প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ

RG Kar Murder Case: ‘স্বতঃস্ফূর্ত’, আরজি করের ঘটনায় ছাত্রছাত্রীদের অংশগ্রহণ নিয়ে মুখ খুলল প্রধান শিক্ষক সংগঠন

দক্ষিণ ২৪ পরগনা: আরজি করের ঘটনায় ছাত্রছাত্রীদের অংশগ্রহণ নিয়ে এবার মুখ খুলল প্রধান শিক্ষক সংগঠন। এই আন্দোলনকে স্বতঃস্ফূর্ত আখ্যা দিয়েছেন প্রধান শিক্ষক সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি।

আরও পড়ুন: মৃতের শেষ ইচ্ছাপূরণে এক হয়ে গেল দুই দেশ, বিএসএফের তৎপরতায় ভাইয়ের শেষ দেখা পেলেন বোন

রাজ্যের বিভিন্ন জায়গায় আন্দোলনে স্কুলের ছাত্রছাত্রীদের অংশ নিতে দেখা গিয়েছে। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এ নিয়ে চন্দন মাইতি জানিয়েছেন, আরজি করের ঘটনার ফলে ছাত্রছাত্রীদের মধ্যে একটা আবেগ তৈরি হয়েছে। এই আবেগের জন্য তারা স্বতঃস্ফূর্ত ভাবে প্রতিবাদ করছে। তার সঙ্গে প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের সেভাবে যোগ নেই বলে জানিয়েছেন তিনি।

তাঁর কথায়, ”ছাত্রছাত্রীদের বারবার বোঝানো হয়েছে ছুটির পর কে কোথায় আন্দোলন করবে তার দায় শিক্ষা প্রতিষ্ঠানের উপর না পড়ে।” সে দায় রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছে যারা, তাদের উপর পড়ে বলে জানিয়েছেন তিনি। স্কুল চলাকালীন কিছু হলে ছাত্রছাত্রীদের বোঝানোর কাজ তাঁরা করবেন বলে জানিয়েছেন। এই ঘটনা রুখতে পরিকল্পনার প্রয়োজন বলে দাবি চন্দন মাইতির। এছাড়াও আরজি করের ঘটনার দ্রুত প্রতিকার চেয়ে দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন প্রধান শিক্ষক সংগঠনের পক্ষ থেকে।

নবাব মল্লিক