রেল

Rail: প্রখর রোদে চলছে লাইন পরীক্ষা, ট্রেনের কামরায় হাঁসফাঁস অবস্থা যাত্রীদের, দেখুন

বারাসত: তাপমাত্রার পারদ যখন প্রায় ৪০ ছুঁই ছুঁই, ট্রেনের ভেতরে দাঁড়িয়ে তখন গলদঘর্ম হচ্ছেন যাত্রীরা। এই প্রখর তাপপ্রবাহের মধ্যেই রেললাইন পরীক্ষার জন্য কাজ চলায় ট্রেন ধীরগতিতে চলতেই নাজেহাল অবস্থা রেল যাত্রীদের। আজ বনগাঁ-শিয়ালদহ শাখার ট্রেন কিছুটা হলেও দেরিতে চলছে। যদিও এই সমস্যা হচ্ছে মধ্যমগ্রামের পর থেকেই। পরবর্তীতে জানা যায়, নিউ ব্যারাকপুর স্টেশনের কাছে রেল ট্রাক চেকিংয়ের কাজ চলছে। দুটি ট্র‍্যাকের মাঝখানে যে ফাঁকা অংশ এবং ট্র‍্যাকের নিচের অংশে ফাঁকা জায়গা থাকে, সেই জায়গা চেক করে তা মেরামতির প্রক্রিয়া চলছে। তবে তার জন্য কোনও ট্রেন আটকানো হচ্ছে না।

নিউ ব্যারাকপুর স্টেশন এর ঢোকার মুখে কিছুটা ধীর গতিতে প্রবেশ করছে ট্রেনগুলি। ডাউন লাইনের সব ট্রেনই নিউ ব্যারাকপুর স্টেশনে ঢোকার আগে থেকে কিছুটা লেট করছে। কর্মীরা জানান, এ ভাবেই কাজ করতে হবে। যে সব জায়গায় (ট্র‍্যাকে) ফাটল আছে বা গ্যাপ বেশি আছে সেই জায়গা চিহ্নিত করে, তা মেরামতি করা হচ্ছে। ফলে ট্রেন ৫-৭ মিনিট লেট হচ্ছে। এভাবে মেরামতির কাজ চলে, এ ছাড়া কোন উপায় নেই।

আরও পড়ুনঃ বাঁকুড়ার এই গ্রাম আসলেই লুকনো সম্পদ! পাহাড়-পলাশ-জঙ্গলে ঘেরা, পয়লা বৈশাখে ঘুরে আসুন

বনগাঁ থেকে মধ্যমগ্রাম পর্যন্ত কোনও সমস্যা নেই ট্রেন চলাচলে, যা সমস্যা তা নিউ ব্যারাকপুর স্টেশন থেকে। পরবর্তীতে এ ভাবেই চেক করতে করতে বিরাটির দিকে এগিয়ে যাওয়া হবে। তবে এই প্রখর দাবদাহে ট্রেনের ভিতর থাকা যাত্রীরা তার ফলে চরম সমস্যায় পড়েছেন। একদিকে অফিস টাইমে ট্রেনে প্রচন্ড ভিড়, তার উপর যদি ট্রেন দাঁড়িয়ে থাকে, তার প্রভাব পড়ছে যাত্রীদের উপর। ট্রেনের ভিতরে থাকা যাত্রীরা কাহিল হয়ে পড়ছেন। নিউ ব্যারাকপুরের পর থেকে শিয়ালদহ পৌঁছতে ট্রেনের সময়সূচি কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে তার ফলে।

নির্দিষ্ট সময়ের চেয়ে কিছুটা দেরিতে গিয়ে শিয়ালদহ পৌঁছোচ্ছেন যাত্রীরা। তবে শুধু নিউ ব্যারাকপুর নয়, বনগাঁ-শিয়ালদহ শাখার ট্রেন যখন দমদম স্টেশনে প্রবেশ করে, তার আগেও বেশ কিছু সময় দাঁড়িয়ে থাকতে হয় রেল যাত্রীদের অভিযোগ। কারণ ওই অংশে মেন লাইনের সঙ্গে মিলিত হয় এই লাইন। মেন লাইনের অসংখ্য ট্রেনের নির্দিষ্ট সময়সূচি আছে, পাশাপাশি দূরপাল্লার একাধিক ট্রেন শিয়ালদহ প্রবেশ করে। ফলে বনগাঁ লাইনের যে সব ট্রেন লেট করছে সেই ট্রেন দমদমে প্রবেশের আগে সিগন্যাল না পেয়ে আবারও কিছুটা সময় দাঁড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ গরম পড়তেই বাড়িতে ভনভন করছে মাছি? সামান্য নুন-জলেই পালাবে! শুধু জানুন ব্যবহারের নিয়ম

অনেক সময় প্লাটফর্ম খালি না থাকার জন্যও দাঁড়িয়ে থাকতে হয় ট্রেনগুলিকে। সবমিলিয়ে রেলের এই কাজের জন্য যাত্রীদের গরমের মধ্যে চরম হয়রানির শিকার হতে হচ্ছে। যদিও বিষয়টি নিয়ে কোনওরকম প্রতিক্রিয়া মেলেনি রেলের তরফে। তবে যাত্রীদের আবেদন তাপপ্রবাহের মাঝে এমন শারীরিক কষ্ট এড়াতে বিষয়টিতে নজর দিক রেল।

Rudra Narayan Roy