Paris 2024 Olympics full schedule of India: প্যারিস অলিম্পিক্সে ভারতের কোন খেলা কবে-কখন! রইল সম্পূর্ণ সূচি

কলকাতা: ২৬ জুলাই আনুষ্ঠানিক উদ্বোধন প্যারিস অলিম্পিক্স ২০২৪-এর। যদিও তার আগে থেকেই শুরু হয়ে যাবে কয়েকটি প্রতিযোগিতার প্রাথমিক রাউন্ডের খেলা। প্যারিস অলিম্পিক্সে ভারত থেকে অংশ নেবেন মোট ১১৭ জন প্রতিযোগী। প্যারিসে ভারতীয় প্লেয়ারদের কোন ইভেন্ট কবে হবে তা নিয়ে কিছুটা সংশয়ে রয়েছে ক্রীড়াপ্রেমিরা। এই প্রতিবেদনে দেখে নিন এবারের অলিম্পিক্সে ভারতীয় দলের সম্পূর্ণ সূচি।

২৫ জুলাই:
তীরন্দাজি- মহিলাদের ব্যক্তিগত র‌্যাঙ্কিং রাউন্ড (দুপুর ১টা) এবং পুরুষদের স্বতন্ত্র র‌্যাঙ্কিং রাউন্ড

২৬শে জুলাই শুক্রবার:উদ্বোধনী অনুষ্ঠান

২৭ জুলাই, শনিবার:
হকি- ভারত বনাম নিউজিল্যান্ড
ব্যাডমিন্টন- পুরুষদের একক গ্রুপ পর্যায়, মহিলাদের একক গ্রুপ পর্যায়, পুরুষদের ডাবলস গ্রুপ পর্যায়, মহিলাদের ডাবলস গ্রুপ পর্যায়
বক্সিং-৩২ রোয়িংয়ের প্রিলিম রাউন্ড- পুরুষদের একক স্কালস হিটস
শুটিং- ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম যোগ্যতা, ১০ মিটার এয়ার রাইফেল মেডেল ম্যাচ, ১০ মিটার এয়ার পিস্তল যোগ্যতা, ১০ মিটার এয়ার পিস্তল যোগ্যতা
টেবিল টেনিস- পুরুষ ও মহিলাদের একক প্রিলিম, ৬৪ টেনিসের রাউন্ড – ১ম রাউন্ডের ম্যাচ – পুরুষ একক, মহিলা একক, পুরুষ ডাবলস, মহিলা ডাবলস

২৮শে জুলাই:
তীরন্দাজি-মহিলা দলের রাউন্ড অফ ১৬ থেকে ফাইনাল পর্যন্ত
রোয়িং- পুরুষদের একক স্কালস রপেস রাউন্ড
শুটিং- ১০ মিটার এয়ার রাইফেল মহিলাদের যোগ্যতা, ১০ মিটার এয়ার পিস্তল পুরুষদের ফাইনাল, ১০ মিটার এয়ার রাইফেল পুরুষদের যোগ্যতা, ১০ মিটার এয়ার পিস্তল মহিলাদের ফাইনাল
সাঁতার- পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক হিটস, পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক সেমিফাইনাল, মহিলাদের ২০০ মিটার ফ্রিস্টাইল হিটস, মহিলাদের ২০০ মিটার ফ্রিস্টাইল সেমিফাইনাল

২৯শে জুলাই:
তীরন্দাজ- পুরুষদের দলগত ১৬ থেকে ফাইনাল পর্যন্ত
হকি- ভারত বনাম আর্জেন্টিনা
রোয়িং- পুরুষদের একক স্কালস সেমিফাইনাল ই/এফ
শুটিং- ট্র্যাপ পুরুষদের যোগ্যতা, ১০মিটার এয়ার পিস্তল মিশ্র দলের যোগ্যতা, ১০মিটার এয়ার রাইফেল মহিলাদের ফাইনাল, ১০ মিটার এয়ার রাইফেল পুরুষদের ফাইনাল
সাঁতার-পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক ফাইনাল, মহিলাদের ২০০ মিটার ফ্রিস্টাইল ফাইনাল
টেবিল টেনিস- পুরুষ ও মহিলা একক- রাউন্ড অফ ৬৪ এবং রাউন্ড অফ ৩২ টেনিস- দ্বিতীয় রাউন্ডের ম্যাচ

