স্কুলের ছাত্রীদের সঙ্গে কথা বলছেন

North 24 Parganas News: ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় টহল দিচ্ছে এই মহিলা বাহিনী, নজর নারী সুরক্ষায়

উত্তর ২৪ পরগনা: নারী সুরক্ষায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নিউ ব্যারাকপুর সহ বিভিন্ন এলাকায় এদিন দেখা গেল কালো পোশাকের মহিলা পুলিশের বিশেষ বাহিনী উইনারস টিমের সদস্যদের টহল দিতে। মূলত মহিলাদেরদের সুরক্ষায় পাশাপাশি ইভটিজিং ও রোমিওদের হাত থেকে ছাত্রী, কলেজ পড়ুয়া সহ নারীদের সম্মান রক্ষার্থে বিশেষভাবে কাজ করে থাকে এই বাহিনী। রাজ্যে ঘটে যাওয়া আরজি কর কাণ্ডের পর নারী সুরক্ষা নিয়ে যখন উত্তাল গোটা রাজ্য সেই সময়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে এলাকার বিভিন্ন জায়গায় এই মহিলা উইনারস টিম নজরদারি চালাচ্ছে।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘উৎসবে ফিরুন’, তারপরই মধ্যমগ্রামে যা ঘটল, অবাক করে দেবে!

এদিন নিউ ব্যারাকপুর এলাকার মাসুন্দা উচ্চ বালিকা বিদ্যালয়ের স্কুল ছাত্রীদের সঙ্গে পাশাপাশি এলাকার মহিলাদের সঙ্গে কথা বলতে দেখা যায় এই বিশেষ মহিলা পুলিশ দলকে। মূলত কোন কোন এলাকায় কি ধরনের সমস্যার সম্মুখীন হন ছাত্রীরা বা মহিলারা, কোথাও তাদের কটুক্তি করা হয় কিনা, কখন কোন সময় তাদের এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় সে বিষয়ে খুটিনাটি তথ্য সংগ্রহ করেন মহিলা উইনারস টিম। বিষয়টি জেনে নিয়ে পরবর্তীতে পদক্ষেপ গ্রহণেরও আশ্বাস দেওয়া হয়েছে এই বিশেষ মহিলা পুলিশ দলের তরফে। ছাত্রী থেকে এলাকার মহিলাদের মধ্যে উইনারস টিমের সদস্যদের যোগাযোগ নম্বরও ছড়িয়ে দেওয়া হয়, যাতে কোনরকম সমস্যায় পড়লেই দ্রুত জানাতে পারেন মহিলারা।

আরও পড়ুন: লাদাখের দুর্গম শৃঙ্গ জয় করে ‘জাস্টিস’-র জন্য আওয়াজ তুললেন পর্বতারোহীরা, দেখুন ছবিতে

জানা যায়, ব্যারাকপুর পুলিশ কমিশনারের নির্দেশে এলাকার বিভিন্ন জায়গায় এভাবেই নজরদারি চালাচ্ছে উইনার টিম। দুই চাকায় ভর করে পৌঁছে যাচ্ছেন এ প্রান্ত থেকে সে প্রান্তে। এদিন উইনারস বাহিনীকে এভাবে রাস্তায় ও স্কুলে গিয়ে সুরক্ষার আশ্বাস দিতে দেখে খুশি ছাত্রী থেকে এলাকার মহিলারাও। প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা। উইনারস টিমের এমন নজরদাড়ির ফলে পথ চলতে অনেকটাই মনোবল বাড়বে মহিলাদের বলেও জানালেন অনেকে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Rudra Narayan Roy