সাপ সহ রোগী হাজির হাসপাতালে 

সাপের কামড়! কিশোর তার পর যা কাণ্ড ঘটাল…হাসপাতালে দৌড়দৌড়ি লেগে গেল

মুর্শিদাবাদ: হরিহরপাড়া হাসপাতালে হইচই। সাপে ছোবল মারার পর কিশোর জীবিত সাপ ধরে একটি কৌটোয় ভরে নিয়ে হাজির হল সোজা হাসপাতালে।

সাপ চিনতে না পারায় সটান সাপ নিয়েই হাসপাতালে হাজির রোগীর পরিবার। তা দেখে চোখ কপালে কর্তব্যরত চিকিৎসকের। বৃহস্পতিবার দুপুরে হইচই পড়ে গেল হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।

সাপ -সহ রোগীকে দেখতে পেয়ে হুলুস্থুল পড়ে যায় অন্যান্য রোগী ও তাদের আত্মীয়দের মধ্যে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের ডোমকল থানার গরিবপুর এলাকায়।

আরও পড়ুন- বাড়ির গ্যারেজ থেকে শুরু… তিনিই আজ দিলেন মোক্ষম বিজনেস স্ট্র্যাটেজি, শুনবেন?

জানা গিয়েছে, বাড়িতে ইটের খামাল থেকে ইট টেনে বের করছিল রামিম মন্ডল নামে এক কিশোর। সেই সময় এই বিষাক্ত সাপ তার হাতে ছোবল মারে। সঙ্গে সঙ্গে রক্ত বের হতে থাকে। চিৎকার করতে থাকে রামিম মন্ডল।

তার চিৎকার শুনে ছুটে আসেন আশেপাশের লোকেরা। বেশ কিছুক্ষণ খোঁজাখুজির পর দেখতে পান একটি গোখরো সাপের বাচ্চা ঘুরে বেড়াচ্ছে। তা দেখে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে বাড়ির লোকেদের মধ্যে।

এর পর সাপের বাচ্চাটিকে লাঠির সাহায্যে ধরে ১ টি কৌটোয় বন্দি করে নিয়ে আসা হয় হরিহরপাড়া হাসপাতালে। কারণ তারা চিনতে পারছিলেন না আসলে কী সাপ কামড়েছে!

হাসপাতালে সাপ নিয়ে পৌঁছাতেই কর্তব্যরত চিকিৎসকের চোখ কপালে উঠে যায়। সঙ্গে সঙ্গে চিকিৎসক তার চিকিৎসা শুরু করেন। রক্তের নমুনা সংগ্রহ করা হয়।

পর পর তিনবার রক্ত সংগ্রহ করে এবং তাকে চব্বিশ ঘন্টা অবজারভেশনে রাখা হয়েছে বলে জানান চিকিৎসক। যদিও চিকিৎসক আরও জানান, সাপে কামড়ালে সাপ ধরে আনার দরকার নেই। বাঁধন দেওয়ারও দরকার নেই। ওঝার কাছে যেতে নিষেধ করেন চিকিৎসকরা। যত সম্ভব দ্রুত হাসপাতালে নিয়ে আসার কথা বলা হয়।

কৌশিক অধিকারী