৩০শে জুলাই:
তীরন্দাজি- মহিলাদের স্বতন্ত্র রাউন্ড অফ ৬৪ এবং রাউন্ড অফ ৩২, পুরুষদের পৃথক রাউন্ড অফ ৬৪ এবং রাউন্ড অফ ৩২
অশ্বারোহী- ড্রেসেজ ব্যক্তিগত দিন ১
হকি- ভারত বনাম আয়ারল্যান্ড
রোয়িং- পুরুষদের একক স্কালস কোয়ার্টার ফাইনাল
শুটিং- ট্র্যাপ মহিলাদের যোগ্যতা – দিন ১, ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম মেডেল ম্যাচ, ট্র্যাপ পুরুষদের ফাইনাল
টেনিস- রাউন্ড ৩ ম্যাচ

৩১শে জুলাই:
বক্সিং- কোয়ার্টার ফাইনাল
অশ্বারোহী- ড্রেসেজ ব্যক্তিগত দিন ২
রোয়িং- পুরুষদের একক স্কালস সেমিফাইনাল
শুটিং- ৫০ মি রাইফেল ৩ পস। পুরুষদের যোগ্যতা অর্জন ,ট্র্যাপ মহিলাদের ফাইনাল
টেবিল টেনিস- রাউন্ড অফ ১৬
টেনিস- পুরুষ ডাবলসে সেমিফাইনাল

১লা অগস্ট:
অ্যাথলেটিক্স- পুরুষদের ২০ কিমি রেস ওয়াক, মহিলাদের ২০ কিমি রেস ওয়াক (সকাল১১ থেকে)
ব্যাডমিন্টন- পুরুষ ও মহিলা ডাবলস কোয়ার্টার ফাইনাল, পুরুষ ও মহিলা একক রাউন্ড অফ ১৬
হকি- ভারত বনাম বেলজিয়াম – দুপুর ১:৩০ গলফ – পুরুষদের রাউন্ড ১
জুডো- মহিলাদের ৭৮+ কেজি রাউন্ড অফ ৩২ থেকে ফাইনাল পর্যন্ত
রোয়িং- পুরুষদের একক স্কালস সেমিফাইনাল এ/বি
পালতোলা: পুরুষ ও মহিলাদের ডিঙ্গি রেস ১-১০
শুটিং- ৫০ মিটার রাইফেল ৩ পজিশন পুরুষদের ফাইনাল, ৫০ মিটার রাইফেল ৩ পজিশন। মহিলাদের যোগ্যতা নির্নায়ক
টেবিল টেনিস- পুরুষ ও মহিলা একক কোয়ার্টার ফাইনাল
টেনিস- পুরুষ একক কোয়ার্টার ফাইনাল

২রা অগস্টঃ
তীরন্দাজি- মিশ্র দল রাউন্ড অফ ১৬থেকে ফাইনাল পর্যন্ত
অ্যাথলেটিক্স- পুরুষদের শট পুট যোগ্যতা
ব্যাডমিন্টন- মহিলা ডাবলস সেমিফাইনাল, পুরুষ ডাবলস সেমিফাইনাল, পুরুষ একক কোয়ার্টার ফাইনাল
হকি- ভারত বনাম অস্ট্রেলিয়া
গলফ- পুরুষদের রাউন্ড ২ রোয়িং- পুরুষদের একক স্কালস ফাইনাল
শুটিং- স্কিট পুরুষদের যোগ্যতা – দিন ১, ২৫ মিটার পিস্তল মহিলাদের বাছাইপর্ব,৫০ মিটার রাইফেল ৩ পজিশন মহিলাদের ফাইনাল
টেবিল টেনিস- পুরুষ ও মহিলা একক সেমিফাইনাল
টেনিস- পুরুষদের একক সেমিফাইনাল, পুরুষদের ডাবলস পদক ম্যাচ

