জলের তলে জমি

Birbhum News: জলের তলায় ধানের জমি, চিন্তায় ঘুম উড়েছে চাষীদের!

বীরভূম:  লাগাতার তিনদিন প্রবল বৃষ্টিতে  জলমগ্ন বীরভূম।প্রায় সব নদীর জলস্তর বেড়েছে।কিছু নদীর জলও বিপদসীমার উপরে,আবার কোথাও বিপদ সীমার কাছাকাছি।রাতভর বৃষ্টির কারণে গ্রামীণ অঞ্চল এবং শহরাঞ্চলের সড়কপথে যানবাহন চলাচল বিঘ্নিত হয়েছে।গ্রাম ও শহরের মধ্যে সংযোগ রক্ষাকারী গুরুত্বপূর্ণ ব্রিজগুলিতে জলের তলায়। ময়ূরাক্ষী নদীর তিলপাড়া ব্যারেজ থেকে ছাড়া হয়েছে প্রায় আড়াই হাজার কিউসেক জল।সোমবার সকালে আবার পুনরায় তিলপাড়া ব্যারেজ থেকে ৭০০০ কিউসেক জল ছাড়া হয়েছে।

আরও পড়ুন: বিপদসীমার উপরে কোপাইয়ের জলস্তর, লাগামছাড়া বৃষ্টিতে জলমগ্ন বীরভূমের কঙ্কালীতলা মন্দির

পাশাপাশি, ময়ূরাক্ষী নদীর জল বৃদ্ধির কারণে সাঁইথিয়ার অস্থায়ী ফেরিঘাটটি ভেঙে পড়েছে।এর ফলে যাতায়াতে সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ।ভেঙেছে কামারডাঙাল গ্রামের কাছে বক্রেশ্বর নদের ব্রিজ।বীরভূমের খয়রাসোলের হিংলো জলাধার থেকে সোমবার সন্ধ্যায় পাঁচটি গেট খুলে দিয়ে ১৩,৯৪৫ কিউসেক জল ছাড়া হয়। টানা বর্ষণের কারণে জলাধারে জলস্তর বৃদ্ধি পাওয়ার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়।আর তার ফলেই কার্যত বীরভূমের বিভিন্ন ধান চাষের জমি জলের তলায়।বৃষ্টিপাতের কারণে বীরভূমের মারগ্রাম,ময়ূরেশ্বর,সাঁইথিয়ার বিভিন্ন ধানের জমি জলমগ্ন। যদিও আজ সকাল থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে।

আরও পড়ুন: বীরভূমের তাঁত শিল্পীদের জন্য এবার বড় উদ্যোগ! তৈরি হ্যান্ডলুম ঘর

আজকে যদি আবার পুনরায় বৃষ্টিপাত হয় তাহলে সামনে পুজোর আগেই বড় আর্থিক সংকটের মুখে পড়বেন এলাকার চাষীরা।আজ বিকেলের মধ্যে যদি জমি থেকে জল না নামে তাহলে সমস্ত ধান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় কার্যত ঘুম উড়েছে কৃষকদের পরিবারের মধ্যে।এর মাস দুয়েক আগে লাগাতার বৃষ্টিপাতের ফলে বীরভূমের বিভিন্ন ধানের জমি নষ্ট হয়েছে।পুনরায় আবার জমি নষ্ট হলে বড় সমস্যার মধ্যে পড়তে হবে সকলকে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সৌভিক রায়