প্লাবিত পাঁশকুড়া

East Medinipur News: ভারী বৃষ্টিতে ফের জল বাড়ছে পাঁশকুড়ায়, আতঙ্কিত এলাকার মানুষজন

পাঁশকুড়া: এক সপ্তাহের বেশি সময় ধরে বন্যা কবলিত পাঁশকুড়া। বন্যা কবলিত হওয়ায় মানুষজন দিন দৈনন্দিন জীবনে বিপর্যয় নেমে এসেছে। আবারও ভারী বৃষ্টি শুরু হয়েছে ফলে চিন্তা বেড়েছে বন্যাকবলিত পাঁশকুড়ার বাসিন্দাদের। কংসাবতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় পাঁশকুড়ার পুর এলাকার পাশাপাশি গ্রামীণ এলাকা। জলস্তর সামান্য কমলেও স্বাভাবিক হয়নি জনজীবন।

তার ওপর দক্ষিণবঙ্গ জুড়ে জেলায় জেলায় বাড়ি বৃষ্টি চিন্তা বাড়িয়েছে বানভাসি এলাকার মানুষদের। বৃষ্টির কারণে আবারও জলস্তর বাড়ছে। নতুন করে জলস্তর বাড়ায় দুশ্চিন্তা গ্রাস করছে বানভাসি এলাকার মানুষজনদের মনে।

আরও পড়ুন: পদ্মার ইলিশ রাজ্যের বাজারে, কোন সাইজের মাছ কত দামে বিক্রি হল? জানুন

প্রায় ৯ দিনেরও বেশি সময় ধরে বন্যা কবলিত পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া। সামান্য জল কমলেও, টানা বৃষ্টিতে আবারও জল বেড়েছে। বন্যায় ঘর বাড়ি ডুবে যাওয়ায় অসহায় ভাবে বড় রাস্তার ওপর দিন কাটাচ্ছে সাধারণ মানুষ। সাধারণ মানুষের চিন্তা বাড়িয়ে তুলেছে আবারও বৃষ্টি। কারণ একদিকে ভারী বৃষ্টির কারণে জলস্তর বাড়ছে অন্যদিকে ভারী বৃষ্টির ফলে আবারও ব্যারেজ থেকে জল ছাড়া হলে সমস্যা আরও বাড়বে। পাঁশকুড়ার ভেঙে যাওয়া নদী বাঁধ দিয়েই আবারও নতুন করে জল প্রবেশ করায় সমস্যা বেড়েছে।

আরও পড়ুন: বজ্রপাতে বাবা-মার মৃত্যু, মুখ্যমন্ত্রীর নির্দেশে ৭২ ঘণ্টার মধ্যে ক্ষতিপূরণ

পাঁশকুড়ায় বন্যা হওয়ার পর কিছুটা জল কমেছিল। তাতে আশার আলো দেখছিলেন বন্যা কবলিতে এলাকার মানুষজন। বেশ কিছু এলাকায় জলস্তর অনেকটাই কমেছিল। কিন্তু লাগাতার ভারী বৃষ্টির ফলে নতুন করে জলস্তর বাড়ছে। এমনিতেই বানভাসি হওয়ার কারণে পাঁশকুড়াতে চাষবাস সহ ব্যবসা-বাণিজ্য থেকে প্রভূত ক্ষতি সম্মুখীন মানুষজন। প্রাথমিকভাবে জলস্তর নামতে সাধারণ মানুষের মনে আশার সঞ্চার হয়েছিল, এ বিষয়ে বন্যা কবলিত এলাকার মানুষজন জানান, \”১৮ সেপ্টেম্বর থেকে জল নদী বাঁধ ভেঙে প্লাবিত হয় পাঁশকুড়া। সামান্য পরিমাণ জল কমেছিল। কিন্তু টানা বৃষ্টিতে জলস্তর বেড়েছে। সেইসঙ্গে নদীতে জল বাড়ায় আবারও জল ঢুকছে।”

বন্যা কবলিত এলাকায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে প্রশাসন থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ভাঙা নদী বাঁধ প্রাথমিকভাবে মেরামতি শুরু করেছে। অতি দ্রুততার সঙ্গে নদী বাঁধ নির্মাণ কাজ চলছে। তারই মাঝে এই বৃষ্টি, চিন্তায় ফেলে দিয়েছে বন্যা কবলিত এলাকার সাধারণ মানুষজনদের। কবে জল নামবে সেই অপেক্ষায় পাঁশকুড়াবাসী।

সৈকত শী