৩রা অগস্ট:
তীরন্দাজি- মহিলাদের ব্যক্তিগত রাউন্ড ১৬ থেকে ফাইনাল পর্যন্ত
অ্যাথলেটিক্স- পুরুষদের শট পুট ফাইনাল
ব্যাডমিন্টন- মহিলাদের একক কোয়ার্টার ফাইনাল, মহিলাদের ডাবলস মেডেল ম্যাচ
বক্সিং- কোয়ার্টার ফাইনাল, মহিলাদের ৬০ কেজি – সেমিফাইনাল
গলফ – পুরুষদের রাউন্ড ৩
শুটিং- স্কিট পুরুষদের যোগ্যতা – দিন ২, স্কিট মহিলাদের যোগ্যতা – দিন ১, ২৫ মিটার পিস্তল মহিলাদের ফাইনাল – স্কিট পুরুষদের ফাইনাল
টেবিল টেনিস- মহিলাদের একক পদক ম্যাচ
টেনিস- পুরুষদের একক পদক ম্যাচ

৪ঠা অগস্ট:
তীরন্দাজি: পুরুষদের স্বতন্ত্র রাউন্ড অফ ১৬ থেকে ফাইনাল পর্যন্ত
অ্যাথলেটিক্স- মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেজ রাউন্ড ১ (দুপুর ১:৩৫), পুরুষদের লং জাম্প যোগ্যতা
ব্যাডমিন্টন- মহিলাদের একক সেমিফাইনাল, পুরুষ একক সেমিফাইনাল, পুরুষদের ডাবলস মেডেল ম্যাচ
বক্সিং- সেমিফাইনাল
অশ্বারোহী- ড্রেসেজ ইনডিভিজুয়াল গ্র্যান্ড প্রিক্স ফ্রিস্টাইল
হকি- পুরুষদের কোয়ার্টার ফাইনাল
গলফ- পুরুষদের রাউন্ড ৪
শুটিং- ২৫ মিটার র‌্যাপিড ফায়ার পিস্তল পুরুষদের কোয়া-স্টেজ ১, স্কিট মহিলাদের যোগ্যতা – দিন ২, স্কিট মহিলাদের ফাইনাল
টেবিল টেনিস- পুরুষদের একক পদক ম্যাচ

৫ই অগস্ট:
অ্যাথলেটিক্স- পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজ রাউন্ড ১, মহিলাদের ৫০০০ মিটার ফাইনাল
ব্যাডমিন্টন- মহিলাদের একক পদক ম্যাচ, পুরুষদের একক পদক ম্যাচ
শুটিং- স্কিট মিক্সড টিম যোগ্যতা ২৫ মিটার র‌্যাপিড ফায়ার পিস্তল পুরুষদের ফাইনাল, স্কিট মিক্সড টিম মেডেল ম্যাচ
টেবিল টেনিস- পুরুষ ও মহিলা দলের রাউন্ড অফ ১৬
কুস্তি- মহিলাদের ৬৮ কেজি রাউন্ড অফ ১৬ এবং কোয়ার্টার ফাইনাল

৬ অগস্ট:
অ্যাথলেটিক্স- পুরুষদের জ্যাভলিন থ্রো যোগ্যতা, মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেজ ফাইনাল, পুরুষদের লং জাম্প ফাইনাল
বক্সিং- সেমিফাইনাল, মহিলাদের ৬০ কেজি – ফাইনাল
হকি- পুরুষদের সেমিফাইনাল
পালতোলা- পুরুষ ও মহিলাদের ডিঙ্গি পদক দৌড়
টেবিল টেনিস- পুরুষ ও মহিলা দল কোয়ার্টার ফাইনাল
কুস্তি- মহিলাদের ৬৮ কেজি সেমিফাইনাল থেকে মেডেল ম্যাচ, মহিলাদের ৫০ কেজি রাউন্ড অফ ১৬ এবং কোয়ার্টার ফাইনাল

৭ই অগস্ট, বুধবার:
অ্যাথলেটিক্স- পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজ ফাইনাল, ম্যারাথন রেস ওয়াক মিক্সড রিলে, মহিলাদের ১০০ মিটার হার্ডলস রাউন্ড ১, মহিলাদের জ্যাভলিন থ্রো যোগ্যতা, পুরুষদের হাই জাম্প যোগ্যতা), পুরুষদের ট্রিপল জাম্প যোগ্যতা
বক্সিং- পুরুষদের ৬৩.৫ কেজি, পুরুষদের ৪০ কেজি ফাইনাল
গলফ- মহিলাদের রাউন্ড ১
টেবিল টেনিস- পুরুষ ও মহিলা দল কোয়ার্টার ফাইনাল, পুরুষ দল সেমিফাইনাল
ভারোত্তোলন- মহিলাদের ৪৯ কেজি
কুস্তি- মহিলাদের ৫০ কেজি সেমিফাইনাল থেকে মেডেল ম্যাচ, মহিলাদের ৫৩ কেজি রাউন্ড অফ ১৬ এবং কোয়ার্টার ফাইনাল

