Calcutta University: নির্বাচনী বিধি ভেঙে বিশ্ববিদ্যালয়ে প্রমোশন! কলকাতা বিশ্ববিদ্যালয়কে কড়া চিঠি রাজ্যের

কলকাতা: নির্বাচনী বিধি ভেঙে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-শিক্ষাকর্মীদের প্রমোশন! কলকাতা বিশ্ববিদ্যালয়কে কড়া চিঠি উচ্চ শিক্ষা দফতরের। কোন আইনে প্রমোশন দেওয়া হচ্ছে? বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে চিঠি দিয়ে প্রশ্ন উচ্চ শিক্ষা দফতরের।” এটা মনে রাখতে হবে রাজ্য সরকার আর্থিক সহযোগিতা করে”। বিশ্ববিদ্যালয়কে দেওয়া চিঠিতে এ কথা উল্লেখ করেছে রাজ্য সরকার৷

দ্রুত এই নির্দেশ বদলের আদেশ উচ্চ শিক্ষা দফতরের। ৪ এপ্রিলের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্টও চাইল রাজ্য। ব্যবস্থা না নিলে আইন অনুযায়ী পদক্ষেপ।কলকাতা বিশ্ববিদ্যালয়কে কড়া চিঠি দিয়ে জানাল উচ্চশিক্ষা দফতর।

বিশ্ববিদ্যালয় পরিচালনা নিয়ে রাজ্যের উচ্চশিক্ষা দফতর ও রাজ্যপালের মধ্যে বারংবার টানাপোড়েন চলেছে৷ এর মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল, সে নিয়ে নানারকম প্রশ্ন তো উঠবেই৷ এখন দেখার, রাজ্যের উচ্চশিক্ষা দফতরের তরফ থেকে দেওয়া চিঠির উত্তরে কী জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