খেলা Pakistan Cricket: পাকিস্তান ক্রিকেটে তোলপাড়! টানা ব্যর্থতার জেরে দল থেকে বাদ যেতে পারেন একাধিক তারকা Gallery October 13, 2024 Bangla Digital Desk টানা ব্যর্থতার জের, এবার দল থেকে সরাসরি বাদ পড়তে চলেছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে সম্ভবত দেখা যাবে না বাবরকে। প্রতীকী ছবি। প্রথম টেস্টে মুলতানে ইংল্যান্ডের বিরুদ্ধে ইনিংসে হার হজম করতে হয়েছে পাকিস্তানকে। শনিবার মুলতানে পাকিস্তানের প্রথম টেস্টে হার নিয়ে বৈঠক বসেছিল। প্রতীকী ছবি। সেই বৈঠকে উপস্থিত ছিলেন পিসিবির চেয়ারম্যান মহসিন নকভি। সেখানেই বাবরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। প্রতীকী ছবি। ২০২২ সালের ডিসেম্বরের পর থেকে কোনও টেস্টে একটি অর্ধ শতরানও করতে পারেননি বাবর। পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ যদিও প্রকাশ্যে বাবর আজমের পাশে দাঁড়িয়েছিলেন, সেই সঙ্গে বাবরকে পাকিস্তানের সেরা ব্যাটার বলেছিলেন। প্রতীকী ছবি। খারাপ খেলার জন্য দ্বিতীয় টেস্টে দল থেকে বাদ পড়তে পারেন শাহিন শাহ আফ্রিদিও। তিনিও দীর্ঘ দিন ধরেই ছন্দে নেই। দ্বিতীয় টেস্টে বেশ কিছু পরিবর্তন হতে পারে দলে। প্রতীকী ছবি।