৮ই অগস্ট, বৃহস্পতিবার:
অ্যাথলেটিক্স- পুরুষদের জ্যাভলিন থ্রো ফাইনাল, মহিলাদের ১০০ মিটার হার্ডলস রপেস, মহিলাদের শট পুট যোগ্যতা
বক্সিং- পুরুষদের ৫১ কেজি, মহিলাদের ৫৪ কেজি ফাইনাল
হকি- পুরুষদের পদক ম্যাচ
গলফ- মহিলাদের রাউন্ড ২
টেবিল টেনিস- পুরুষ ও মহিলাদের সেমিফাইনাল।
রেসলিং- মহিলাদের ৫৭কেজি রাউন্ড অফ ১৬ এবং কোয়ার্টার ফাইনাল, মহিলাদের ৫৩ কেজি সেমিফাইনাল থেকে মেডেল ম্যাচ, পুরুষদের ৫৭ কেজি রাউন্ড অফ ১৬ এবং কোয়ার্টার ফাইনাল

৯ই অগস্ট:
অ্যাথলেটিক্স- মহিলাদের ৪*৪০০ মিটার রিলে রাউন্ড ১, পুরুষদের ৪*৪০০ মিটার রিলে রাউন্ড ১, মহিলাদের ১০০ মিটার হার্ডলস সেমিফাইনাল, মহিলাদের শট পুট ফাইনাল, পুরুষদের ট্রিপল জাম্প ফাইনাল
বক্সিং- পুরুষদের ৭১ কেজি, মহিলাদের ৫০ কেজি, পুরুষদের ৯২ কেজি, মহিলাদের ৬৬ কেজি ফাইনাল
গলফ- মহিলাদের রাউন্ড ৩
টেবিল টেনিস- পুরুষ ও মহিলা দলের পদক ম্যাচ।
কুস্তি- মহিলাদের ৫৭ কেজি সেমিফাইনাল থেকে মেডেল ম্যাচ, পুরুষদের ৫৭ কেজি সেমিফাইনাল থেকে মেডেল ম্যাচ, মহিলাদের ৬২ কেজি রাউন্ড অফ ১৬ এবং কোয়ার্টার ফাইনাল।

১০ই অগস্ট:
অ্যাথলেটিক্স- মহিলাদের ৪*৪০০ মিটার রিলে ফাইনাল, পুরুষদের ৪*৪০০ মিটার রিলে ফাইনাল, মহিলাদের ১০০ মিটার হার্ডলস ফাইনাল, মহিলাদের জ্যাভলিন থ্রো ফাইনাল, পুরুষদের হাই জাম্প ফাইনাল।
বক্সিং- মহিলাদের ৫৭ কেজি, পুরুষদের ৫৭ কেজি, মহিলাদের ৭৫ কেজি, পুরুষদের ৯২ কেজি ফাইনাল
গলফ- মহিলাদের রাউন্ড ৪
টেবিল টেনিস- পুরুষ ও মহিলা দলের পদক ম্যাচ
কুস্তি- মহিলাদের ৭৬ কেজি রাউন্ড অফ ১৬ এবং কোয়ার্টার ফাইনাল, মহিলাদের ৬২ কেজি সেমিফাইনাল এবং মেডেল ম্যাচ।

১১ই অগস্ট, রবিবার:-
কুস্তি- মহিলাদের ৭৬ কেজি সেমিফাইনাল থেকে মেডেল ম্যাচ।

প্রসঙ্গত, গত টোকিও অলিম্পিক্সে মোট ৭টি পদক জিতেছিল ভারত।  একমাত্র সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। এবার পদক সংখ্যা গতবারের থেকে অনেক বেশি পদক জয়ের টার্গেট করেছে ভারতীয় অ্যাথলিটরা। আশায় বুক বাঁধছে ১৪০ কোটির দেশ।