ্রাহক।

OnePlus Nord CE 4-এর ফিচার: OnePlus Nord CE 4-এ 120Hz রিফ্রেশ রেট স্ক্রিন সহ 6.7 ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে। অর্থাৎ ইউজার ফোনে যা করবেন ডিসপ্লে নিজে থেকে তার সঙ্গে খাপ খাইয়ে নেবে। 8GB RAM এবং 256GB স্টোরেজ সহ Snapdragon 7 Gen 3 চিপসেট চালিত Nord CE 4-এ মাইক্রোএসডি কার্ডেও লাগাতে পারবেন ইউজার।

এখন রিলসের যুগ। ফোন কেনার সময় তাই ক্যামেরার ক্ষমতা দেখা হয় সর্বাগ্রে। কোম্পানিগুলো ফোনে নিত্যনতুন ক্যামেরা নিয়ে আসছে। তবে OnePlus Nord CE 4 ক্যামেরা যুদ্ধে আগ্রহী নয়। তারা পিছনে দুটো সেন্সর দিয়েছে। একটা 50MP সেন্সর অন্যটা 8MP আলট্রা ওয়াইড লেন্স। আর সামনে দেওয়া হয়েছে 16 MP শুটার।

OnePlus আরও দুটি OS আপডেট এবং তিন বছরের সিকিউরিটি আপডেট-সহ OxygenOS 14 সংস্করণ অফার করছে। পাশাপাশি এতে রয়েছে 5500mAh ব্যাটারি প্যাক যা 100W স্পিডে ফোন চার্জ করবে। OnePlus-এর Nord সিরিজে এই প্রথম 100W চার্জিং স্পিড দেওয়া হল। ফোনের ফ্ল্যাট ডিসপ্লে এবং লাইটওয়েট ডিজাইন রয়েছে। ফলে ইউজাররা এক হাতে ফোন ব্যবহার করতে পারবেন।

ভারতে মূলত Nothing Phone 2a, Redmi Note 13 Pro এবং Realme 12 Pro-র সঙ্গে প্রতিযোগিতা হবে OnePlus Nord CE 4-এর।