দক্ষিণবঙ্গ Digha: পুজোয় থিকথিকে ভিড়, একাদশীর সকালে দিঘার সমুদ্রে ভয়ঙ্কর কাণ্ড! আঁতকে উঠলেন পর্যটকরা Gallery October 13, 2024 Bangla Digital Desk পুজোয় দিঘায় উপচে পড়েছে ভিড়৷ তিল ধারণের জায়গা নেই হোটেলগুলিতে৷ তার মধ্যেই বিজয়া দশমীর সকালে বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল মা এবং ছেলে৷ তথ্য ও ছবি- পঙ্কজ দাশরথী৷ পুজোয় দিঘায় উপচে পড়েছে ভিড়৷ তিল ধারণের জায়গা নেই হোটেলগুলিতে৷ তার মধ্যেই বিজয়া দশমীর সকালে বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল মা এবং ছেলে৷ রবিবার সকালে ওল্ড দিঘার সি হক ঘোলা ঘাটে সমুদ্রে স্নান করতে নেমে অনেকটা ভিতরে চলে যায় ১২ বছরের এক বালক৷ নুলিয়া এবং পুলিশকর্মীদের চোখ এড়িয়েই ওই বালক সমুদ্রের অনেকটা ভিতরে চলে যায়৷ মা এবং ছেলেকে তলিয়ে যেতে দেখে সঙ্গে সঙ্গে তাদের উদ্ধারে সক্রিয় হন সমুদ্র সৈকতে থাকা পুলিশকর্মী এবং নুলিয়ারা৷ দিঘা মোহনা থানার ওসি-র নেতৃত্বে স্পিড বোট নিয়ে নুলিয়ারা উদ্ধারকাজে নামেন৷ ডুবতে থাকা দু জনকেই উদ্ধার করা সম্ভব হলেও আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে ওই বালক৷ দ্রুত তাকে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ জানা গিয়েছে ওই স্কুল পড়ুয়া বাবা-মায়ের সঙ্গে দিঘায় ঘুরতে এসেছিল৷ দক্ষিণ চব্বিশ পরগণার সোনারপুর থেকে তাঁরা দিঘায় বেড়াতে যান৷