গঙ্গার নীচে মেট্রো চলাচলের সময়সীমা বদল, দু’টি মেট্রোর মাঝে বাড়ল সময়ের ব্যবধান, জানুন সূচি

Metro Rail: ইস্ট ওয়েস্ট মেট্রোতেও বাড়ছে যাত্রী! তিন মাসের হিসেব দিল মেট্রো

কলকাতা: দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মধ্যে যাত্রী সংখ্যা তো বাড়ছিলই৷ এবার দ্রুত তথ্যপ্রযুক্তি তালুকে পৌঁছতেও মেট্রোর উপরেই ভরসা করছেন নিত্যযাত্রীরা৷ একই ভাবে ধীরে ধীরে যাত্রী বাড়ছে হাওড়া থেকে এসপ্ল্যানেডের মধ্যে চলাচলকারী মেট্রোর গ্রিন লাইনেও৷

এই মুহূর্তে কলকাতায় চারটি লাইনে মেট্রো পরিষেবা দিচ্ছে৷ মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, চারটি লাইন মিলিয়ে মে, জুন এবং জুলাই মাসে ৫.৩ কোটি যাত্রী বহন করেছে মেট্রো৷

আরও পড়ুন: সেমিনার রুমের দিকে যাচ্ছে সঞ্জয়, প্রকাশ্যে আরজি করের সেই রাতের সিসিটিভি ফুটেজ!

এর মধ্যে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ (ব্লু লাইনে) তিন মাসে ৪.৬ কোটি যাত্রী বহন করেছে মেট্রো৷ সল্টলেক থেকে শিয়ালদহের মধ্যে চলাচলকারী ইস্ট ওয়েস্ট মেট্রোর গ্রিন লাইনে গত তিন মাসে ৩৬ লক্ষ যাত্রী পরিষেবা নিয়েছেন৷ আবার হাওড়া থেকে এসপ্ল্যানেডের মধ্যে ইস্ট ওয়েস্ট মেট্রোয় গত তিন মাসে যাত্রী সংখ্যা ছিল প্রায় ৩৪ লক্ষ৷

মেট্রো কর্তৃপক্ষের আশা হাওড়া থেকে সরাসরি সল্টলেক পর্যন্ত পরিষেবা শুরু হলে গ্রিন লাইনেও যাত্রী সংখ্যা অনেকটা বাড়বে৷

অন্যদিকে মেট্রোর পার্পল এবং অরেঞ্জ লাইনে, গত তিন মাসে যথাক্রমে ৪৮ হাজার এবং ৮৯ হাজারের বেশি যাত্রী মেট্রোয় যাত্রা উপভোগ করেছেন। উল্লেখ্য, গত তিন মাসে মেট্রো যাত্রী সংখ্যার ভিত্তিতে মেট্রোর আয় হয়েছে ৮০ কোটি টাকা।