Patym: ‘বিভ্রান্তিকর, ভিত্তিহীন, বদনামের চেষ্টা’, ফরেক্স লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করল পেটিএম

কলকাতাঃ বিদেশি মুদ্রা নিয়ম লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করল পেটিএমের সহযোগী পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক। তাদের দাবি, ‘এটা বিভ্রান্তিকর, ভিত্তিহীন এবং বদনাম করার চেষ্টা’। পাশাপাশি কোনও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক বা ওয়ান ৯৭ কমিউনিকেশন লিমিটেডের সহযোগী সংস্থাদের বিরুদ্ধে তদন্ত করছে না বলেও জানিয়ে দিয়েছে তাঁরা।

আরও পড়ুনঃ Paytm ব্যবহার করেন? ২৯ ফেব্রুয়ারির পরে বড় পরিবর্তন, এক নজরে দেখে নিন

পেটিএম এক বিবৃতিতে জানিয়েছে, ‘ওয়ান ৯৭ কমিউনিকেশনস লিমিটেডের অবস্থান জানাতে এবং কোম্পানি সম্পর্কে সাম্প্রতিক বিভ্রান্তিকর মিডিয়া রিপোর্টের মোকাবিলা করতে চায়। স্বচ্ছতার স্বার্থে এই বিবৃতি। যাতে আমাদের খ্যাতি, গ্রাহক, শেয়ারহোল্ডার এবং স্টেকহোল্ডারদের যাতে অযৌক্তিক এবং অনুমানের ভিত্তিতে ছড়ানো গল্প থেকে রক্ষা করা যায়। আমরা প্রয়োজন অনুযায়ী এই ধরনের পোস্ট করতে থাকব’।

এরপরই ইডি তদন্ত করছে না জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘বিদেশি মুদ্রা নিয়ম লঙ্ঘনের অভিযোগে কোম্পানি বা তার সহযোগী পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক লিমিটিডের বিরুদ্ধে তদন্ত নিয়ে কিছু মিডিয়া সংস্থা ভিত্তিহীন রিপোর্ট প্রকাশ করেছে। আমরা স্পষ্ট করে দিতে চাই, কোম্পানি এবং তার সহযোগী পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেড এই ধরনের কোনও তদন্তের আওতায় আসেনি। এটা সম্পূর্ণরূপে বিভ্রান্তিকর, ভিত্তিহীন এবং বদনাম করার চেষ্টা। এতে আমাদের স্টেকহোল্ডারদের ক্ষতি হচ্ছে’।

প্রসঙ্গত, বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনের পর এই বিবৃতি জারি করে পেটিএম। তবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি পেটিএম প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে লেনদেনের তথ্য জানতে চেয়ে রিজার্ভ ব্যাঙ্ককে চিঠি দিয়েছে বলে দুটি সূত্র জানিয়েছে। একটি সূত্র আরও জানিয়েছে যে তদন্তকারীরা এখনও পেটিএমের সঙ্গে যোগাযোগ করেনি। এই প্রসঙ্গে অর্থ মন্ত্রক এবং ইডি কোনও মন্তব্য করেনি। তবে যাবতীয় অভিযোগ উড়িয়ে পেটিমের এক মুখপাত্র বলেছেন, ‘বিদেশি মুদ্রা নিয়ম লঙ্ঘনের অভিযোগ অসত্য এবং ভিত্তিহীন’।

অন্য দিকে, ওয়ান ৯৭ কমিউনিকেশন লিমিটেডের শেয়ার দর হু হু করে কমছে। রিজার্ভ ব্যাঙ্কের পদক্ষেপের পরই বিনিয়োগকারীরা স্টক ডাম্প করতে শুরু করে। ফলে এই পতন। বিএসই-তে এই স্টক ১০ শতাংশ কমে ৪৩৮.৩৫ টাকায় দাঁড়িয়েছে। এনএসই-তে কমেছে ৯.৯৯ শতাংশ। দাম দাঁড়িয়েছে ৪৩৮.৫০ টাকা। গত তিন দিনে ৪২ শতাংশের বেশি পতন হয়েছে। বাজার থেকে মুছে গিয়েছে ২০,৪৭১.২৫ কোটি টাকা।