বর্ধমান শ্রাবণী মেলা 

East Bardhaman News: জমজমাট বর্ধমানের শ্রাবণী মেলা, উপচে পড়ছে ভিড় 

পূর্ব বর্ধমান : বর্ধমান শহরে চলছে শ্রাবণী মেলা। প্রতিদিন ঢল নামছে বহু মানুষের। বিনোদনের ব্যবস্থা থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস,এই মেলায় রয়েছে সব কিছুই। প্রতি বছরের মতএই বছরও আয়োজিত হয়েছে এই মেলা। প্রতিদিন যেখানে ভিড় করছেন বর্ধমান ও পার্শ্ববর্তী এলাকার বহু মানুষ। বর্ধমান শহরের উৎসব ময়দানে বসেছে এই মেলা। যেখানে রয়েছে একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে খাবার, বিনোদন ইত্যাদির স্টল। শ্রাবণী মেলায় বসেছে আসবাব পত্রের স্টলও। পাশাপাশি রয়েছে মহিলাদের পোশাক , সাজসজ্জার বিভিন্ন জিনিস।

এম কে এন্টারপ্রাইজ নামক এক সংস্থার তরফে এই মেলার আয়োজন করা হয় বলে জানা গিয়েছে। মেলা প্রসঙ্গে এম কে এন্টারপ্রাইজের ম্যানেজার জানান, “বহু বছর ধরে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। শান্তিপূর্ণ ভাবে এবং খুব ভাল ভাবে এই মেলা অনুষ্ঠিত হয়। বর্ধমানের মানুষ এই মেলার জন্য অপেক্ষায় থাকেন।” বিগত তিন দশকেরও বেশি সময় ধরে বর্ধমান শহরে আয়োজন করা হয় শ্রাবণী মেলার। অন্যদিকে এই মেলার জন্য শহরবাসী অধির আগ্রহে অপেক্ষা করে বলে মত আয়োজক সংস্থার ম্যানেজারের।

আরও পড়ুন : পুজোর মালা তৈরি করে পড়াশোনার খরচ জোটাচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থী কিশোরী

বিভিন্ন ধরনের খাবার এর পাশাপাশি এই মেলায় রয়েছে বিভিন্ন ধরনের বিনোদনের ব্যাবস্থা। বাচ্চাদের মনোরঞ্জনের জন্যও রয়েছে আলাদা বন্দোবস্ত। এই দিন নিজের বাচ্চাকে সঙ্গে করে শ্রাবণী মেলায় ঘুরতে আসা গঙ্গা মন্ডল নামের এক মহিলা এই মেলা প্রসঙ্গে বলেন,”খুবই ভালো লাগে। আমরা এই এক মাসের জন্য এক বছর ধরে অপেক্ষা করি। ভীষণ ভালো লাগে। পুজোর আগে এই মেলা হয়।পুজোর জন্য অনেক কিছু জিনিসপত্র কেনাকাটাও এখান থেকেই হয়ে যায়।”

আরও পড়ুন : রাস্তায় নেচে অর্থ উপার্জন করেন বর্ধমানের অরুণ, কারণ জানলে মুগ্ধ হবেন আপনিও

১০ টাকা টিকিট মূল্যের বিনিময়ে প্রবেশ করা যাবে শ্রাবণী মেলায়। প্রতিদিন বিকেল সাড়ে তিনটে থেকে রাত সাড়ে নটা অবধি খোলা থাকছে এই মেলা।তবে ছুটির দিনে রাত দশ টা পর্যন্ত এই মেলা খোলা থাকছে। আগস্ট মাসের ৩১ তারিখ পর্যন্ত চলবে এই মেলা।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F 

তবে মেলার দিন সংখ্যা আরও কিছুটা বাড়ানোর প্রচেষ্টা করা হচ্ছে বলে জানা গিয়েছে।

বনোয়ারীলাল চৌধুরী