অনলাইনে নয় অফলাইনে মিলছে বড় ছাড়

Durga Pujo Offers 2024: কম্বো অফারে মন জয়, অনলাইন কায়দায় পুজোর আগে ক্রেতা টানছে এখানকার ব্যবসায়ীরা

দক্ষিণ ২৪ পরগনা: বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গা পুজোতে ছোট থেকে বড় সবারই নতুন জামা কাপড় পরতেই হবে । পুজো মানে নতুন জামা খাওয়া দাওয়া একটু ঘোরাঘুরি এই কটা দিন আনন্দে গা ভাসিয়ে দেওয়া।

আরও পড়ুন: ভেঙে পড়ল একের পর এক বাড়ি, টানা ১৫ দিন জলের তলায় গ্রাম! ক্ষোভ বাড়ছে স্বরূপনগরে
দুর্গাপুজোর বাকি আর মাত্র কয়েকটা দিন। এরই মধ্যে জমে উঠেছে কেনাকাটা। প্রতিবছরই দুর্গাপুজো ঘিরে শপিংমল থেকে বিভিন্ন বাজারে রেডিমেড দোকান গুলিতে বাড়তি চাপ। এবারও তার ব্যতিক্রম ছিল না। ব্র্যান্ড ও নন-ব্র্যান্ড আবহাওয়া বিবেচনায় নিয়ে এসেছে নিত্য-নতুন সব পোশাক। আর তাই এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে, অনলাইনে কেনাকাটা করতে ডিসকাউন্ট অফারের জন্য।

আরও পড়ুন:একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, পুজোতেও দুর্যোগের আশঙ্কা! আবহাওয়ার বড় খবর

অনলাইনে নয় অফলাইনে লোভনীয় ছাড়ে কেনাকাটা শুধু আর অন্যদিকে এই অফলাইনে কেনাকাটাতে চলছে বড়সড় অফার কোথাও নামী ব্র্যান্ডের প্যান্ট কিনলে মিলছে জামা ফ্রি! আর তাই দক্ষিণ ২৪ পরগনার জয়নগর শহরতলীতে পোশাকের দোকানগুলিতে পুজোর বাজারের ঝোঁক দেখা যাচ্ছে। সব মিলিয়ে দক্ষিণ ২৪ পরগনা বারুইপুর জয়নগর দক্ষিণ বারাসাত ছোট মাঝারি দোকানদার সর্বত্র পুজোর মুখে ব্যবসা ভাল হবে বলেই মনে করছেন। কারণ এই সমস্ত এলাকায় সহজে যাতায়াতের সুযোগ রয়েছে। তাই ক্রেতাদের বড় অংশ ছুটে আসছেন তাদের মধ্যে নামী সংস্থার অসংখ্য জামাকাপড় ছড়াছড়ি এখানে একই ছাদের তলায় মিলছে মহিলা পুরুষ এবং ছোটদের জামা কাপড়ের প্রচুর সম্ভার। তাই অনলাইনেই নয় অফলাইনে নামী ব্যান্ডের জামাকাপড় সঙ্গে অফলাইনে মিলছে দারুণ সব ধরনের অফার তাই কেনাকাটার জোর বেড়েছে এই সমস্ত রেডিমেড দোকানগুলিতে।

সুমন সাহা