তাল গাছ

Palm Tree Plantation: সুন্দরবন বাঁচাতে নয়া ভাবনা! ম্যানগ্রোভের পাশাপাশি এবার ‘এই’ গাছই ভরসা!

দক্ষিণ ২৪ পরগনা: ঝড়ের হাত থেকে বাঁচতে, ম্যানগ্রোভের পর এবার তালগাছ লাগাবার ভাবনা সুন্দরবনে। প্রতিবছরই ঝড়ের তান্ডবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় সুন্দরবনের বহু গ্রাম। নদীর পাড়, ঘরবাড়ি, তছনছ করেছে ঝড়। ক্ষতি হয়েছে বড় বড় গাছের। সম্প্রতিককালে দেখা গেছে একমাত্র তালগাছ রক্ষা করেছে গ্রামবাসীদের।

ঝড়ের গতিবেগ ঠেকাতে তাল গাছের অসীম ক্ষমতা। তালগাছ যেমন শক্ত হয়, তেমন বহু কাজে ব্যবহৃত হয়। কুলতলির বিধায়কের উদ্যোগে বিভিন্ন গ্রামের মানুষকে একত্রিত করে সুন্দরবনের নটি অঞ্চলে নদীর পাড়ে তাল গাছ বসোনোর কাজ শুরু হয়েছে।‌ ইতিমধ্যে দেড় লক্ষ তাল গাছের আঁটি পোঁতা হয়েছে। যখন সুন্দরবনের বুকে প্রতিবছর কোন না কোন সাইক্লোন দেখা যাচ্ছে গত কয়েক বছর ধরে।

আরও পড়ুন: গাঁ গঞ্জে আর শোনা ‌যায় না ফেরিওয়ালা হাঁক! ডিজিটাল মাইকেই চলছে প্রচার

বড় বড় ঝড় কিছুটা হলেও প্রতিরোধ করতে পারে এই তালগাছ। পাশাপাশি সুন্দরবন এলাকার মানুষের আর্থিকভাবেও অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবে বলে মনে করেন বিধায়ক। কারণ তাল গাছ থেকে জ্বালানির সরঞ্জাম ও পাওয়া যায় তালের রস, আবার সেই রস থেকে তৈরি করা যাবে তালের গুড়, পাটালি। আগামী দিনে সুন্দরবন রক্ষা করতে যতটা সাহায্য করবে তার পাশাপাশি আর্থিকভাবেও অনেকটা এগিয়ে নিয়ে যাবে এই গাছ।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুমন সাহা