RG Kar Doctor Death: আরজি কর কাণ্ডের জেরে চলছিল বিক্ষোভ, মারা গেলেন রোগী! চিকিৎসা না মেলার অভিযোগ

মুর্শিদাবাদ: বুকে ব্যথা নিয়ে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসা না মেলার অভিযোগ! ডাক্তারের দেখা নেই। সেই কারণেই মৃত্যু হল এক রোগীর, এমনই দাবি পরিবারের। আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল রাজ্য।

বিক্ষোভের আঁচ শহরের হাসপাতাল ছাড়িয়ে দাবানলের মতো ছড়িয়ে গিয়েছে জেলা হাসপাতালগুলিতেও। যার জেরে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও বর্তমানে কর্মবিরতি পালন করছেন জুনিয়র ডাক্তার ও ইন্টার্ন চিকিৎসকেরা। এ দিকে বহরমপুর মেডিক্যাল কলেজে বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় সোমবার দুপুরে। সূত্রের খবর,

সকাল ৮টা নাগাদ বুকে ব্যথা নিয়ে বহরমপুর হাসপাতালে ভর্তি করা হয় পিয়ারুল শেখকে। কিন্তু সাড়ে বারোটা বেজে গেলেও রোগীর চিকিৎসা করানো যায়নি। তার পরই মৃত্যু হয় পিয়ারুলের।
মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ, পিয়ারুলকে ভর্তি করার চার ঘণ্টা পরেও চিকিৎসক না আসার কারণেই মৃত্যু হয় তাঁর। এমারজেন্সি বিভাগে ফেলে রাখা হয় কিন্তু কোনও চিকিৎসা পরিষেবা দেওয়া হয়নি বলেও অভিযোগ। এই ঘটনায় চিকিৎসকের শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা।

 আরও পড়ুন- স্ত্রীকেও ছাড়েনি সঞ্জয়! কী কী করেছিল তাঁর অসুস্থ মেয়ের সঙ্গে? মুখ খুললেন শাশুড়ি

আরজি কর হাসপাতালের ঘটনার জেরে রবিবার থেকেই কর্মবিরতি পালন করছেন জুনিয়র ডাক্তার ও ইন্টার্ন চিকিৎসকদের। সোমবার সকালে একটি বিক্ষোভ প্রদর্শন করা হয়। দোষীদের শাস্তি দাবির দাবিতে চলে বিক্ষোভ। সেই কারণেই রোগীরা চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না বলেই অভিযোগ।