এবার কি নারদ-নারদ!

Partha-Arpita: সুদিন শেষ? পার্থর উপর দায় চাপিয়ে মুক্তি পেতে চান অর্পিতা! আদালতে তাজ্জব করা ঘটনা

কলকাতা: পার্থ চট্টোপাধ্যায়কে কি আর হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে? ইডিকে প্রশ্ন করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। যে ECIR গুলিতে তাঁর নাম আছে সেগুলিতে তাকে জেলবন্দী রাখার প্রয়োজন আছে? তদন্তকারী সংস্থার কাছে এই প্রশ্নও রাখেন বিচারপতি ঘোষ। তাঁর সংযোজন, আর যে ECIR গুলিতে তাঁর নাম নেই, সেগুলি নিয়ে ED-র কী অবস্থান?

কিন্তু এই প্রশ্নপর্বের মাঝেও যে বিষয়টি সকলের নজর কেড়েছে, তা হল অর্পিতাকে নিয়ে করা পার্থর আইনজীবীর বক্তব্য। সওয়াল পর্বে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, অর্পিতা মুখোপাধ্যায় সমস্ত টাকার দায় পার্থ চট্টোপাধ্যায়ের ওপর দিয়ে নিজে সমস্ত অভিযোগ থেকে নিষ্কৃতী পেতে চাইছেন। সেই সময়ই পাল্টা বিচারপতি বলেন, ”যদি অর্পিতা মুখোপাধ্যায় এই বিপুল সম্পত্তি উপার্জন করতে সক্ষম হতেন, তাহলে আমি হয়ত আপনার পক্ষে থাকতাম।”

আরও পড়ুন: সর্বকালের সেরা ১০ ভারতীয় ছবির তালিকার প্রথমেই এই বাংলা সিনেমা! রয়েছে আরও ৩ বাংলা ছবি, রইল তালিকা

পার্থর আইনজীবী পাল্টা বলেন, ”আমার অপরাধ করার ক্ষমতা আছে বলেই অন্য কোনও অভিযুক্তর কাছ থেকে উদ্ধার হওয়া অর্থ আমার, এই যুক্তির কোনও গ্রহণযোগ্যতা নেই।” এরপর বিচারপতি জানান, আগামী ১৬ এপ্রিল পরবর্তী শুনানি।

আরও পড়ুন: অবাক কাণ্ড কলকাতায়! দুটি রেল স্টেশন এতই কাছে, পৌঁছতে লাগে মাত্র ১ সেকেন্ড! বলুন তো কোন দুটি স্টেশন

একই সঙ্গে ইডির উদ্দেশ্যে বিচারপতি বলেন, ”তদন্ত এখন আর প্রাথমিক পর্যায়ে নেই। যদি ধরেও নেওয়া যায় যে, ২০২২ সালের শেষে ECIR গুলি দায়ের হয়েছিল তাহলেও প্রায় এক-দেড় বছর হয়ে গিয়েছে।

যদিও ইডি জানায়, এক মিডল ম্যানের কাছ থেকে আরও কিছু সম্পত্তির হদিস পাওয়া গেছে, যেগুলি এখনও তদন্তের আওতায় আসেনি।” এরপরই ১৬ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন বিচারপতি।