ভাইরাল হওয়া ভিডিও-র অংশ৷

Monster fish: কুমিরের মতো দেখতে, আসলে মাছ! ছিপে প্রবল টান পড়তেই আঁতকে উঠলেন মৎস্যজীবীরা

কলকাতা: লম্বায় ফের কুমিরের মাপের৷ কিন্তু আকৃতি এবং জলের নীচে চলাচলের ধরন মাছের মতো৷ আবার এঁকে বেঁকে জল ঠেলে যাওয়া দেখলে বড়সড় পাইথনের কথাও মনে পড়তে পারে! সম্প্রতি কুমিরের মতো দেখতে এমনই এক বিশালাকৃতি প্রাণীর খোঁজ মিলেছে কানাডায়৷

সম্প্রতি কানাডার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ সেখানে মৎস্যজীবীরা মাছ ধরার সময় জলের নীচে এঁকেবেঁকে যেতে দেখা গিয়েছে এমনই একটি প্রাণীকে৷

আরও পড়ুন: টাকা তুলছেন মেয়রের ওএসডি, থানায় অভিযোগ অভিষেকের দফতরের! শুনে কী বললেন ফিরহাদ?

ভিডিও-তে দেখা যাচ্ছে, মাছ ধরার সময় আচমকাই মৎস্যজীবীরা ছিপে প্রবল টান অনুভব করেন৷ এমন কি, ঝাঁকুনিতে নৌকাও মারাত্মক ভাবে দুলে ওঠে৷ সঙ্গে সঙ্গে বিষয়টি দেখতে জলের দিকে লক্ষ্য করেন নৌকায় থাকা মৎস্যজীবীরা৷ তখনই জলের মধ্যে ওই অদ্ভুত দর্শন প্রাণীটির দেখা মেলে৷

বিশালাকার এই প্রাণীটিকে দেখে মৎস্যজীবীরা কার্যত স্তম্ভিত হয়ে যান৷ একই সঙ্গে ঘাবড়েও যান তাঁরা৷ সমাজমাধ্যমে এই ঘটনার ভিডিও যাঁরা দেখেছেন, তাঁরাও প্রাণীটির পরিচয় নিয়ে সংশয়ে রয়েছেন৷ প্রাণীটির আকৃতি এবং বিশাল চেহারা দেখে অবাক হয়ে গিয়েছেন নেট ব্যবহারকারীরাও৷

একজন নেট ব্যবহারকারী অবশ্য দাবি করেছেন, ওই প্রাণীটি আসলে স্টারজিওন মাছ৷ এই ধরনের মাছ প্রায় ২০ কোটি বছর ধরে পৃথিবীতে রয়েছে৷ এই ধরনের মাছগুলি উত্তর গোলার্ধের নদী, জলাশয় এবং খাঁড়িগুলিতে দেখা যায়৷ স্টারজিওন মাছ প্রায় ৬ মিটার পর্যন্ত লম্বা এবং ৬৮০ কেজি পর্যন্ত ওজনের হতে পারে৷ এই মাছগুলির আয়ু একশো বছরের বেশি হয়৷ যদিও মাছের মতো এদের গায়ে আঁশ থাকে না৷ বরং কুমিরের মতোই অনেকটা আকৃতি হয়৷