৫০ ফুট এর দুর্গা এবার বারুইপুরে

Durga Puja 2024: দক্ষিণ ২৪ পরগনার সবচেয়ে বড় দুর্গা, কোথায় হয়েছে, কত বড় প্রতিমা জানেন?

দক্ষিণ ২৪ পরগনার: শহরতলীয় বেশ কিছু মণ্ডপ কলকাতার থিমের নামী দামি দুর্গোৎসবের থিমকে টেক্কা দিতে কোমর বেঁধে নেমে পড়েছে। তেমনই একটি পুজোর মণ্ডপ বারুইপুরে।

আরও পড়ুুন: পুজোর অঞ্জলি দিতে গিয়ে ডুবে গেল নৌকা! প্রাণ গেল শিশু-সহ দুজনের, পরিবারে হাহাকার

মিরাকল গার্ডেন-বুর্জ খলিফা থেকে চন্দ্রযান বা মধুবন চমকের ছড়াছড়ি বারুইপুরের পুজোয়। আর এই সমস্ত থিম সঙ্গে নিয়েই দক্ষিণ ২৪ পরগনার পাহাড়ের কোলে সব থেকে বড় দুর্গা প্রতিমা এবার বারুইপুর পৌরসভা ১৬ নম্বর ওয়ার্ডের সপ্তপল্লী সর্বজনীন দূর্গোৎসব পূজা কমিটির। এ বছর তারা ৫০ বছরে পদার্পণ করল সেটাকে স্মরণ করে রাখতে তাদের এ বছর ৫০ ফুটের দুর্গা।

আরও পড়ুন: রতন টাটার জায়গায় কে, কার হাতে টাটা ট্রাস্টের দায়িত্ব? জানা গেল নাম

দক্ষিণ ২৪ পরগনার মধ্যে এটি সব থেকে বড় দুর্গা প্রতিমা এখনও পর্যন্ত এই বারইপুর সপ্তপল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটি প্রতি বছর থিমের প্যান্ডেল উপহার দেয় দর্শনার্থীদের। এছাড়াও বিভিন্ন সমাজসেবা মূলক কাজে লিপ্ত হয় এবার তাদের নতুন আকর্ষণ ৫০ ফুটের দুর্গা। এছাড়াও এই দুর্গা মন্ডপকে ঘিরে বসেছে মেলা। এই পঞ্চাশ ফুটের দুর্গা যিনি তৈরি করছেন শিল্পী গণেশ বাইন, সুসজ্জিত আলোকসজ্জা দেখতে ইতিমধ্যেই ভিড় জমিয়েছে বিভিন্ন এলাকার মানুষজনেরা।