সংসদের ভিতরে তখন হুলস্থুল, আতঙ্ক! কী করছিলেন রাহুল গান্ধি, ছবি শেয়ার করলেন কংগ্রেস নেতা

নয়াদিল্লি: সংসদের ভিতরে ঢুকে পড়েছেন দুই আগুন্তুক৷ হাতে থাকা গ্যাস ক্যানিস্টার থেকে হলুদ ধোয়া ছড়িয়ে স্লোগান দিতে শুরু করেছে তারা৷ মুহূর্তে অধিবেশন কক্ষের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক৷ হতচকিত হয়ে পড়েন সাংসদরা৷ অনেকে ছোটাছুটিও করতে শুরু করেন৷ অনেকের মনেই তখন তেইশ বছর আগের সংসদ হামলার ছবিও ফিরে এসেছে৷ ঘটনাচক্রে আজই সেই ঘটনার বর্ষপূর্তি৷

অধিবেশন কক্ষের মধ্যে যখন এই ঘটনা ঘটছে তখন কী করছিলেন রাহুল গান্ধি? কংগ্রেসের শীর্ষ নেতার একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র সুপ্রিয় শ্রীনাতে দাবি করেছেন, ঘটনার সময় ভয় না পেয়ে আসলে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন রাহুল৷

রাহুল গান্ধির ছবি দিয়ে নিজের এক্স হ্যান্ডেলে কংগ্রেসের মুখপাত্র লিখেছেন, ?ভয় পেও না৷ শুধু মুখের কথা নয়, কাজেও করে দেখালেন৷? কংগ্রেস নেতা আরও লিখেছেন, সংসদে যখন হুলস্থুল চলছে, তখন জননেতা বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন৷

আরও পড়ুন: পার্লামেন্টে ‘স্মোক অ্যাটাক’! গুরুগ্রামে গভীর রাতে বৈঠক, কী ভাবে তৈরি হয়েছিল ব্লু প্রিন্ট?

এ দিন বেলা ১.০২ মিনিটে লোকসভার অধিবেশন চলাকালীন দর্শকদের জন্য নির্দিষ্ট গ্যালারি থেকে অধিবেশন কক্ষের মধ্যে লাফ মারে এক যুবক৷ তার পিছন পিছন ঝাঁপ দেয় আরও একজন৷ অধিবেশন কক্ষে লাফ মারার পর সাংসদদের বসার জায়গার সঙ্গে রাখা টেবিলের উপর দিয়ে দৌড়তে শুরু করে ওই যুবক৷

এই ঘটনার কয়েক মুহূর্ত আগে সংসদ ভবনের বাইরে একই ভাবে হলুদ রংয়ের ধোঁয়া ছড়িয়ে একনায়কতন্ত্র বিরোধী স্লোগান দিতে দেখা যায় এক মহিলা এবং এক যুবককে৷ তাঁদেরও আটক করে পুলিশ৷ এই ঘটনায় মোট ৬ জন জড়িত বলে জানতে পেরেছে পুলিশ৷ তাঁদের মধ্যে পাঁচজনকেই গ্রেফতার করা হয়েছে৷