সিনিয়র ছাত্র ক্লাস নিচ্ছে স্কুলে

Malda News: শিক্ষক নেই, উঁচু ক্লাসের দাদারাই পড়াচ্ছে নীচু ক্লাসে! বেহাল জেলার এই স্কুল

মালদহ: ক্লাস এইটের পড়ুয়া ক্লাস নিচ্ছে ফাইভ, সিক্সের। একদিন দুই দিন নয়, নিয়মিত সিনিয়রদের ক্লাস নিতে হচ্ছে জুনিয়রদের। স্কুলের বেশ কয়েকজন সিনিয়র ছাত্র এখন শিক্ষকের ভুমিকায়। তারা ক্লাস নিলেই পড়াশোনা হয়। নয়তো ক্লাস হয়না স্কুলে। কারণ স্কুলে একজন মাত্র শিক্ষক। ক্লাস এইটের ছাত্র জিতেন সিং বলে, আমাদের স্কুলে একজন শিক্ষক। তাই আমরা ফাইভ সিক্সের ক্লাস নিই। প্রতিদিন আমাদের ক্লাস নিতে হয়।

মালদহের হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের মহেন্দ্রপুর পঞ্চায়েতের গাংনদিয়া বাংরুয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত এই কেন্দ্রটিতে মোট ৮১ জন পড়ুয়া রয়েছে। শিক্ষক রয়েছেন একজন। যার কাঁধে দায়িত্ব রয়েছে চারটি শ্রেণির পড়ুয়াদের ক্লাস নেওয়ার পাশাপাশি মিড ডে মিলের বাজার ও অফিসের সমস্ত কাজ সামলানোর। ফলে একটি ক্লাস নিতে গেলে যেমন অন্য ক্লাস ফাঁকা থাকছে। তেমনি মিড ডে মিল সহ স্কুল পরিচালনার জন্য কাগজ সামলাতে গেলেও ফাঁকা থাকছে ক্লাস। শিক্ষা দফতরের নিয়ম মত ছয়জন শিক্ষক থাকার কথা কথা এই স্কুলে।

আরও পড়ুন: হুবহু লিচুর মতো দেখতে, কিন্তু লিচু নয়…! চিনির মতো মিষ্টি, একবার খেলে বারবার চাইবেন, কোথায় পাবেন?

একজন শিক্ষকের মৃত্যু হয়েছে। বাকীরা অবসর নিয়েছেন। এরপর আর শিক্ষক নিয়োগ হয় নি। স্কুল চালু রাখার জন্য সিনিয়রদের দিয়ে জুনিয়রদের ক্লাস করায়। এই ভাবেই চেষ্টা করছি স্কুলটি চালু রাখার। ২০০১ সাল থেকে ছয়জন শিক্ষক নিয়ে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রটির পথ চলা শুরু হয়। ২০০৩ সালে সরকারি অনুমোদন পায় স্কুলটি। সে সময় দু’জন শিক্ষকের বেতন চালু হয়। এরপর ধাপে ধাপে ছয়জন শিক্ষকের নিয়োগ হয়। এক শিক্ষক মারা যান ও বাকি চারজন শিক্ষক ধীরে ধীরে অবসর নেন। তারপর অর্থাৎ ২০২২ সাল থেকে আর কোনও শিক্ষক নিয়োগ হয়নি প্রতিষ্ঠানটিতে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

হরষিত সিংহ