প্রাথমিক স্কুল

North 24 Parganas News: এমন শিক্ষক স্কুলে থাকলে আতঙ্ক! পড়ুয়াদের স্কুলে না পাঠানোর হুঁশিয়ারি অভিভাবকদের

উত্তর ২৪ পরগনা: অতীতে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শিক্ষককে রাখা যাবে না স্কুলে। এই দাবি নিয়েই এবার সরব হলেন সীমান্ত এলাকার মানুষজন। আর জি কর কাণ্ড নিয়ে যখন প্রতিবাদে উত্তাল গোটা রাজ্য, তারই মাঝে অভিভাবকদের এমন দাবি ঘিরেই তৈরি হয়েছে শোরগোল। এমনকি প্লেকার্ড হাতে স্কুলের গেটে বিক্ষোভ দেখাতেও দেখা গিয়েছে তাদের।

আরও পড়ুন: পরকীয়ায় লিপ্ত স্ত্রী! সন্দেহের বশেই বউয়ের দু’হাত কেটে দিল স্বামী

জানা গিয়েছে, কয়েক বছর আগে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শিক্ষক জামিনে মুক্ত পেয়ে, আবারও যোগ দেন বনগাঁ থানার চাপাবেড়িয়া রামকৃষ্ণ বিদ্যামন্দির প্রাথমিক স্কুলে। এবার সেই শিক্ষকের বদলির দাবিতেই সোচ্চার অভিভাবকরা। এমনকি পড়ুয়াদের স্কুলে পাঠানো বন্ধ করারও হুঁশিয়ারি দেন তারা। ওই স্কুলের শিক্ষক মৃন্ময় রায় বনগাঁ সাতভাই কালিতলা এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে ওই শিক্ষকের বিরুদ্ধে ভাড়াটিয়া মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে। সেই অভিযোগে তিনি গ্রেফতার হয়েছিলেন। সম্প্রতি জামিনে মুক্ত পেয়েছেন। এরপরই আবার স্কুলের কাজে যোগ দেন। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা।

আরও পড়ুন: কলেজে ছাত্রীদের বাথরুমে ক্যামেরা রাখার অভিযোগ! বাজেয়াপ্ত ৩০০ ভিডিও ভর্তি ল্যাপটপ

স্কুলের শিক্ষকেরা অভিভাবকদের বুঝিয়ে আশ্বস্ত করার চেষ্টা করলেও, অভিভাবকরা জানান, উনি ছাত্র-ছাত্রীদের সঙ্গে সঠিক ব্যবহার করেননা। ওই শিক্ষক এই স্কুলে থাকলে সকলেই আতঙ্কের মধ্যে থাকবে। সেই কারণেই অন্যত্র বদলি করে দেওয়া হোক তাকে। যদিও, স্কুলের প্রধান শিক্ষিকা সোমা বিশ্বাস বলেন, অভিভাবকরা মৃন্ময় বাবুর বদলির দাবি করছেন। এটা অভিভাবকদের বিষয়। ওনাদের দাবির কথা, উচ্চতর কর্তৃপক্ষকে জানাবেন। আরজি কর কাণ্ডের পর যাতে আর কোনরকম এরকমঘটনা না ঘটে তার আশঙ্কা করেই অভিভাবকদের এমন দাবি বলেই মনে করা হচ্ছে। এখন দেখার পরবর্তী কি সিদ্ধান্ত নেয় প্রাথমিক শিক্ষা দফতর।