মনোহরপুর রাজবাড়ি

Weekend tours from Kolkata: ঘুরতে ভালবাসেন? এক দিনের ছুটিতে ঘুরে আসুন এই জায়গা থেকে

ঘুরতে ভালোবাসেন? সপ্তাহের ব্যস্ত সিডিউল থেকে নিজেকে একটু সময় দিয়ে ঘুরে দেখতে পারেন ইতিহাসের নানা নিদর্শন।
ঘুরতে ভালোবাসেন? সপ্তাহের ব্যস্ত সিডিউল থেকে নিজেকে একটু সময় দিয়ে ঘুরে দেখতে পারেন ইতিহাসের নানা নিদর্শন।
মেদিনীপুর শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে রয়েছে ইতিহাসের অনন্য দলিল।মেদিনীপুর শহর থেকে মাত্র ৭০ কিলোমিটার দূরে বাংলা ও ওড়িশা সীমান্ত এলাকা দাঁতনের মনোহরপুরে রয়েছে প্রাচীন রাজবাড়ী।
মেদিনীপুর শহর থেকে মাত্র ৭০ কিলোমিটার দূরে বাংলা এবং ওড়িশা সীমানা এলাকা দাঁতনের মনোহরপুরে রয়েছে এই প্রাচীন রাজবাড়ি, যা ইতিহাসের অনন্য দলিল।
সপ্তাহান্তে নিজেদের কর্মব্যস্ততা থেকে নিজেকে মুক্তি দিতে ঘুরে দেখতে পারেন ইতিহাসের অন্যতম এই নিদর্শন।ইতিহাসের পাতা ঘাটলে দেখা যায়, মনোহরপুর রাজবাড়ির ইতিহাসজুড়ে আছে অগাধ কিংবদন্তী।
সপ্তাহান্তে নিজেদের কর্মব্যস্ততা থেকে নিজেকে মুক্তি দিতে ঘুরে দেখতে পারেন ইতিহাসের অন্যতম এই নিদর্শন।
এখনও রয়েছে রাজবাড়ী, রয়েছে নাট্যশালার ভগ্নাবশেষ। দিন শেষে ঘোরার দারুন জায়গা।
এখনও রয়েছে রাজবাড়ি, রয়েছে নাট্যশালার ভগ্নাবশেষ। ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে বোবা ইমারত।
বাস কিংবা ট্রেন পথে আসা যাবে এখানে। কলকাতা থেকে ট্রেনে এলে নামতে হবে বেলদা কিংবা দাঁতন স্টেশনে সেখান থেকে ছোট গাড়ি কিংবা টোটো ধরে আসা যাবে মনোহরপুর রাজবাড়িতে। বাসে এলে বেলদা হয়ে ওড়িশার পথে ৬০ নম্বর জাতীয় সড়কে মনোহরপুর বাস স্ট্যান্ড থেকে সামান্য কিছুটা গেলেই পড়বে রাজবাড়ী। গুগল লোকেশন: https://maps.app.goo.gl/vvdRfek7Gwrcbt2R6
বাস কিংবা ট্রেন পথে আসা যাবে এখানে। কলকাতা থেকে ট্রেনে এলে নামতে হবে বেলদা কিংবা দাঁতন স্টেশনে। সেখান থেকে ছোট গাড়ি কিংবা টোটো ধরে আসা যাবে মনোহরপুর রাজবাড়িতে। বাসে এলে বেলদা হয়ে ওড়িশার পথে ৬০ নম্বর জাতীয় সড়কে মনোহরপুর বাস স্ট্যান্ড থেকে সামান্য কিছুটা গেলেই পড়বে রাজবাড়ী।গুগল লোকেশন: https://maps.app.goo.gl/vvdRfek7Gwrcbt2R6