লাইফস্টাইল Parenting Tips: ফোন-টিভি দেখার সময়ে কোনও ক্লান্তি নেই! পড়তে বসলেই ঘুমে চোখ ঢুলু ঢুলু, পাঁচটি সুপার টিপসে শরীর থাকবে সন্তান হবে ব্রেন দৌড়বে উল্কার গতিতে Gallery October 11, 2024 Bangla Digital Desk বাবা-মা সর্বদাই চিন্তা করে থাকেন তাঁদের সন্তানের লেখাপড়া, পরীক্ষা নিয়ে ভাবনা চিন্তা করতে হয় ৷ তাঁরা দেখেন ছেলে মেয়ে লেখাপড়া করার সময়ে ঘুমে ঢুলে ঢুলে পড়ছে ৷ প্রতীকী ছবি ৷ কিন্তু টিভি, দেখা মোবাইল দেখার সময় দিব্যি দেখছে চোখে কোনও ভাবেই ঘুমের চিহ্ন মাত্র নেই ৷ প্রতীকী ছবি ৷ বাবা-মা হিসাবে মোটেই তাঁদের বকাঝকা না করে বরং বেশ কয়েকটি পন্থা অবলম্বন করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷ শিশুদের মন অত্যন্ত পরিমাণে চঞ্চল হয়ে থাকে ৷ লেখাপড়াতে তেমন ভাবে মন বসেনা ৷ এরফলে একাগ্রতার অভাব হয়ে থাকে রীতিমতই ৷ প্রতীকী ছবি ৷ বেশ কিছু সহজ কৌশল প্রয়োগ করলে ছেলে মেয়েদের লেখাপড়ার প্রতি সহজেই মনযোগী করে তোলে সহজেই ৷ প্রতীকী ছবি ৷ বাচ্চাদের শরীরিক দৃঢ়তা বজায় রাখতে ঘুমের ক্ষেত্রে শিডিউল করা হয়ে থাকে ৷ ওঠা, বসা, ঘুম, খাওয়ার নির্দিষ্ট রুটিন করতে হবে ৷ প্রতীকী ছবি ৷ কোনও ভাবেই যেন সেই নিয়ম না ভাঙা হয়ে থাকে ৷ বেশ কিছু নিয়ম মানলে অত্যন্ত পরিমাণে ভাল হতে পারে ৷ শিশুদের সঙ্গে এই টোটকা প্রয়োগ করলে পড়তে পড়তে ঘুম আসতে পারে ৷ প্রতীকী ছবি ৷ ২৫ মিনিটের পদ্ধতিতে অধ্যয়ন করতে হবে ৷ তারপর ৫ মিনিটের ব্রেক নিতে হবে ৷ এই সময়ে এনার্জি লেবেল বৃদ্ধিতে স্ট্রেচ করতে হবে ৷ প্রতীকী ছবি ৷ একই সঙ্গে স্বাস্থ্যকর খাবার খেতে হবে, কেননা অস্বাস্থ্যকর খাবার খেলে ক্রমশই ক্লান্তি বাড়তে থাকে ৷ প্রচুর জলপান করতে হবে ৷ সময়ে সময়ে বাদাম, নোনতা খেতে হবে ৷ প্রতীকী ছবি ৷ সময় সময়ে ফল, দই খেতে হবে ৷ শরীর থাকবে অত্যন্ত ভাল ৷ লেখাপড়াতেও অত্যন্ত ভাল হবে কন্ডিশন ৷ প্রতীকী ছবি ৷ ঘুম ভাঙানোর ক্ষেত্রে একটি নির্দিষ্ট লক্ষ্য প্রয়োগ করতে হবে ৷ লেখাপড়া যাতে একঘেয়ে না হয়, সেই কারণে সময়টি বিভাজিত করতে হবে ৷ প্রতীকী ছবি ৷ ঝুঁকে বসলে বেশি পরিমাণে ক্লান্তি দেখা দিতে পারে ৷ পাকে ছাদের সার্পোট সোজা বসে মনসংযোগ করাতে হবে ৷ তবেই ফল পাবেন আস্তে আস্তে ৷ প্রতীকী ছবি ৷